ডান্ডিবার্তা রিপোর্ট:
গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের অধ্যক্ষ মীর মোসাদ্দেক হোসেন বলেছেন, এই বাংলাদেশ হিন্দু, মুসলিম, বৌদ্ধ, সবার বাংলাদেশ। আমার এই শিক্ষা প্রতিষ্ঠানে সকল ছাত্র, শিক্ষকের সবার এক অধিকার, যদি অন্যধর্মের ছাত্র-ছাত্রী আমার এই খানে লেখাপড়া করে তুমি তাকে আলাদা চোখে দেখবানা, সবার এই কলেজে সমান অধিকার। আমরা বৈষম্যবিরোধী আন্দোলন করেছি, ত আমারা কেন আমাদের দেশের মানুষ কে বৈষম্যর চোখে দেখব। আমাদের সকল শিক্ষার্থী এ বাংলাদেশের শিক্ষার্থী, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থী, আমরা সেই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়তে চাই। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সকালে সিদ্ধিরগঞ্জের হিরাঝিলস্থ গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের ছাত্র-শিক্ষকবৃন্দের আয়োজনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ও আহতদের স্বরণে স্বরণসভা অনুষ্ঠানে সভাপতির বক্তব্য তিনি একথা বলেন। তিনি আরো বলেন, এই যে কিছু দিন আগে চিন্তা করে দেখ, যেই ছাত্ররা ইউনিটি হয়ে পুরা বাংলাদেশ কে নতুন করে সৃষ্টি করেছে, আজকে এক ছাত্র, আরেক ছাত্রের শিক্ষা প্রতিষ্ঠান ভাংঙ্গে, তুমি কি ছাত্র হিসেবে,ছাত্রি হিসেবে তোমার হৃদয় রক্ত ক্ষরণ হয় না। বিদ্যাকে যদি তুমি সম্মান দিতে না জানো, বিদ্যা কোন দিন তোমার কাছে আসবেনা। যারা ঐ শিক্ষা প্রতিষ্ঠানে লুটতরাজ চালিয়েছে, তোমরা আল্লাহর কাছে ক্ষমা চাও, তওবা করো, যে আল্লাহ আমি ভুল করছি,আমাকে মাফ করে দেও। মোসাদ্দেক হোসেন আরো বলেন, আমরা কোন প্রকার উস্কানীমূলক বক্তব্য দিবনা, আমার শিক্ষার্থীরা তোমরা কোন প্রকার উস্কানীমূলক পোস্ট দিবেনা, এটা রাষ্ট্রের পক্ষ থেকেও নিষেধ, আমাদের পক্ষ থেকেও নিষেধ, আমরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করবনা। প্রতিবাদ যদি করতে হয় নিরাবতা থেকেও আমরা প্রতিবাদ করতে পারি। অতএব দেশ কে শান্ত রাখার জন্য আমাদের শিক্ষার্থীরা ভূমিকা রাখবে। প্রতিবাদের ভাষা হতে হবে শান্তিপূর্ণ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছে আমি তাদের রুহের মাগফেরাত ও যারা আহত হয়েছে তাদের সুস্থতা কামনা করছি। এসময় আরো উপস্থিত ছিলেন, দৈনিক অগ্রবানী পত্রিকার সম্পাদক হারুন-অর-রশীদ চৌধুরী স্বপন, নারায়ণগঞ্জ টুডের সম্পাদক শীমান্ত প্রধান, বৈষম্যবিরোধী আন্দোলনে আহত জোবায়েরের পিতা, গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের শিক্ষক আবু তালেব, আবু তাহের, উমর ফারুক, আবু সুফিয়ান শুভসহ কলেজের ছাত্র-ছাত্রীরা। অনুষ্ঠানশেষে গিয়াসউদ্দিন ইসলামিক মডেল কলেজের প্রতিষ্ঠাতা,অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহাম্মদ গিয়াসউদ্দিনের পক্ষে থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত জোবায়েরের বাবার হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়া হয়।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯