ডান্ডবিার্তা রিপোর্ট:
ডেঙ্গু প্রতিরোধে সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের ব্যর্থতার প্রতিবাদে গণসংহতি আন্দোলন পথসভা করেছেন। সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১ টায় গণসংহতি আন্দোলন, ১২ নং ওয়ার্ড কমিটির উদ্যোগে ওই পথসভা করেন। এ সময় পথসভাটি ১২ নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে গণসংযোগ করে। ডনচেম্বারের মোড়ে পথসভা শুরু হয়ে খানপুর হাসপাতাল, সর্দারপাড়া, খানপুর বৌ বাজার হয়ে মিশনপাড়ার মোড়ে এসে শেষ হয়।
গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের ১২ নং ওয়ার্ড কমিটির সদস্য সচিব মানিক হাওলাদার’র সঞ্চালনায় ও যুগ্ম আহ্বায়ক শাহজালাল খন্দকারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, জেলার ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, নারী সংহতি’র জেলা আহ্বায়ক নাজমা বেগম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, সহ-সভাপতি সাইদুর রহমান, মহানগর কমিটির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ বকুল, ১২ নং ওয়ার্ড কমিটির সদস্য স্বাধীন মিয়া, ১৩ নং ওয়ার্ড সংগঠক জয়দেব প্রমুখ।
পথসভায় ডনচেম্বার এলাকার বাসিন্দা এবং জেলা কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম বলেন, বর্তমানে সারা দেশের মতো নারায়ণগঞ্জেও ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রচন্ডভাবে দেখা দিয়েছে। নারায়ণগঞ্জেট ডেঙ্গু পরিস্থিতির এই অবস্থার জন্য দায়ী নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও সিভিল সার্জনের উদাসীনতা ও নিষ্ক্রিয়তা এবং জনগণের অসচেতনতাও দায়ী।
নেতৃবৃন্দ বলেন, আমরা নারায়ণগঞ্জ সিভিল সার্জনকে এক সাপ্তাহ সময় দিয়েছি, যদি এর মধ্যে ডেঙ্গু পরিস্থিতি স্বাভাবিক না হয় তাহলে আমরা সিভিল সার্জন অফিস ঘেরাও করবো। প্রয়োজনে সিটি কর্পোরেশনও আমরা ঘেরাও করব এবং নারায়ণগঞ্জের জনগণকে নিয়ে কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তুলবো।
আমাদের এই আন্দোলন জনগণের অধিকারের আন্দোলন এবং জনগণের অধিকার বাস্তবায়নের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাবো।
সভাপতির বক্তব্যে শাহজালাল খন্দকার বলেন, জুন থেকে সেপ্টেম্বর মাস এডিস মশার প্রজনন কাল হিসেবে ধরা হয়। কিন্তু এডিস মশার প্রজনন রোধে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছে। যার কারনে এখন ঘরে ঘরে ডেঙ্গুতে আক্রান্ত মানুষের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বিগত কয়েক বছর যাবত ডেঙ্গুতে আক্রান্তের গ্রাফ উর্ধ্বমূখী। আমরা বার বার সিটি কর্পোরেশন কতৃপক্ষকে ডেঙ্গু প্রতিরোধ বিষয়ে যথাযথ উদ্যেগ গ্রহনে আহ্বান জানিয়েছি। কিন্তু নাসিক প্রশাসন ডেঙ্গু প্রতিরোধে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছেন। সরকারি হাসপাতালের বাইরে বেসরকারি হাসপাতাল ও বাসা বাড়িতে অসংখ্য ডেঙ্গু আক্রান্ত রোগী চিকিৎসা নিচ্ছেন। ডেঙ্গু এখন মহামারি আকার ধারন করেছে। এখনই ডেঙ্গু প্রতিকারে যথাযথ ব্যবস্থা গ্রহন না করলে নারায়ণগঞ্জের মানুষজন জীবন নিয়ে হুমকিতে পড়বে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯