ডান্ডবিার্তা রিপোর্ট:
ঢাকায় সমাবেশে যোগ দিলেই সর্বনিম্ন এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ দেওয়ার কথা বলে বন্দরসহ নারায়ণগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার হতদরিদ্র সাধারণ মানুষকে প্রলোভন দেখানো হয়েছে। স্থানীয় আওমীলীগ ও অঙ্গ দলের কিছু অসাধু নেতাসহ একটি সঙ্ঘবদ্ধ চক্র ঋণ সুদমুক্ত টাকার প্রলোভন দেখিয়ে বিভিন্ন এলাকার নারী ও কিশোরীদের সঙ্ঘবদ্ধ করে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। আর এভাবেই বিভিন্ন পয়েন্ট থেকে বড় বড় বাস যোগে ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়। বিএনপি ও অঙ্গ দলের নেতাকর্মীদের মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঢাকা মুখে বিভিন্ন পয়েন্টে অবস্থান নিয়ে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে। আবার অনেক জায়গায় রওনা হওয়ার আগেই স্থানীয় বিএনপি’র নেতাকর্মীদের মাধ্যমে পুলিশ বাস জব্দ করে ছত্রভঙ্গ করে দিয়েছে। ‘অহিংস আন্দোলন বাংলাদেশ নামে একটি সংগঠনের কথিত এই সমাবেশে নেওয়ার জন্য নারায়ণগঞ্জের বন্দর উপজেলার ৫ শতাধিক নারী ও কিশোরীকে একত্রিত হয় সোমবার সকালে। বন্দর উপজেলার দড়ি সোনাকান্দা এলাকায় আটটি বড় বাস ও মদনগঞ্জ বাস স্ট্যান্ড এলাকায় আরো দশটি বাস সকালে মানুষজন দেখতে পায়। বাস গুলিতে উঠে ঢাকা যাওয়া জন্য অপেক্ষা করছিল। খবর পেয়ে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক সহ সভাপতি ও বন্দর থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আহমদ আলীর নেতৃত্বে কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি সভাপতি সাহাদুল্লাহ মুকুল সহ নেতাকর্মীরা দ্রুত ঘটনাস্থলে আসে। এ সময় বন্দর থানা পুলিশ বিএনপি নেতা কর্মীরা বাস আটক করে সবাইকে নামিয়ে ছত্রভঙ্গ করে দেয়। সেই সাথে বন্দর থানা পুলিশ কয়েকটি বাসের কাগজ জব্দ করে। বাসযাত্রী নারীরা জানায়, একটি চক্র গতকাল সোমবার ঢাকার শাহবাগ ও সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত হতে তাদের উদ্বুদ্ধ করে। ঋণের আবেদন ও সম্মেলনে উপস্থিতির জন্য প্রত্যেকের কাছ থেকে তারা দুই শ’ টাকা করে নিয়েছে। ঋণপ্রত্যাশী ও সম্মেলনে উপস্থিতির জন্য দেওয়া হয়েছে টোকেন। টোকেনধারী সবাইকে দেওয়া হবে এক লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত সুদমুক্ত ঋণ। বেশ কিছুদিন যাবৎ চক্রটি বিভিন্ন এলাকার নারীদের টাকার প্রলোভন দেখিয়ে সংগঠিত করে আসছিল বলে জানা গেছে। আওয়ামী লীগের সাজানো নাটকের এই সঙ্ঘবদ্ধ চোখের সাথে উক্ত ওয়ার্ডের স্থানীয় কিছু নব্য বিএনপি’র পদধারী নেতারাও জড়িত বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। প্রশাসন এ ঘটনার সাথে কারা কারা জড়িত তা খতিয়ে দেখছে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯