আজ বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ২ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ৮:১১

ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় নাসিক ও সিভিল সার্জন ব্যর্থ

ডান্ডিবার্তা | ০১ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের সরকারি হাসপাতালগুলোর সেবার মান এবং ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রমে অবহেলার প্রতিবাদ জানিয়ে গণসংহতি আন্দোলন ধারাবাহিক কর্মসূচি পালন করছে। গতকাল শনিবার সকালে দলটির নেতারা নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতাল এবং নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতাল পরিদর্শন করেন। পরিদর্শনের পর গণসংহতি আন্দোলনের নেতারা সাংবাদিকদের জানান, সরকারি হাসপাতালগুলোর পরিবেশ অত্যন্ত নাজুক এবং রোগীরা পর্যাপ্ত চিকিৎসা সেবা পাচ্ছেন না। ডেঙ্গু পরীক্ষার কিট সংকট, বেড এবং মেডিকেল সরঞ্জামের ঘাটতি চিকিৎসাসেবা ব্যাহত করছে। গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় সিটি কর্পোরেশন এবং সিভিল সার্জনের ভূমিকা হতাশাজনক। ডেঙ্গু প্রতিরোধে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি, যা জনগণের জন্য চরম অবহেলার উদাহরণ। জনগণের স্বাস্থ্য সেবায় এ ধরনের ব্যর্থতা মেনে নেওয়া যায় না। জনগণের জানমাল রক্ষার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অবশ্যই জবাবদিহি করতে হবে।” দলটি জানায়, গত ২২ নভেম্বর ডেঙ্গু প্রতিরোধে অবহেলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করা হয় এবং সাতদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি না হলে ১ ডিসেম্বর সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়। পরিদর্শনকালে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন জেলা সমন্বয়কারী তরিকুল সুজন, মহানগর কমিটির সমন্বয়কারী নিয়ামুর রশীদ বিপ্লব, জেলা কমিটির ভারপ্রাপ্ত নির্বাহী সমন্বয়কারী আলমগীর হোসেন আলম, বাংলাদেশ ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সভাপতি ফারহানা মানিক মুনা, নারী সংহতির আহ্বায়ক নাজমা বেগম, ছাত্র ফেডারেশন নারায়ণগঞ্জ জেলার সহ-সভাপতি সাইদুর রহমান, সৃজয় সাহা, ১৮নং ওয়ার্ড গণসংহতির আহ্বায়ক শুক্কুর মাহমুদ জুয়েল, ১৩নং ওয়ার্ড গণসংহতি’র সংগঠক জয়দেব প্রমুখ। গণসংহতি আন্দোলন সাধারণ জনগণকে সিভিল সার্জন কার্যালয় ঘেরাও কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছে। তারা জনগণের স্বাস্থ্যের অধিকার রক্ষায় অবিলম্বে কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৬
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৩
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩৩
  • ৬:২৭
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা