আজ শনিবার | ১২ এপ্রিল ২০২৫ | ২৯ চৈত্র ১৪৩১ | ১৩ শাওয়াল ১৪৪৬ | বিকাল ৩:৩৬

আড়াইহাজারে ছাত্রলীগ নেতার বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ

ডান্ডিবার্তা | ২৭ নভেম্বর, ২০২৪ | ১০:৪৫ অপরাহ্ণ

আড়াইহাজার প্রতিনিধি:

আড়াইহাজারে মেহেরজান জিদনী (২৩) নামে স্থানীয় এক ছাত্রলীগ নেতার স্ত্রীর মৃত্যুর ঘটনায় ধুম্রজালের সৃষ্টি হয়েছে। তাকে গুরুতর আহত অবস্থায় গতকাল ভোর ৫টার দিকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে জরুরীবিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এর আগে রাতের যেকোন সময় এই ঘটনা ঘটেছে। সে স্থানীয় ব্রাহ্মন্দী ইউনিয়নের বৈলারকান্দী এলাকার বিএনপির প্রয়াত নেতা সিরাজের মেয়ে। দেড় মাস বয়সি তার একটি পুত্র সন্তান রয়েছে বলে জানা গেছে। মৃতের পরিবারের লোকজনের আহাজারিতে ভারী হয়ে উঠে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এলাকার আশপাশ। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হট্রোগোলের সৃষ্টি হয়। পরে পুলিশ তাদের শান্ত করেন। মৃতের পরিবারের লোকজনের অভিযোগ যৌতুকের দাবীতে তাকে হত্যা করা হয়েছে। এদিকে তার জিদনীর শশুরবাড়ির লোকজনের দাবী তার স্বাভাবিক মৃত্যু হয়েছে। ছাত্রলীগ নেতা সুমন (২৮) আড়াইহাজার সরকারী সফর আলী কলেজের ছাত্রলীগের সংসদের সাবেক জিএস ও স্থানীয় মাহমুদপুর ইউনিয়নের শ্রীনিবাসদী এলাকার হান্নান মিয়ার ছেলে। খবর পেয়ে আড়াইহাজার থানার পুলিশ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে জরুরীবিভাগ থেকে মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এসময় উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এলাকায় উভয় পক্ষের লোকজনের মধ্যে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়তে দেখা যায়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। সুমনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মৃতের মা নাজমার অভিযোগ, সুমনের সঙ্গে দীর্ঘ ৫ বছর প্রেমের সম্পর্কের এক পর্যায়ে দুই বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়। তিনি অভিযোগ করেন, ‘বিয়ের পর থেকেই তার মেয়েকে বিভিন্ন অযুহাতে নির্যাতন করতেন শশুরবাড়ির লোকজন। এরই মধ্যে দুইবার মোটা অংকের টাকা শশুরবাড়ির লোকজন দেয়া হয়েছে। তাতেও তারা মেয়ে জিদনীকে নির্বাতন করতেন। তাকে বাবার বাড়িতে আসতে দিতোনা।’ এদিকে সুমনের মায়ের দাবী, ‘কোন প্রকার যৌতুক তারা দাবী করা হয়নি। তবে কেন কি কারণে জিদনীর মৃত্যু হয়েছে তা আমি বলতে পারছিনা।’ এদিকে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনায়েত হোসেন বলেন, ‘মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের পর মৃত্যুর কারণ সঠিকভাবে বলা যাবে।’




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা