ডান্ডিবার্তা রিপোর্ট:
৪৮ ঘণ্টার মধ্যে ইসকনকে নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সিনিয়র নায়েবে আমীর আল্লামা আব্দুল আউয়াল। শুক্রবার (২৯ নভেম্বর) জুমার নামাজের পর নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি মসজিদের প্রধান গেটের সামনে এক সমাবেশে সভাপতির বক্তব্যে তিনি এই দাবি জানান। আব্দুল আউয়াল বলেন, “ইসকন একটি উগ্রবাদী ও সন্ত্রাসী সংগঠন। তাদের কার্যক্রম দেশকে অশান্তির দিকে নিয়ে যাচ্ছে। আমরা সরকারের কাছে দাবি জানাই, ইসকনকে নিষিদ্ধ করা হোক। অন্যথায়, দেশের জনগণ নিজেদের হাতে আইন তুলে নিতে বাধ্য হবে।” তিনি আরও অভিযোগ করেন, ইসকনের কারণে সম্প্রতি হেফাজতের এক সদস্য সাইফুল ইসলাম আলিফ নিহত হয়েছেন। দ্রুত এই ঘটনার তদন্ত ও সুবিচারের আহ্বান জানিয়ে তিনি বলেন, “মুসলিম জাতি মৃত্যুকে ভয় করে না। তারা নিজেদের ইমান ও ইসলামের পক্ষে দাঁড়াবে।” আব্দুল আউয়াল দাবি করেন, দেশের স্বাধীনতার সময় হিন্দু সম্প্রদায়ের মন্দির রক্ষায় হেফাজতের সদস্যরা ভূমিকা রেখেছিলেন। তিনি বলেন, “আমরা মন্দিরে গিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করেছি। তবে এখন ইসকন সন্ত্রাসী কার্যকলাপ চালিয়ে দেশের পরিবেশ অশান্ত করছে।” তিনি হিন্দু সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান, “আপনারা আমাদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে দেশ পরিচালনায় সহযোগিতা করুন।” সমাবেশে আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের, এবিএম সিরাজুল ইসলাম মামুন, মুফতি মাহমুদুল হাসান, জাকির হোসেন কাসেমী, ইকবাল করিম ফারুকী, আবু সায়েম খালেদ, মাওলানা হাফিজুর রহমান প্রমুখ।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯