ডান্ডবিার্তা রিপোর্ট:
সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সভাপতি মাজেদুল ইসলাম বলেছেন, নৈতিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কাজে আসতে হবে।
একজন সন্তান কে ভালো মানুষ করতে হলে মায়েদের ভূমিকা অনেক বেশি থাকে। আপনারা আপনাদের সন্তানদের মানুষ করার জন্য স্কুলে নিয়ে আসেন, স্কুলে লেখাপড়া করান ঠিক আছে।
কিন্তু আপনার সন্তান যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়, আপনার সন্তান যেন লেখাপড়া করে এই সমাজের কাজে লাগে, আপনার সন্তান লেখাপড়া করে খারাপ কোন কাজে জড়িয়ে না পরে সেই দিকে আপনাকেই খেয়াল রাখতে হবে।
সোমবার (২৫ নভেম্বর) দুপুরে সিদ্ধিরগঞ্জের পাঠানতলী নতুন আইলপাড়াস্থ জ্ঞানের আলো মডেল স্কুলের ক্লাসপার্টি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক এমদাদুল হক।
এসময় তিনি আরো বলেন, আমাদের দেশ টাকে ভালো করতে হলে,সমাজ টাকে ভালো করতে হলে মায়েদের ভূমিকাই বেশি নিতে হবে। শিক্ষকদের উদ্দেশ্যে মাজেদুল ইসলাম বলেন আপনারা শিক্ষক আপনাদেরও অনেক ভূমিকা নিতে হবে, আজকে ভালো রেজাল্ট হলো এই ভালো কিন্তুু ভালো না, আপনারা কতজন ছাত্র-ছত্রিদের কে সু-শিক্ষায় শিক্ষিত করতে পারলেন সেই বিষয়টা দেখতে হবে।
আপনারা সবসময় চেষ্টা করবেন আপনাদের স্কুল থেকে ছাত্র-ছত্রিরা যেন সু-শিক্ষায় শিক্ষিত হয়ে সমাজের কাজে আসে,তা হলে দেখবেন আপনাদের স্কুলের সম্মান আরো অনেক বেশি হবে।
জ্ঞানের আলো মডেল স্কুলের প্রধান শিক্ষক মনিরুল হক মনিরের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সহ-সভাপতি ডি,এইচ,বাবুল, যুগ্ম-সম্পাদক জাহাঙ্গীর হোসেন স্বধীন, শ্রম-বিষয়ক সম্পাদক মোশারফ হোসেন, সদস্য ইউসুফ মিয়া, আক্তার হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাগর প্রধান, জ্ঞানের আলো মডেল স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক সাইফুল ইসলাম, তোফাজ্জল হোসেনসহ স্কুলের শিক্ষক,শিক্ষীকারা।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯