ডান্ডিবার্তা রিপোর্ট:
চট্টগ্রামে শহীদ এডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত এবং উগ্র হিন্দুত্ববাদী সংগঠন ইসকনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানিয়েছে খেলাফত মজলিস। শুক্রবার বাদ জুমা নগরীর চাষাঢ়া নুর মসজিদের সামনে থেকে নারায়ণগঞ্জ খেলাফত মজলিসের এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে খেলাফত মজলিসের নেতৃবৃন্দ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তি স্বাধীন বাংলাদেশের বিরুদ্ধে একের পর এক ষড়যন্ত্র চলছে। ধর্মীয় সংগঠনের আবরণে ইসকন দেশে উগ্র হিন্দুত্ববাদ ছড়াচ্ছে। এদের উগ্র আস্ফালনে প্রাণ হারাতে হলো এডভোকেট সাইফুল ইসলাম আলিফকে। চট্টগ্রাম আদালত চত্ত্বরে এই গোষ্ঠী সেদিন ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। মসজিদের মুসল্লী সহ নিরীহ পথচারীদের উপর হামলা করেছিল। উক্ত ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে খুনীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। শহীদের পরিবারকে ক্ষতিপূরণ এবং হতাহতদের সুচিকিৎসার দাবি জানাচ্ছি। যে সংগঠন এই ধরণের অপকর্ম বারবার করছে তার ব্যাপারে আইনানুগ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানাচ্ছি। পাশাপাশি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের যে কোন ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে দেশবাসীকে সচেতন থাকার ও ধৈর্য্যের সাথে পরিস্থিতি মোকাবেলার আহ্বান জানাচ্ছি। খেলাফত মজলিস নেতৃবৃন্দ আরো বলেন, ষড়যন্ত্র বন্ধে ফ্যাসিস্ট ও খুনী হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে। অভিযুক্ত ইস্কন নেতাকে মদদ দান সহ বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপের আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। বাংলাদেশের মাটিতে কোন উগ্রবাদী ও রাষ্ট্রদ্রোহী সংগঠনের অপতৎপরতা চলতে দেয়া হবে না। ছাত্র-জনতা ঐক্যবদ্ধভাবে সকল ষড়যন্ত্র মোকাবেলায় প্রস্তুত রয়েছে। মহানগর সাধারণ সম্পাদক ইলিয়াস আহমদের সভাপতিত্বে উক্ত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম মহাসচিব এবিএম সিরাজুল মামুন। জেলা সাধারণ সম্পাদক মুহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় এতে আরো উপস্থিত ছিলেন- সদর থানা সভাপতি হাফেজ কবির হোসাইন, সাধারণ সম্পাদক খন্দকার হাফেজ আওলাদ, সিদ্ধিরগঞ্জ থানা সভাপতি নুর মোহাম্মদ খান, ফতুল্লা থানা সভাপতি কামরুল হাসান পায়েল, ইসলামী যুব মজলিসের মহানগর সভাপতি প্রভাষক মাইদুল ইসলাম, ইসলামী ছাত্র মজলিসের মহানগর সভাপতি মুহাম্মদ শাহনেওয়াজ প্রমুখ। সংক্ষিপ্ত সমাবেশ শেষে মিছিলটি চাষাঢ়া চত্বর ঘুরে ডিআইটিতে হেফাজতে ইসলামের সমাবেশে যোগদান করে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯