ডান্ডিবার্তা রিপোর্ট:
আড়াইহাজার বাজারে বিএনপি (সুমন সমর্থিত) দলীয় কার্যালয়ের গেইট ভাংচুর করে গেইটে থাকা ব্যানার লুটপাট করে নিয়ে যাওয়া এবং আশ পাশের বিল্ডিংএর দেয়ালে লাগানো পোষ্টার ছিড়ে ফেলার অভিযোগ উঠেছে। গত সোমবার (২৫ নভেম্বর) রাতের কোনও এক সময় কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে বলে জানান মাহমুদুর রহমান সুমনের সমর্থকেরা। অভিযোগ পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। জানা গেছে, আড়াইহাজারের বিএনপি বর্তমানে চারটি বলয়ে বিভক্ত। এর মধ্যে বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন প্রার্থী। তিনি তার নিজস্ব জায়গায় বিএনপির একটি অফিস স্থাপন করেন। তার সমর্থিত নেতা-কর্মীরা জানান, সোমবার রাত ১০টা পর্যন্ত আমরা অফিসে ছিলাম এবং ওই সময় পর্যন্ত সব কিছু ঠিকাঠাক ছিল। কিন্তু মঙ্গলবার সকালে এসে দেখি আমাদের প্রধান গেইট ভেঙ্গে গেইটসহ গেইটে থাকা ব্যানার কে বা কারা লুটে নিয়েছে। এবং বেগম খালেদা জিয়া, তারেক রহমান, মাহমুদুর রহমান সুমনের বাবা বিএনপির সাবেক ধর্মবিষয়ক সম্পাদক এ এম বদরুজ্জামান খসরু এবং সুমনের ছবি সম্বলিত আশ পাশের বিল্ডিংএর দেয়ালে লাগানো পোষ্টার গুলো ছিড়ে ফেলেছে। বিএনপির সহ অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমন অভিযোগ করে বলেন, এখোনো আওয়ামীলীগের দোসরা অপকর্ম করে যাচ্ছে। আমি এই ঘটনায় তদন্ত করার জন্য দাবী জানাচ্ছি। আড়াইহাজার থানার ওসি এনায়েত হোসেন জানান, পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯