আজ সোমবার | ৩১ মার্চ ২০২৫ | ১৭ চৈত্র ১৪৩১ | ১ শাওয়াল ১৪৪৬ | সকাল ৮:০৭
শিরোনাম:
নারায়ণগঞ্জের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের দুটি জামাত অনুষ্ঠিত হবে প্রথম জামাতটি হবে সকাল ৮ টায়    ♦     ঈদের ছুটিতে ২ দিনে ঢাকা ছেড়েছেন প্রায় ৪১ লাখ সিমধারী    ♦     ঈদ মোবারক    ♦     রূপগঞ্জের রিয়াজ বাহিনীর গুলিবিদ্ধ পথচারীর মৃত্যু    ♦     সৌদিআরবের সাথে মিল রেখে ফতুল্লায় ঈদ উদযাপন    ♦     আড়াইহাজারে পারিবারিক কলহের জেরে স্বামীকে পিটিয়ে হত্যা    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান    ♦     নারায়ণগঞ্জ শহরে বেপরোয়া পরিবহন গুলির  বিরুদ্ধে  অভিযান    ♦     সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল-গাঁজা উদ্ধার    ♦     ইনসাফ ও ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণের আহ্বান মাওলানা মঈনুদ্দিনের    ♦    

সড়কজুড়ে খানাখন্দে জনভোগান্তি চরমে

ডান্ডিবার্তা | ২৭ নভেম্বর, ২০২৪ | ১০:৪৩ অপরাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট:

সোনারগাঁয়ের মোগরাপাড়া থেকে বৈদ্যেরবাজার সড়কে অসংখ্য জায়গায় খানাখন্দ দেখা দিয়েছে। এতে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে প্রায় সাড়ে চার কিলোমিটারের সড়কটি। অথচ ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক হয়ে সোনারগাঁ প্রবেশের অন্যতম প্রধান সড়ক এটি। সরেজমিন সড়কটি ঘুরে দেখা গেছে, ঘনবসতিপূর্ণ এই উপজেলায় বিভিন্ন কল-কারখানা গড়ে ওঠায় ভারী যানবাহনের চলাচল বেশি। মালবাহী গাড়িগুলোর অতিরিক্ত ভারে সড়কটির ইট, বালু, পাথর ও মাটি উঠে গিয়ে খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দের কারণে যানবাহন চালকদের ঝুঁকি নিয়ে পার হতে হচ্ছে। ঘটছে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দারা জানান, সড়কজুড়ে খানাখন্দ থাকায় যানবাহনগুলো ধীরগতিতে চলছে। এত প্রায় সময়ই যানজট লেগে যায়। চলাচলকারী পরিবহন চালক ও যাত্রীদের ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে বসে থাকতে হয়। সোনারগাঁ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো. রেজাউল হক বলেন, মোগরাপাড়া থেকে বৈদ্যেরবাজারের সড়কটি সড়ক ও জনপথ বিভাগের (সওজের) অধীনে থাকায় সংস্কারের বিষয়টি তারা দেখবেন। আমরা তাদের সঙ্গে যোগাযোগ করেছিলাম। কাজটি খুব শিগগির শুরু হবে বলে তারা আমাদের জানিয়েছেন। নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজের) নির্বাহী প্রকৌশলী শাহানা ফেরদৌস ট্রেনিংয়ে দেশের বাইরে অবস্থান করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সড়ক ও জনপথ অধিদপ্তরের উপ-বিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আহছান উল্লাহ মজুমদার বলেন, সড়কটি সংস্কারের টেন্ডার পাস হয়ে গেছে। খুব শিগগির কাজ শুরু হবে।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা