ডান্ডবিার্তা রিপোর্ট:
বিয়ের ৩২ বছর হলেও স্বামীর অত্যাচার থেকে রক্ষা পাচ্ছেনা স্ত্রী ও সন্তানরা। স্ত্রী সন্তানকে ভরন পোষনের পরিবর্তে উল্টো শারীরিক ও মানসিক যন্ত্রনা দিয়ে স্ত্রী সন্তানকে বাড়ি হতে তাড়িয়ে দেয়ার অভিযোগ পাওয়া গেছে স্বামী রজিমউদ্দিন রমুর বিরুদ্ধে। এ বিষয়ে স্ত্রী জোসনা বেগম তার স্বামী রজিমউদ্দিন রমু ও ২য় স্ত্রী বকুলীগংদের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে কুতুবপুর পেয়ারাবাগান এলাকার মৃত.রমিজউদ্দিনের মেয়ে জোসনা বেগম উল্লেখ বরেন যে, ১নং বিবাদী রমিজউদ্দিন রমুর সাথে সহিত আমার বিগত ৩২ বছর পূর্বে ইসলামি শরীয়ত মোতাবেক বিবাহ হয়। আমাদের দাম্পত্য জীবনে তিন ছেলে ১। মোঃ ইব্রাহিম খলিল উল্লাহ (৩১), ২। মোঃ ইসমাইল হোসেন (২৮), ৩। হযরত আলী (২৪) বছর এর জন্ম হয়। ১ ও ২নং বিবাদীদ্বয় বিবাহের পর হইতেই আমার কাছ হইতে যৌতুকের টাকা চাহিয়া আমাকে বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করিয়া আসিতেছে। বিবাদীদের অত্যাচারে আমি বাধ্য হইয়া আমার পিত্রালয় হইতে বিবাদীদ্বয়কে ১৩ ভড়ি স্বর্ণালঙ্কার প্রদান করি যাহার সাক্ষী প্রমাণ ও রহিয়াছে। তাহার পরও বিবাদীদ্বয় আমাকে বিভিন্ন প্রকার শারীরিক ও মানসিক নির্যাতন করিয়া তাহাদের বাড়ী হইতে আমাকে সকল প্রকার অধিকার বঞ্চিত করিয়া তারাইয়া দেয়। তাহার পর হইতেই আমি আমার পিত্রালয়ে আশ্রিতা হিসাবে ছিলাম। কিন্তু বিবাদী আমার ও আমার সন্তানদেরকে ঠিকমত ভরণ পোষণ প্রদান করে নাই এমনকি ১নং বিবাদী আমার তিন ছেলে সন্তানদেরকে ভরণ পোষণ ও ছেলের মর্যাদা দেয় নাই। বিবাদীদের বাড়ীতে একাধিকবার গেলেও বিবাদী মাসদাইর বাড়ৈভোগ এলাকার রমিজউদ্দিন রমু, তার স্ত্রী বকুলী,দণন ছেলে ফরহাদ ও মুরাদ এবং মেয়ে রুমা ও সুমা আমাকে সহ আমার সন্তানদেরকে মারধর করিয়া তাহাদের বাড়ী হইতে তারাইয়া দেয়। আমার সন্তানরা তাহাদের অধিকার চাওয়ায় বিবাদীরা আমার ছেলেদেরকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি ও হুমকি ধামকি প্রদান সহ প্রাণে মারিয়া ফেলিবে এবং আমার ছেলেদেরকে তাহার সম্পত্তি হইতে কোন ভাগ দিবে না ও কোন অধিকার দিবে না মর্মে জানায়। এই সব বিষয়াদি নিয়া একাধিকবার বিচার শালিশি ও থানায় অভিযোগ হইলেও বিবাদীরা তাহাদের রাজনৈতিক ক্ষমতার বলে আমাকে সহ আমার সন্তানদেরকে সকল প্রকার অধিকার হইতে বঞ্চিত করিয়া রাখিয়াছে। এমতাবস্থায় আমি ও আমার সন্তানদেরা সকল প্রকার অধিকার হইতে বঞ্চিত হইয়া ও নিরুপায় হইয়া বিষয়টি আত্মীয়-স্বজন ও এলাকার গন্যমান্য ব্যক্তিদের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করিতে বিলম্ব হইল। অভিযোগ কারিনি জোসনা বেগম বলেন, আমি এবং সন্তানরা আমাদের ন্যায্য অধিকার ফিরিয়ে পেতে চাই। তিনি দীর্ঘদিন যাবত আমার ও সন্তানের ভরন পোষন দিচ্ছেনা। আমি স্ত্রীর মর্যাদা ও আমার সন্তানরা যেন ন্যায্য অধিকার যেনো ফিরে পাই সেজন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯