ডান্ডিবার্তা রিপোর্ট:
রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়ন স্বেচ্ছাসেবকদলের উদ্যোগে শুক্রবার (২৯ নভেম্বর) বিকেলে ভুলতা স্কুল এন্ড কলেজ মাঠে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে এক বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল নেতা জুয়েল মাহমুদ গোলজার। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভুলতা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্বাস উদ্দিন ভুঁইয়া। সভায় বক্তব্য রাখেন- রূপগঞ্জ উপজেলা বিএনপির সহসভাপতি আলহাজ¦ আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, ভুলতা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোল্লা, ভুলতা ইউনিয়ন যুবদলের সভাপতি শাকিল আহম্মেদ নুরু, সাধারণ সম্পাদক আরিফুল হক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, রূপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব মাসুম বিল্লাহ, রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবকদল নেতা হাফিজুর রহমান প্রমুখ। সভায় বক্তারা বলেন, গত ৫ আগষ্ট ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান শেখ হাসিনা ভারত পালিয়ে গেছে। দলের নেতাকর্মীদের না বলে যিনি পালিয়ে যেতে পারেন তিনি এদেশে রাজনীতি করার সুযোগ হারিয়েছেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপুর নেতৃত্বে রূপগঞ্জকে মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও ভুমিদস্যুদের মুক্ত করা হবে। সমাবেশ স্থলে ভুলতা ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯