বন্দর প্রতিনিধি:
বন্দরে সংখ্যালঘু জয়ন্ত বিশ্বাসের গোপনাঙ্গ কর্তনসহ ৩ সহোদর জখমের ঘটনায় ৫ দিনেও হামলাকারিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে মামলার বাদী শান্ত বিশ্বাসের অভিযোগ মামলা দায়ের করে হামলাকারিদের অব্যহত হুমকি দামকি কারনে চরম নিরাপত্তাহীনতায় রয়েছে তার পরিবার। মামলার তথ্য সূত্রে জানা গেছে, বন্দর থানার বেঁজেরগাও এলাকার জ্যোতিময় বিশ্বাসের ছেলে শান্ত বিশ্বাসদের সাথে একই এলাকার জাকারিয়া মিয়ার ২ ছেলে সিফাত উল্লাহ ও হোসাইনদের দীর্ঘ দিন ধরে বাড়ি জায়গা জমি নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এ নিয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মামলা চলমান রয়েছে। পূর্ব শত্রুতার জের ধরে প্রতিপক্ষ জাকারিয়া মিয়ার ২ ছেলে সিফাত উল্লাহ ও হোসাইনসহ তাদের সহযোগিরা বিভিন্ন সময়ে নানা ভাবে ভয়ভীতি প্রদর্শনসহ হুমকি দামকি দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় প্রতিপক্ষ সন্ত্রাসী সিফাত উল্লাহ ও তার ছোট ভাই হোসাইন একই এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে হালিম একই এলাকার মৃত আসন আলী সরকারের ছেলে হাসিবুল্লাহ ও তার স্ত্রী রাজিয়া বেগম, সুজন মিয়ার স্ত্রী ছনিয়া বেগম ও হালিম মিয়ার স্ত্রী সামসুন নাহারসহ অজ্ঞাত নামা আরো ৪/৫ জন সন্ত্রাসী পূর্ব পরিকল্পিত ভাবে দেশীয় অস্ত্রেসস্ত্রে সজ্জিত হয়ে শান্ত বিশ্বাসের বসত বাড়িতে অনাধিকার প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগালি করে। ওই সময় জয়ন্ত বিশ্বাস গালাগালি করতে নিষেধ করিলে ওই সময় সন্ত্রাসী সিফাত উল্লাহ জয়ন্ত বিশ্বাসকে হত্যার উদ্দেশ্য বেদম ভাবে পিটিয়ে তার গোপনাঙ্গ কর্তন করে। ওই সময় তার চিৎকারের শব্দ পেয়ে চাচাত ভাই সজল বিশ্বাস (২৮) ও হৃদয় বিশ্বাস (২৬) এগিয়ে আসলে ওই সময় বাকি আসামীরা তাদেরকে বেদম ভাবে পিটিয়ে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়। এ ব্যাপারে মামলার তদন্তকারি কর্মকর্তা এসআই মোঃ শহিদুল ইসলাম জানান, আসামীদের গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান অব্যহত রয়েছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯