ডান্ডিবার্তা রিপোর্ট:
সিদ্ধিরঞ্জে আদমজী বিহারী ক্যাম্প এলাকায় থেকে খাটিয়া গুড্ডুর নেতৃত্বে ৩টি বাসে করে অন্তত দেড় শতাদিক লোককে বিনা সুদে ঋণ নিয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে ঢাকায় জড়ো করার অভিযোগ উঠেছে।গত সোমবার সকালে আদমজী বিহারী ক্যাম্প এলাকা থেকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ প্লাটফর্মের নামে সাধারণ মানুষকে শাহবাগে গণজমায়েতের উদ্দেশ্যে পাঠানো হয়। জানা যায়, সিদ্ধিরগঞ্জ নাসিক ৬নং ওয়ার্ড আদমজী বিহারী ক্যাম্প এলাকার মাদকের ডিলার খাটিয়া গুড্ডু, আনার, হায়দার, কাল্লু সর্দার, রনি, বালুর মাঠ থেকে আজগর, শাহাজাদা ভুলা মেম্বার, নিয়জ, এদের নেতৃত্বে বিহারী ক্যাম্পের দেড় শতাদিক সহজ সরল মানুষদের ভুল বুঝিয়ে এক লাখ টাকা করে ঋণ দেওয়া হবে বলে তাদের কাজ থেকে ৩০০ টাকা করে নিয়ে ৩টি বাসে করে অন্তত ১৫০ জন লোক নিয়ে ঢাকার রাজু ভাস্কর্যে নেওয়ার জন্য পাঠায়। তাদের কাছে একটি লিফলেটও দেওয়া হয়। লিফলেটে লেখা ছিল-কৃষক, শ্রমিক, হকার, বেকার তথা সকল জনগণ থেকে ভ্যাট, ট্যাক্স হিসাবে আদায় করা কোটি টাকা লুটপাট করছে। লুণ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো। অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা শিরোনামে দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবিতে গত সোমবার সকাল ১০টায় ঢাকার শাহবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিনা সুদে, বিনা জামানতে এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত পুঁজি পেয়ে দারিদ্র্য মুক্তিতে আগ্রহী সর্বস্তরের জনগণকে অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানাচ্ছি। অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের আহ্বায়ক আ ব ম. মোস্তাফা আমীনের নাম ও ছবি উল্লেখ করে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ নামে এই সংগঠন থেকে এ কর্মসূচি নেওয়া হয় বলে লিফলেটে উল্লেখ করা হয়। প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে ঋণ দেওয়া হবে এমন প্রলোভন দেখিয়ে দেশকে অস্থিতিশীল করতে দেশের বিভিন্ন জেলা থেকে সাধারণ মানুষকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় জড়ো করেছিল একটি কুচক্র মহল। নাম না প্রকাশ করার শর্তে বিহারী ক্যাম্পের একাধিক ব্যক্তিরা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত ৫ আগস্ট ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকার দেশত্যাগের মধ্য দিয়ে আওয়ামী লীগের সকল নেতাকর্মি আত্মগোপনে চলে যাওয়ার পর থেকে সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি ও অনুসারিরা এলাকা থেকে পালিয়ে যায়। তার পর কিছুদিন যেতে না যেতেই সিদ্ধিরগঞ্জ ৬নং ওয়ার্ড আইলপাড়া ও বিহারী ক্যাম্প এলাকায় মতির অন্যতম সগযোগী মাদক সম্রাট দুর্ধর্ষ সন্ত্রাসী ও কিশোর গ্যাং লিডার পানি আক্তরের পালিত সন্ত্রাসীরা তার সকল মাদকসহ সকল ব্যবসা বানিজ্য দেখবাল করছে। এবং অত্র এলাকায় নানান অপরাধ কর্মকান্ড ভয়ভীতি প্রদর্শন করে বেরাচ্ছে তাদের এসকল কর্মকান্ডে এলাকার সাধারন মানুষ আতস্কে দিনাতিপাত করছে। এলাকাবাসির দাবি ফ্যাসিস্ট শেখ হাসিনার প্রেতাত্মার দেশকে অস্থিতিশীল করতে মরিয়া হয়ে উঠে পওে লেগেছে তাদেরকে গ্রেপ্তার করে দৃষ্টান্ত মূলক শাস্তির ব্যবস্থা করা হউক।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯