ডান্ডিবার্তা রিপোর্ট:
নারায়ণগঞ্জ সদর উপজেলার বক্তাবলী ইউনিয়নের ১ নং ওয়ার্ডের আকবর নগর এলাকায় স্বামী সুজন -স্ত্রী সোমার ইয়াবা ব্যবসা রমরমা ভাবে চললেও আইন শৃংখলা বাহিনী নীরব ভূমিকায় জনমনে চাঁপা ক্ষোভ বিরাজ করছে। জানা যায়, বক্তাবলী আকবরনগর গ্রামের এক নং ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি আলী হোসেনের পুত্র ইয়াবা সম্রাট সুজন ও তার স্ত্রী সুমা আক্তার দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা ব্যবসা চালিয়ে আসছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী জানান, সুজন ও তার স্ত্রী সুমা দীর্ঘদিন যাবত আকবরনগর ও তার আশেপাশের এলাকায় ইয়াবার ব্যবসা চালিয়ে আসছে একটি সংঘবদ্ধ চক্রের মাধ্যমে। ইতিমধ্যে সুজন ও তার স্ত্রী একাধিকবার পুলিশের হাতে আটক হলে মোটা অংকের টাকা খরচ করে বারবার আইনের ফাঁকফোঁকর দিয়ে বেড়িয়ে হয়ে আসে। কানাইনগরে মাদকবিরোধী সমাবেশে সুজন তার সহযোগিদের নিয়ে যোগদান করায় মাদক নির্মূল নিয়ে নানান প্রশ্ন দেখা দিয়েছে। জানা যায়, সুজনের পিতা আলী হোসেন ১ নং ওয়ার্ড বিএনপি’র সহ-সভাপতি হওয়ায় এলাকার কেউ ভয়ে কিছু বলতে সাহস পায় না। সুজন ও তার স্ত্রী সুমা একটি সঙ্গবদ্ধ চক্রের মাধ্যমে ইয়াবা ব্যবসা চালিয়ে আসলেও বক্তাবলীর এক মাদকের ডিলার সার্বিক সহযোগিতা করে থাকে। কেউ বাধা দিলে তাদেরকে বিএনপি নেতা আলী হোসেনের ভয় দেখিয়ে থাকে। এতে করে বিএনপির সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ণ হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক এলাকাবাসী, অবিলম্বে আলী হোসেনকে বিএনপি হতে বহিষ্কার ও তার পুত্র সুজন ও সুজনের স্ত্রী সুমাকে গ্রেপ্তার করে আইনগত ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯