ডান্ডিবার্তা রিপোর্ট:
মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের বিরুদ্ধে দোকানপাট দখল ও জুয়ার আসরের পৃষ্ঠপোষকতাসহ নানা অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর পরই শহরের ১নং রেলগেট থেকে শুরু করে মাছঘাট পর্যন্ত এলাকাজুড়ে প্রায় শতাধীক দোকানপাট দখলে নেয় ফারুক হোসেন। শুধু তাই নয়, মাছঘাট সংলগ্ন এলাকায় যে জুয়ার আসরটি রয়েছে, সেই আসরের পৃষ্ঠপোষকতাও করছে এ ফারুক। এভাবে তিনি প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগসূত্রে জানাগেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে প্রায় শতাধীক দোকানপাট। এসব দোকাটপাটের মধ্যে বেকারী, ভাতের হোটেল, মোবাইল সার্ভিসিং, মোবাইলে গান লোড-আনলোড ও বেশ কয়েকটি ফলের দোকানও রয়েছে। এসব দোকানপাট আগে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিয়ন্ত্রণে করতো। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ওই সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে যায়। সেই সুযোগে দলীয় পরিচয়ে দোকানগুলো নিয়ন্ত্রণে নেন ফারুক। অভিযোগ রয়েছে, বর্তমানে ওইসব দোকাটপাট থেকে দৈনিক ২শ থেকে ৩শ টাকা করে চাঁদা আদায় করছে ফারুক। এভাবে প্রতিদিন প্রায় শতাধীক দোকানপাট থেকে ২০ হাজারের বেশি টাকা চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয় সূত্রে আরও জানাগেছে, রেলস্টেশনের পাশে একটি জুয়ার আসর রয়েছে। ওই জুয়ার আসরে প্রায় সময় আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালায়। তবে আইনশৃঙ্খলাবাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে এখনও সেখানে বসে জুয়ার আসর। অভিযোগ রয়েছে, শ্রমকি দল নেতা ফারুকের শেল্টারেই চলছে সেই জুয়ার আসর। তার পৃষ্ঠপোষকতা প্রায় প্রতিদিনই দিনব্যাপী চলছে এ আসর। এ আসর থেকেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ফারুক। এমনটাই অভিযোগ স্থানীয়দের।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মহানগর বিএনপি নেতারা বলেন, দখলবাজী, চাঁদাবাজীর বিরুদ্ধে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশা রয়েছে। কেউ যদি তার এ নির্দেশনা অমান্য করেন, তাহলে তার দলে থাকার কোন অধিকার নাই। আমরা শুধু শ্রমিক দল নেতা ফারুকই নয়, যারা বিএনপির নাম ব্যবহার করে এসমস্ত অপকর্মে লিপ্ত রয়েছেন, তাদের সবাইকে দল থেকে বহিস্কারের দাবি জানাচ্ছি। কারণ, তারা দলের ভাবমুর্তি নষ্ট করছেন, তারেক রহমানের ভাবমুর্তি নষ্ট করছেন, দলের ক্ষতি করছেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯