আজ বুধবার | ৪ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | ১ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ২:২৪

রাজনৈতিক অনৈক্যের বেড়াজালে না’গঞ্জ

ডান্ডিবার্তা | ০১ ডিসেম্বর, ২০২৪ | ৮:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের রাজনীতিতে যেন রাহু গ্রাস করে বসে আছে। দীর্ঘ ১৫ বছর আগে থেকে শুরু হওয়া নারায়ণগঞ্জে রাজনৈতিক প্লাটফ্রম গুলি অনৈকের রাহু গ্রাস থেকে এখনো মুক্ত হতে পারেনি। তবে এর ব্যতিক্রম দেখা যায় ইসলামী দল গুলির মধ্যে। ইসলামী দলগুলি নিজেদের মধ্যে ঐক্য ধরে রেখে দিন দিন এগিয়ে যাচ্ছে। রাজনৈতিক বোদ্ধা মহল মনে করেছিল ৫ আগষ্টের পট পরিবর্তনের পর নারায়ণগঞ্জের রাজনীতি থেকে রাহু মুক্ত হবে। কিন্তু তা আর হয়ে উঠছে না। নিজ দলের নেতাদের মধ্যে কাঁদা ছুঁড়াছুড়ি ছাড়া আর কিছুই নেই। যখন আওয়ামীলীগ ক্ষমতায় ছিল তারা ক্ষমতার সুবিধা ভোগের জন্য একে অপরের বিরোধীতা করেছে। নারায়ণগঞ্জে আওয়ামীলীগের ছিল ২টি বলয়। একটি ওসমান বলয় আরেকটি ছিল আইভী বলয়। ২ বলয়ের নেতাদের মধ্যে বিরোধ থাকলেও ক্ষমতার পুর্ন সুবিধা ভোগ করেছে তারা। সকল কিছু তাদের নিয়ন্ত্রণে ছিল। প্রতিপক্ষ দলের লোকদের কোনঠাসা করা থেকে শুরু করে সকল ধরনের চাপ প্রয়োগ করে রেখেছিল। কিন্তু ৫ আগষ্টের আগ পর্যন্ত আওয়ামীলীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এতটাই স্বৈরাচারী হয়ে উঠেছিল নিজের ক্ষমতা টিকিয়ে রাখতে। তিনি নিজ দলের লোকদের উস্কে দিতেন জনতার প্রতিবাদী মুখ বন্ধ রাখতে। যখন জনতার পিঠ দেয়ালে ঠেকে গেছে আর সহ্য করার মত অবস্থা ছিল তখন জনতা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে স্বৈরাচারীর পতন ঘটান। ৫ আগষ্টে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে নির্বাসনে গেলে তার দলের একটি বড় অংশ পালিয়ে যায়। আর যারা আত্মগোপনে আছে তারা বিএনপির সাথে আতাঁত করে ফিরতে শুরু করেছে। এদিকে বিএনপিতে ঐক্যের পরিবর্তে অনৈক্য দিন দিন আরো বৃদ্ধি পাচ্ছে। পট পরিবর্তনের আগে আওয়ামীলীগ যেমন দখলবাজিতে নোবেল পাওয়ার যোগ্যতা অর্জন করেছে। আর পট পরিবর্তনের পর যেন বিএনপির কিছু নামধারীরা সেই পথেই হাঁটছে। বিভিন্ন সেক্টর দখলে মেতে উঠে। তারাই আবার বিএনপির নাম ব্যবহার করে বিএনপির কুৎসা রটায়। বিএনপিতে পদ পদবীর দন্ড দীর্ঘ দিনের। কিন্তু কারো মধ্যে এই মনোভাব নেই যে, একটি সুন্দর নারায়ণগঞ্জ গড়ে তোলার। সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকমুক্ত নারায়ণগঞ্জ গড়তে সকলেই মুখে মুখে বললেও কোন উদ্যোগ নেই। শীর্ষ নেতারা বলেন, দখল, চাঁদাবাজি ও সন্ত্রাস প্রতিরোধ করবে। প্রকৃত পক্ষে যারা দখণ বানিজ্যে রয়েছে সেই সকল সভা সমাবেশে তাদেরই দেখা যাচ্ছে। নারায়ণগঞ্জে একটি কথা চাউর হচ্ছে। বিএনপির কতিপয় শীর্ষ নেতা মামলা বানিজ্যে মেতে উঠেছে। ২ মাস আগে একটি অডিও রেকর্ডও ফাঁস হয় যাতে রয়েছে মামলা থেকে বাদ দিতে মোটা অকে টাকা দিতে হবে। এই যদি হয় রাজনৈতিক অবস্থা সাধারণ মানুষ কাকে বিশ^াস করবে? এছাড়া ৫ আগষ্টের পট পরিবর্তনের পর কিছু দিন পুলিশ ছিল ট্রমায়। পরে রাজনৈতিক দলের নেতাদের সহযোগিতায় পুনরায় পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ শুরু করলেও কোন স্থিতিশীলতা নেই। যার যার মত কাজ করছে। অপরদিকে রাজনৈতিক দলে নেই চেইন অব কমান্ড। যে যেখানে পারছে তাই করছে। অনদিকে প্রচন্ড চাপের মুখে রয়েছে গণমাধ্যম। বিভিন্ন জায়গায় গণমাধ্যম কর্মীরা হামলার শিকারসহ মামলার কবলে হয়রানি হচ্ছে। দেশে অরাজনৈতিক সরকার থাকলেও এ সরকারকে বিভ্রান্ত করতে বা বেকায়দায় ফেলতে আন্তর্জাতিক ষড়যন্ত্র হচ্ছে। আর এ ধরনের ষড়যন্ত্রকে বাস্তবায়িত করতে একটি মহল গোপনে কাজ করে চলছে। যারা এখনো আওয়ামীলীগের দোসর নারায়ণগঞ্জের গডফাদার খ্যাত ওসমান বলয় থেকে এখনো বের হতে পারেনি। যারা ধীর্ঘ দিন ওসমানী সুবিধাভোগী তারা গোপনে গভীর ষড়যন্ত্র করছে। এমন অভিযোগ এখন সকলের মুখে মুখে। যারা দেশ ও জনগণকে ভালবাসে তারা পদ পদবীর লোভে নয় জনতার স্বার্থে কাজ করবে এমনটাই প্রত্যাশা রাজনৈতিক বোদ্ধা মহলের। তাই আর বিরোধ নয় সকলে ঐক্যবদ্ধ হয়ে নতুন নারায়নগঞ্জ গড়ার স্বপ্ন দেখতে হবে।

 




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩২
  • ৬:২৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা