আজ বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ২ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১২:৪৮

বিশৃঙ্খলা রোধে বিএনপির পুর্নগঠন জরুরী!

ডান্ডিবার্তা | ০১ ডিসেম্বর, ২০২৪ | ৯:৪৭ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট আওয়ামীলীগ সরকারের পতন হওয়ার পর নারায়ণগঞ্জে আত্মগোপনে থাকা বিএনপির নেতাকর্মীরা সক্রিয় হয়ে উঠেছেন। বিএনপির প্রতিটি কর্মসূচী সফল করতে হাজার হাজার নেতাকর্মী উপস্থিত হচ্ছেন। কেন্দ্রীয় নির্দেশনায় নেতাকর্মীদের চাঙ্গা রাখতে জেলা ও মহানগর বিএনপি বিভিন্ন কর্মসূচী পালন করছেন। তবে শীর্ষ নেতাদের তৎপরতার পরও নারায়ণগঞ্জ বিএনপির নেতায নেতায় বিরোধ দিন দিন বেড়েই চলছে। বিএনপির সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়ছেন। সর্বশেষ গতকাল শনিবার মহানগর বিএনপির র‌্যালীতে মহানগর যুবদলের দুই গ্রুপের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। মূলত দীর্ঘ বছর পর আওয়ামীলীগ সরকার পতন হওয়ার পর নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা সুসংগঠিত হওয়ার পরিবর্তে বিরোধে জড়িয়ে পড়েছেন। বিভিন্ন সময়ে বিরোধ সংঘর্ষে রূপ নিচ্ছে। বিশেষ করে বিভিন্ন সেক্টর দখলকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষের জড়িয়ে পড়ছেন নেতাকর্মীরা। বিগতদিনে রাজনীতির মাঠে নিশ্চুপ ছিলেন এমন নেতারাই দখলবাজীতে সক্রিয় ভূমিকায় রয়েছেন। জানাগেছে, গত ৬ সেপ্টেম্বর দুপুরে বন্দরের নবীগঞ্জ এলাকায় নরায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপুর ওপর দলের বন্দর থানার এক গ্রুপের নেতাকর্মীরা হামলা চালিয়েছিল। এতে গুরুতর আহত হয়েছিলেন তিনি। গত সেপ্টেম্বর ২২ নারায়ণগঞ্জ শহরে পরিবহন দখল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। বন্ধন পরিবহন বাস কোম্পানি দখলকে কেন্দ্র করে জেলা ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান ও মহানগর বিএনপির সদস্য মাহবুবুল্লাহ তপনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়েছিল। জাকির খানের কারা মুক্ত না হলেও তার নাম ভাঙ্গিয়ে একটি মহল দখলবাজীতে ব্যস্ত রয়েছে। এতে করে রাজতৈনিক ইমেজ ক্ষুন্ন হচ্ছে জাকির খানের-এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। মহানগর যুবদলের তিন ব্যানারে রাজনীতি চলছে। তিন ভাবে বিভক্ত হয়ে রাজনীতি করছেন মহানগর যুবদলের নেতারা। ফুতল্লা, সিদ্ধিরগঞ্জ, রূপগঞ্জসহ প্রতিটি থানা, ইউনিয়ন এমন কি ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের মধ্যেও বিরোধ সৃষ্টি হয়েছে। এতে করে সাংগঠনিক ভাবেও পিছিয়ে পড়ছে। এদিকে, সারা দেশে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী-সমর্থক-শুভাকাঙ্খীদের প্রতি আহ্বান জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছিলেন, রাষ্ট্র সংস্কারের পথ ধরে অন্তর্বতীকালীন সরকার যথাসময়ে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করবে। সেই নির্বাচনে জনগণের রায় পেতে জনগণের মন জয় করুন। জনগণের বিশ্বাস এবং ভালোবাসা অর্জন করুন। জনগণের সুখে-দুঃখে জনগণের সঙ্গে থাকুন। কিন্তু নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীরা যেন তারেক রহমানের এই কথা মানতে নারাজ। বিভিন্ন সেক্টর দখলকে কেন্দ্র করে সাধারণ মানুষের সাথে দূরত্ব বাড়ছে বিএনপির সাথে। এই পরিস্থিতি মোকাবেলায় নারায়ণগঞ্জ বিএনপি ও সহযোগী সংগঠনের প্রতিটি ইউনিটের কমিটি পুন:গঠনের দাবী করেছেন দলের দু:সময়ের নেতাকর্মীরা। যদিও গুঞ্জন রয়েছে অতিরেই জেলা ও মহানগর বিএনপির কমিটি পুন:গঠন করবে কেন্দ্র। অপরদিকে, নারায়ণগঞ্জ াবএনপি যখন দলীয় কোন্দলে ব্যস্ত তখন সাধারণ ভোটারদের আস্থা অর্জনে ব্যস্ত সময়ে পাড় করছে জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। এরই মধ্যে দলের নেতাকর্মীদের সক্রিয় করতে জামায়াতে ইসলামী নারায়ণগঞ্জ মহানগরীর ১৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। মুহাম্মদ আবদুল জব্বার আমির নির্বাচিত হয়েছেন। জামায়াতের রুকনদের প্রত্যক্ষ ভোটে মুহাম্মদ আবদুল জব্বার আমির নির্বাচিত হন। গত শুক্রবার সন্ধ্যায় জামায়াত ইসলামের এ কমিটি ঘোষণা করা হয়। ৫ আগস্টের সামাজিক ও সেবামূলক বিভিন্ন কর্মসূচী পালন করছে জামায়াত ইসলামের নারায়ণগঞ্জের নেতাকর্মীরা। তাই জামায়াত ইসলামের মত নারায়ণগঞ্জ বিএনপির নতুন করে কমিটি গঠন করার প্রয়োজন বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩২
  • ৬:২৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা