আজ বুধবার | ২৭ নভেম্বর ২০২৪ | ১২ অগ্রহায়ণ ১৪৩১ | ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬ | দুপুর ১২:৩১

সিদ্ধিরগঞ্জে ফ্ল্যাট বাসায় দুসাহসিক চুরি

ডান্ডিবার্তা | ২৬ নভেম্বর, ২০২৪ | ৯:৫২ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সিদ্ধিরগঞ্জের পাইনাদি এলাকায় একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনা ঘটেছে। অজ্ঞাত চোরেরা ঘরের ভিতরে আলমারীতে রাখা নগদ দুই লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার যাহার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।   ঘটনাটি ঘটে শাহজাহানের বহুতল ভবনের ৩য় তলার ভাড়াটিয়া নাছরিন আক্তার (৩৫) এর ফ্ল্যাট বাসায়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী গত সোমবার (২৫ নভেম্বর) রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এরআগে বিকেল পৌঁনে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৭টার মধ্যে যে কেনো সময় এ চুরির ঘটনা ঘটে। পুলিশের পরিদর্শন শেষে নাছরিন আক্তার সিদ্ধিরগঞ্জ থানায় গিয়ে এ ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।  এদিকে এ চুরির ঘটনায় স্থানীয়রা বিষ্ময় প্রকাশ করে এ বাড়ির নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলে বলেন, শাহজাহানের বহুতল ভবনটি যেন রহস্যময়ে ঘেরা। কিছুদিন পরপরই নানান ঘটনা ঘটে থাকে। এরআগে নাছরিন আক্তারের ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটেও একই কায়দায় চুরির ঘটনা ঘটেছিলো। সম্প্রতি ভবনটির পাঁচ তলার একটি ফ্ল্যাটে বখাটেরা ঢুকে তছরূপ করে গার্মেন্ট কর্মী ও তার মাকে নাজেহাল করে বাড়িওয়ালার সামনে দিয়ে বের হয়ে গেলেও বাড়িওয়ালা এর বিরুদ্ধে কোনো প্রতিকার বা ব্যবস্থা নেয়নি। এছাড়া দিনের প্রায় সময়ই উচ্ছৃংখল কিশোর ও যুবকরা বাড়ির সামনে আড্ডা বসিয়ে থাকে।  নাছরিন আক্তারের অভিযোগ সূত্রে জানাগেছে, গত সোমবার বিকেল পৌঁনে ৫টার দিকে পরিবার পরিজনসহ তিনি পাইনাদি এলাকার পিএম এর মোড়ে মেলায় যান। সন্ধ্যা সোয়া ৭টার দিকে প্রতিবেশী ফোন করে জানায় তার ফ্লাটের তালা খোলা। খবর পেয়ে তিনি ও ও তারপরিবারের লোকজন তাৎক্ষনিক মেলা হতে বাসায় এসে দেখতে পান অজ্ঞাত চোরেরা ঘরের ভিতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস এলোমেলো ও তছনছ করে আলমারীতে থাকা নগদ দুই লাখ টাকা ও এক ভরি ওজনের স্বর্ণালংকার যাহার মূল্য প্রায় ১ লাখ ৩০ হাজার টাকা নিয়ে যায়।  ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক (এসআই) সৈয়দ আলী জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষনিক সেখানে যান। পাশাপাশি দুটি ঘর থাকলেও একটিতে চুরির ঘটনার অভিযোগ পেয়েছি। ঘরের জিনিষপত্র এলোমেলো ও ছড়িয়ে ছিটিয়ে পড়ে ছিলো। এ ঘটনায় থানায় অভিযোগ করতে বলা হয়েছে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০০
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:০৫
  • ১১:৪৯
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩১
  • ৬:২০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা