আজ শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১০:৫৯

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরে স্বাক্ষর জালিয়াতি করে তেলের বিল উত্তোলন

ডান্ডিবার্তা | ২৩ নভেম্বর, ২০২৪ | ৮:২৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ে ১জন শ্রম পরিদর্শকের স্বাক্ষর জালিয়াতি করে অসাধু উপায়ে তেলের বিল উত্তোলন করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।  সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া নিজেই বিলের বিবরনীতে এককভাবে স্বাক্ষর করে বিল উত্তোলন করেছে। জালিয়াতির বিষয়টি জানাজানি হলে দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাদের বিভিন্ন নথি যাচাই করলে অনেকেরই স্বাক্ষর জালিয়াতি করার প্রমান পাওয়া গেছে। এছাড়া স্বাক্ষর জালিয়াতির বিষয়টি প্রধান কার্যালয়ের মহাপরিদর্শক বরাবর গত ৩০ শে অক্টোবর লিখিতভাবে তদন্ত পূর্বক আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অভিযোগ দেয়া হলেও শুধু তদন্তের পর তদন্ত চলছে। দূর্নীতি ও অনিয়মের এই দুই বরপুত্র এখনও বহাল তবিয়তে রয়েছে। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের সূত্র থেকে জানা যায়,দপ্তরের শ্রম পরিদর্শক (সাধারণ) নেছার উদ্দিন আহম্মেদ’র নামে মোটর সাইকেল বরাদ্দ করে তার বিপরীতে ক্রয়কৃত অকটেন বিলের বিবরনী ফাইলে স্বাক্ষর জালিয়াতি করে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া জেনে শুনে নিজে স্বাক্ষর করে বিল উত্তোলন করেছেন। এছাড়া ১টি বিলে স্বাক্ষর ছাড়াই বিল উত্তোলন করা হয়। স্বাক্ষর জালিয়াতির বিষয়গুলো ধামাচাপা দেয়ার চেষ্টা করা করছে। প্রতিনিয়ত তার বিরুদ্ধে অনিয়ম ও দূর্নীতির বিষয়টি উঠে আসছে। সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া ও তার অনুসারীরা জালিয়াতির ঘটনাটি ধামাচাপা দিতে প্রধান কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে যোগাযোগ করে নিজের দোষ অন্যের ঘাড়ে চাপিয়ে দেয়ার জন্য চেষ্টা করছে। এছাড়া পত্রিকায় লিখলে কিছু হয় না টাকা দিলেই সব ম্যানেজ হয়ে যায় এমন দম্ভোক্তি দেখাচ্ছেন তার দোসর অফিস সহকারী বাপ্পারাজ। এই স্বাক্ষর জালিয়াতির ঘটনার সাথে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের তৎকালিন উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়া এবং তৎকালিন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বাপ্পারাজ জড়িত রয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নানা অনিয়ম ও বিতর্কের কারনে সাবেক উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়াকে রংপুর জেলা কার্যালয়ে এবং ক্ষমতাধর সাবেক অফিস সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক বাপ্পারাজকে দিনাজপুর জেলা কার্যালয়ে বদলি করা হয়। আওয়ামী লীগ সরকারের আমলে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিষ্টার বিপ্লব বড়ুয়া প্রভাব খাটিয়ে উপমহাপরিদর্শক সৌমেন বড়ুয়াকে রংপুর থেকে ফরিদপুর জেলা কার্যালয়ে এবং অফিস সহকারী কাম কম্পিউটার মৃদ্রাক্ষরিক বাপ্পারাজকে দিনাজপুর থেকে মানিকগঞ্জ জেলা কার্যালয়ে বদলী হয়ে আসেন। বর্তমান কর্মস্থল থেকেই দূর্নীতি ও অনিয়ম ঘটনা ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠেছে। এছাড়া  দূর্নীতিবাজ এই দুই বরপুত্র অবৈধ অর্থের জোর খাটিয়ে নানা কলকাঠি নাড়ছে। মূলতঃ উপমহাপরিদর্শক সৌমেন বড়য়া ও অফিস সহকারী বাপ্পারাজ কক্ষে বসে বলতেন পত্রিকায় লিখলে কিছু হয় না, টাকা দিলেই সব ম্যানেজ হয়ে যায়। এমন দম্ভোক্তি দেখাতেন অফিস সহকারী বাপ্পারাজ। অপরদিকে নানা অনিয়ম ও দূর্নীতির অভিযোগ স্থানীয় ও জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত হবার পরও বিশেষ কারনে এই ২ জনের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না। জালিয়াতির ঘটনাসহ অন্যান্য বিষয়ে ধামাচাপা দিতে সকলকে ম্যানেজ করার জন্য মরিয়া হয়ে উঠেছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা