আজ বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ২ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ৮:২৯

বেপরোয়া শ্রমিকদল নেতা ফারুক

ডান্ডিবার্তা | ২৭ নভেম্বর, ২০২৪ | ১০:৩৯ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

মহানগর শ্রমিক দলের সদস্য সচিব ফারুক হোসেনের বিরুদ্ধে দোকানপাট দখল ও জুয়ার আসরের পৃষ্ঠপোষকতাসহ নানা অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, ৫ আগস্টের পর পরই শহরের ১নং রেলগেট থেকে শুরু করে মাছঘাট পর্যন্ত এলাকাজুড়ে প্রায় শতাধীক দোকানপাট দখলে নেয় ফারুক হোসেন। শুধু তাই নয়, মাছঘাট সংলগ্ন এলাকায় যে জুয়ার আসরটি রয়েছে, সেই আসরের পৃষ্ঠপোষকতাও করছে এ ফারুক। এভাবে তিনি প্রতিদিন হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছেন বলে অভিযোগসূত্রে জানাগেছে। স্থানীয় সূত্রে জানাগেছে, রেলওয়ের জায়গা দখল করে গড়ে উঠেছে প্রায় শতাধীক দোকানপাট। এসব দোকাটপাটের মধ্যে বেকারী, ভাতের হোটেল, মোবাইল সার্ভিসিং, মোবাইলে গান লোড-আনলোড ও বেশ কয়েকটি ফলের দোকানও রয়েছে। এসব দোকানপাট আগে আওয়ামী লীগ নেতাকর্মীরা নিয়ন্ত্রণে করতো। কিন্তু ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতন হলে ওই সকল আওয়ামী লীগ নেতাকর্মীরা পালিয়ে যায়। সেই সুযোগে দলীয় পরিচয়ে দোকানগুলো নিয়ন্ত্রণে নেন ফারুক। অভিযোগ রয়েছে, বর্তমানে ওইসব দোকাটপাট থেকে দৈনিক ২শ থেকে ৩শ টাকা করে চাঁদা আদায় করছে ফারুক। এভাবে প্রতিদিন প্রায় শতাধীক দোকানপাট থেকে ২০ হাজারের বেশি টাকা চাঁদা আদায় করা হচ্ছে। স্থানীয় সূত্রে আরও জানাগেছে, রেলস্টেশনের পাশে একটি জুয়ার আসর রয়েছে। ওই জুয়ার আসরে প্রায় সময় আইনশৃঙ্খলাবাহিনী অভিযান চালায়। তবে আইনশৃঙ্খলাবাহিনীর চোঁখ ফাঁকি দিয়ে এখনও সেখানে বসে জুয়ার আসর। অভিযোগ রয়েছে, শ্রমকি দল নেতা ফারুকের শেল্টারেই চলছে সেই জুয়ার আসর। তার পৃষ্ঠপোষকতা প্রায় প্রতিদিনই দিনব্যাপী চলছে এ আসর। এ আসর থেকেও মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে ফারুক। এমনটাই অভিযোগ স্থানীয়দের।

এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে মহানগর বিএনপি নেতারা বলেন, দখলবাজী, চাঁদাবাজীর বিরুদ্ধে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কঠোর নির্দেশা রয়েছে। কেউ যদি তার এ নির্দেশনা অমান্য করেন, তাহলে তার দলে থাকার কোন অধিকার নাই। আমরা শুধু শ্রমিক দল নেতা ফারুকই নয়, যারা বিএনপির নাম ব্যবহার করে এসমস্ত অপকর্মে লিপ্ত রয়েছেন, তাদের সবাইকে দল থেকে বহিস্কারের দাবি জানাচ্ছি। কারণ, তারা দলের ভাবমুর্তি নষ্ট করছেন, তারেক রহমানের ভাবমুর্তি নষ্ট করছেন, দলের ক্ষতি করছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩৩
  • ৬:২৭
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা