আজ সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬ | রাত ১২:৩৮

সাবেক কাউন্সিলর বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে থানা ও সেনা ক্যাম্পে অভিযোগ

ডান্ডিবার্তা | ২৪ নভেম্বর, ২০২৪ | ১০:১১ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রির্পোট:

নারায়ণগঞ্জ সিটিকরপোরেশনের সাবেক প্যানেল মেয়র ২ ও ৩ নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের ৪ সহযোগীর বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানা ও সেনা ক্যাম্পে লিখিত অভিযোগ দায়ের করেছেন আবু সাইদ নামে এক প্রকৌশলী। অভিযুক্তরা হলেন,মোঃ শাহআলম (৪৫), সেকুরুল ইসলাম ওরফে রিপন (৪৫), মোঃ রাজু মাষ্টার (৩২) ও মোঃ মুসা সুমন (৪৮)। ৪১ জন শেয়ার হোল্ডারের ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকার হিসেব না দিয়ে নানা ধরনের টালবাহানা শুরু করেছে ওই ৪ ব্যক্তি। এ বিষয়ে ভুত্তভোগীদের প্রজেক্ট প্রকৌশলী ও শেয়ার হোল্ডার মোঃ আবু সাঈদ বাদী হয়ে গত ১অক্টোবর সিদ্ধিরগঞ্জ থানায় ও সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্প পরিচালক নারায়ণগঞ্জ এর দপ্তরে অভিযোগ দায়ের করেছেন।অভিযোগে প্রকৌশলী মোঃ আবু সাঈদ উল্লেখ করেছেন, ৪৫ জন  শেয়ার হোল্ডার মিলে সিদ্ধিরগঞ্জের ৩নং ওয়ার্ডের মুক্তিনগর এলাকায় যৌথভাবে মুক্তিনগর মদিনা টাওয়ার নামে একটি বিল্ডিং নির্মাণ এর উদ্যোগ গ্রহন করা হয়। প্রকৌশলী ও শেয়ার হোল্ডার মোঃ আবু সাঈদ এই বিল্ডিংয়ের প্রজেক্ট প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। গত বছরের ১০ মে থেকে বিল্ডিং এর কাজ শুরু করা হয়। উক্ত বিল্ডিং এর শেয়ার হোল্ডারদের কমিটির মাধ্যমে মোঃ শাহআলম, সেকুরুল ইসলাম (২) রিপন, মোঃ রাজু মাষ্টার, ও মোঃ মুসা সুমন কে আর্থিক লেনদেন সংক্রান্ত বিষয়সহ ক্যাশিয়ার হিসেবে দায়িত্ব অর্পন করা হয়। তারা বেজসহ বিল্ডিং এর ৩য় তলা ছাদ ঢালাই কাজ শেষ করে কাজ বন্ধ করে দেয়। বিল্ডিং নির্মাণের খরচ হিসেবে ৪১ জন শেয়ার হোল্ডারদের কাছ থেকে ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার  টাকা  উত্তোলন করেছে ওই ৪ জনে। গত ২৭ সেপ্টেম্বর শেয়ার হোল্ডারদের নিয়ে মিটিং আহবান করা হলে ৪১ জন শেয়ার হোল্ডার মিটিংয়ে উপস্থিত হলেও ওই ক্যাশিয়ার ৪ জন শেয়ার হোল্ডার মিটিংয়ে আসেনি। পরবর্তীতে সবাই ওই ৪ জনের কাছে টাকার হিসেব চাইলে তারা হিসেব না দিয়ে আর কাজ করবেনা এবং বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে। এমনকি বেশী বাড়াবাড়ি করলে প্রাণনাশেরও হুমকি প্রদান করে বলে অভিযোগে উলে¬খ করা হয়েছে। প্রকৌশলী মোঃ আবু সাঈদ অভিযোগে বলেন, মোঃ শাহআলম, সেকুরুল ইসলাম (২) রিপন, মোঃ রাজু মাষ্টার ও মোঃ মুসা সুমন সাবেক কাউন্সিলর শাহজালাল বাদলের একনিষ্ঠ সহযোগী হিসেবে ভূমি দস্যূতা, চাঁদাবাজি, দখলবাজিসহ নানা কাজ অপককর্ম করেছে। আওয়ামীলীগ দলীয় সাবেক কাউন্সিলর বাদলের ছত্রছায়ায় বছরের পর বছর তার ক্যাডার কাম ক্যাশিয়ার হিসেবে কাজ করেছে। আওয়ামীলীগ সরকারের পতনের পর ও এই ৪জন এখনো বহাল তবিয়তে থেকে এলাকায় নানা অপকর্ম করে চলছে যার প্রমাণ শেয়ার হোল্ডারদের টাকা মেরে দিয়েছে এবং তারা হিসেবে চাওয়ায় তাদের প্রাণনাশেরও হুমকি ধমকি দিচ্ছে। গত বছর একটি জমিতে জোরপূর্বক এই ৪ জনে এক ব্যক্তির জমি দখল করে সাইনবোর্ড ঝুলিয়ে দিয়েছিল। সেই সাইনবোর্ডের চিত্র ধারণ করতে গেলে এক সাংবাদিককে মারধর পর্যন্ত করেছে। এদিকে ভুক্তভোগী ৪১ জন শেয়ার হোল্ডার ওই ৪ জনের জুলুম অত্যাচার থেকে রেহাই পেতে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৪:৫৭
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০২
  • ১১:৪৭
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩১
  • ৬:১৬
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা