ডান্ডিবার্তা রির্পোট:
নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের সাবেক প্যানেল মেয়র ২ ও ৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন আবু সাইদ নামে এক প্রকৌশলী। অভিযুক্তরা হলেন,মোঃ শাহআলম (৪৫), সেকুরুল ইসলাম ওরফে রিপন (৪৫), মোঃ রাজু মাষ্টার (৩২) ও মোঃ মুসা সুমন (৪৮)। ৪১ জন শেয়ার হোল্ডারের ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার হিসেব না দিয়ে নানা ধরনের টালবাহানা শুরু করেছে ওই ৪ ব্যক্তি। এ বিষয়ে ভুত্তভোগীদের প্রজেক্ট প্রকৌশলী ও শেয়ার হোল্ডার মোঃ আবু সাঈদ বাদী হয়ে গত ১অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় ও সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিচালক নারায়ণগঞ্জ এর দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে প্রকৌশলী মোঃ আবু সাঈদ উল্লেখ করেছেন, ৪৫ জন শেয়ার হোল্ডার মিলে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় যৌথভাবে মুক্তিনগর মদিনা টাওয়ার নামে একটি বিল্ডিং নির্মাণ এর উদ্যোগ গ্রহন করা হয়। প্রকৌশলী ও শেয়ার হোল্ডার মোঃ আবু সাঈদ এই বিল্ডিংয়ের প্রজেক্ট প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ১০ মে থেকে বিল্ডিং এর কাজ শুরু করা হয়। উক্ত বিল্ডিং এর শেয়ার হোল্ডারদের কমিটির মাধ্যমে মোঃ শাহআলম, সেকুরুল ইসলাম (২) রিপন, মোঃ রাজু মাষ্টার, ও মোঃ মুসা সুমন কে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়সহ ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব অর্পন করা হয়। তারা বেজসহ বিল্ডিং এর ৩য় তলা ছাদ ঢালাই কাজ শেষ করে কাজ বন্ধ করে দেয়। বিল্ডিং নির্মাণের খরচ হিসেবে ৪১ জন শেয়ার হোল্ডারদের কাছ থেকে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা উত্তোলন করেছে ওই ৪ জনে। গত ২৭ সেপ্টেম্বর শেয়ার হোল্ডারদের নিয়ে মিটিং আহবান করা হলে ৪১ জন শেয়ার হোল্ডার মিটিংয়ে উপস্থিত হলেও ওই ক্যাশিয়ার ৪ জন শেয়ার হোল্ডার মিটিংয়ে আসেনি। পরবর্তীতে সবাই ওই ৪ জনের কাছে টাকার হিসেব চাইলে তারা হিসেব না দিয়ে আর কাজ করবেনা এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি বেশী বাড়াবাড়ি করলে প্রাণনাশেরও হুমকি প্রদান করে বলে অভিযোগে উলে¬খ করা হয়েছে। প্রকৌশলী মোঃ আবু সাঈদ অভিযোগে বলেন, মোঃ শাহআলম, সেকুরুল ইসলাম (২) রিপন, মোঃ রাজু মাষ্টার ও মোঃ মুসা সুমন সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের একনিষ্ঠ সহযোগী হিসেবে ভূমি দস্যূতা, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা কাজ অপককর্ম করেছে। আওয়ামীলীগ দলীয় সাবেক কাউন্সিলর বাদলের ছত্রছায়ায় বছরের পর বছর তার ক্যাডার কাম ক্যাশিয়ার হিসেবে কাজ করেছে। আওয়ামীলীগ সরকারের পতনের পর ও এই ৪জন এখনো বহাল তবিয়তে থেকে এলাকায় নানা অপকর্ম করে চলছে যার প্রমাণ শেয়ার হোল্ডারদের টাকা মেরে দিয়েছে এবং তারা হিসেবে চাওয়ায় তাদের প্রাণনাশেরও হুমকি ধমকি দিচ্ছে। গত বছর একটি জমিতে জোরপূর্বক এই ৪ জনে এক ব্যক্তির জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিল। সেই সাইনবোর্ডের চিত্র ধারণ করতে গেলে এক সাংবাদিককে মারধর পর্যন্ত করেছে। এদিকে ভুক্তভোগী ৪১ জন শেয়ার হোল্ডার ওই ৪ জনের জুলুম অত্যাচার থেকে রেহাই পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯