ডান্ডিবার্তা রিপোর্ট:
এক সপ্তাহের আল্টিমেটাম দিয়ে ২১দিন পর শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ভেঙ্গে গুড়িয়ে দিলেন, জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি। শুক্রবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যলয়ে ঘেরাও করে শেখ মুজিবর রহমানের মূর্তি ভেঙ্গে ফেলেন তিনি। এ সময় জেলা প্রশাসক প্রঙ্গনে শেখ মুজিবর রহমানের প্রতিকৃতি কালো কালি দিয়ে ঢেকে দেয়া হয়। এর আগে, ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে জাসাসে’র গণসমাবেশে বক্তব্যে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি বলেন, আমরা জানি আপনি ছাত্রলীগের ক্যাডার ছিলেন। যেখানে সারা বাংলাদেশ থেকে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণ করা হলো, সেখানে আপনি খুব সুন্দর ভাবে মূর্তি রেখে দিয়েছেন, এমনকি কাপড় দিয়েও ঢেকে রেখেছেন। আমাদের দাবি যে মূর্তি আপনি গোপন এবং যত্ন সহকারে ঢেকে রেখেছেন সেই মূর্তিটি অপসারণ করতে হবে সাত দিনের মধ্যে। যদি এই এক সপ্তাহের মধ্যে শেখ মুজিবুর রহমানের মূর্তি অপসারণ না করা হয় তাহলে আমরা কার্যালয় ঘেরাও করে মূর্তি ভেঙে ফেলবো। শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার কোন মুহূর্তে আমরা নারায়ণগঞ্জ জেলায় থাকতে দেবো না। আগামী ৭ দিনের মধ্যে মূর্তি অপসারণ করা না হয় তাহলে সে মূর্তি ভেঙে দেবো এবং এর দায়িত্ব আপনাকে নিতে হবে। প্রশাসনের মধ্যে এখনো কিছু স্বৈরাচারী সরকারের দোসরা রয়ে গেছে। ছাত্র আন্দোলনে আপনাদের ভূমিকা কি ছিল সেটা নারায়ণগঞ্জবাসী জানে। এখনো সময় আছে সাবধান হন, না হলে পরিণতি ভালো হবে না। এ বিষয়ে জানতে চাইলে জাসাস কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি বলেন, সারাদেশেই শেখ মুজিবর রহমানের ভাস্কর্য অপসারণ করা হয়েছে। নারায়ণগঞ্জেও বিভিন্ন জায়গায় শেখ মুজিবের মুর্তি অপসারন হয়েছে। কিন্তু জেলা প্রশাসক কার্যলয়ে কৌশলে তারা শেখ মুজিবর রহমানের ভাস্কর্য ঢেকে রেখেছিলো। আমরা গত ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবসে আমি মুর্তি অপসারণ করার আল্টিমেটাম দিয়েছিলাম। তবুও তারা অপসারণ করে নাই। তারাই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আমাদের ছেলেরা গিয়ে সেখানে মূর্তি ভেঙ্গে দিয়েছে। তিনি আরও বলেন, এর আগেও আমরা জেলা প্রশাসকের সাথে প্রায় ১ ঘন্টা ১০ মিনিট কথা বলেছিলাম। তিনি আমাদের আশ্বস্ত করেছিলো পর্যায়ক্রমে দেখবে। কিন্তু প্রায় ১৫ দিন অতিবাহিত হয়ে গেছে, তারা সেটা করেনি। এই আল্টিমেটাম অনুযায়ী আমাদের ছেলে পেলের চাপ ছিলো। আমরা আজকে মূর্তি ভাঙ্গার পাশাপশি একটা শেখ মুজিবের প্রতিকৃতি ছিলো সেটাকেও কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। আমরা ওইটা ভাঙ্গি নাই কারণ সেখানে মুক্তিযুদ্ধে আরও অনেক গুলা শহীদের নাম ছিলো। তাই আমরা সেটা না ভেঙ্গে শেখ মুজিবের ছবি কালো কালি দিয়ে ঢেকে দিয়েছি। শুধু জেলা প্রশাসক কার্যলয় না, আরও কয়েকটা জায়গায় এখনো মূর্তি আছে সেগুলোও আমরা ভেঙ্গে দিবো। রাসেল পার্কেও আছে সেগুলোও পর্যায়ক্রমে ভেঙ্গে দেয়া হবে।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯