ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ শহরের ব্যস্ততম মোড় চাষাঢ়া। দিনে অন্তত ৩০ হাজার ছোট-বড় যানবাহন ত্রিমুখী এ মোড়ের ওপর দিয়ে যাতায়াত করে। স্থানীয়দের অভিযোগ, শামীম ওসমান ও সেলিনা হায়াৎ আইভীর রাজনৈতিক দ্বন্দ্বের কারণে গত ২১ বছরে এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। ফলে ঝুঁকি নিয়েই পথচারীদের রাস্তা পারাপার হতে হয়। এখানে পথচারীরা প্রায়ই দুর্ঘটনার কবলে পড়েন। তার ওপর এখানে দিনভর যানজট লেগে থাকে। চাষাঢ়া দিয়ে প্রতিদিন কয়েক লাখ মানুষ চলাচল করেন। ঢাকা-নারায়ণগঞ্জ সড়কের যানবাহনগুলো এ সড়ক দিয়ে পারাপার হয়। আদমজী ও বিসিক শিল্পনগরীর রপ্তানিমুখী যানবাহনও চাষাড়া মোড় দিয়ে চলাচল করে। এ ছাড়া নারায়ণগঞ্জ-মুন্সীগঞ্জ সড়কসহ শহরে যেতে হলে ত্রিমুখী এ পথ পাড়ি দিতে হয়। চাষাঢ়াতেই রয়েছে স্কুল-কলেজ, হাসপাতাল, মার্কেটসহ বিভিন্ন প্রতিষ্ঠান। ফলে স্থানীয়দের যাতায়াতের জন্য চাষাঢ়া মোড়ই মূল সড়ক। জানা গেছে, ২০২৩ সালে চাষাড়ায় ফায়ার সার্ভিসের গাড়ির সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষে পাশে থাকা রিকশাচালক সিরাজুল ইসলাম, পথচারী আমজাদ হোসেন ও ফায়ার সার্ভিসের গাড়িচালক জাহাঙ্গীর আলম নিহত হন। রিকশার যাত্রী ও পথচারীসহ আরও ৮ জন আহত হন। তার আগে ২০২১ সালে চাষাঢ়ায় ট্রাকের চাপায় প্রবাসী আলতাব হোসেন ও তার মেয়ে বেলী আক্তারের ঘটনাস্থলেই মৃত্যু হয়। ২০০৩ সালে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হলে নাগরিক কমিটি তার কাছে চাষাড়া ফুটওভার ব্রিজ নির্মাণের প্রস্তাব দেন। কিন্তু সেখানে কোনো ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। ২০১১ সালে সেলিনা হায়াৎ আইভী নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) প্রথম মেয়র নির্বাচিত হলে স্থানীয়রা আবারও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবি তোলেন। তবে ২০২২ সালে চতুর্থবারের মতো আইভী মেয়র হলেও আর ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের বড় ভাই সেলিম ওসমান ও প্রয়াত নাসিম ওসমান টানা ২০ বছর সংসদ সদস্য ছিলেন কিন্তু এখানে ফুটওভার ব্রিজ নির্মাণের কোনো উদ্যোগ নেননি। এলাকাবাসীর অভিযোগ, শামীম ওসমান আর আইভী একে অন্যের ওপর দোষ চাপাতে এখানে ফুটওভার ব্রিজ নির্মাণ করেননি। নারায়ণগঞ্জের পাইকপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা নূর উদ্দিন আহাম্মেদ বলেন, ‘চাষাঢ়ায় যানবাহনের পাশাপাশি পথচারীদের চাপ থাকে। হুটহাট করে গাড়িগুলো মানুষের ওপর উঠে যায়। ছোট বাচ্চারা দুর্ঘটনার কবলে পড়ে। দীর্ঘ বছর ধরে এমনই দেখে আসছি। অথচ এখানে ফুটওভার ব্রিজ করার জন্য দাবি উঠলেও কেউই বাস্তবায়ন করেনি।’ নারায়ণগঞ্জ কলেজের উপাধ্যক্ষ ড. ফজলুল হক বলেন, ‘এখানে একই সময় যানবাচন চলে, আবার পথচারীরা রাস্তা পার হন। ফলে ট্রাফিক পুলিশ সব কিছু নিয়ন্ত্রণ করতে পারে না। এ কারণে আশপাশের সড়কগুলোতে যানজট লেগে যায়। এর মধ্যেই আবার দুর্ঘটনা ঘটে। আমার কলেজের পক্ষ থেকে চাষাঢ়া ফুটওভার ব্রিজ করার জন্য অনেকবার আবেদন জানিয়েছি।’ চাষাঢ়া খাজা মার্কেটের দোকানি সেলিম মিয়া বলেন, ‘২৪ বছর ধরে এখানে ব্যবসা করি। দিনরাত কত দুর্ঘটনা নিজের চোখে দেখেছি তা সংখ্যায় প্রকাশ করার মতো না। দুর্ঘটনা ঘটলে স্থানীয়রা আহতকে হাসপাতালে নিয়ে যান আর পুলিশ এসে গাড়ি আটক করে। কিন্তু এটা নিয়ে কোনো স্থায়ী সমাধান কেউ করেন না।’ সড়ক পারাপারে নিরাপত্তার দাবিতে নানা সময় আন্দোলন করে আসা সংগঠন নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক বলেন, ‘শামীম ওসমানের বাড়ি চাষাঢ়া আর আইভীর বাড়ি দেওভোগ। এলাকাবাসীকে তাদের দুজনের রাজনৈতিক দ্বন্দ্বের মাশুল দিতে হয়েছে। তারা একে অন্যের ওপর দোষ চাপাতে এসব এলাকায় উন্নয়ন করেননি। তার প্রমাণ হলো, গত ২১ বছর ধরে আমরা দাবি জানিয়ে আসার পরও চাষাঢ়ায় একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করা হয়নি। জেলা প্রশাসনের কাছে গেলে তারা সিটি করপোরেশনের কাছে যেতে বলে। সেখানে গেলে তারা সড়ক বিভাগে যেতে বলে। সড়ক বিভাগে গেলে তারা এমপির কাছে যেতে বলে। এভাবে শুধু সময় গেছে কিন্তু ফুটওভার ব্রিজ নির্মাণ হয়নি।’ নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) রুহুল আমিন সাগর বলেন, ‘ফুটওভার ব্রিজ করতে আমরা নাসিককে অনেকবার অনুরোধ করেছি। তাহলে একদিকে যেমন দুর্ঘটনা কমবে, অন্যদিকে সড়ক হবে নিরাপদ, পাশাপাশি যানজটও কমে আসবে।’ নাসিকের পরিকল্পনাবিদ মঈনুল ইসলাম জানান, বিগত সময় ছোট সড়কে পূর্ণাঙ্গ পরিকল্পনা ছিল না বলে তা বাস্তবায়ন করা সম্ভব হয়নি। ২০২৫ সাল মেয়াদি নগর পরিকল্পনার আলোকে এখানে ফুটওভার ব্রিজ নির্মাণসহ নিরাপদ সড়ক বাস্তবায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণে সংশ্লিষ্ট সব বিভাগের সঙ্গে আলোচনা করে তা বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল হক। নগরীর মানুষের ভোগান্তি ও দুর্ঘটনাসহ যানজট কমাতে হলে দ্রত সময়ের মধ্যে চাষাঢ়া মোড়ে ফুটওভার ব্রিজ নির্মাণ করা প্রয়োজন বলে জানান সুশাসনের জন্য নাগরিকের (সুজন) জেলা সভাপতি ধীমান সাহা জুয়েল। তিনি বলেন, ‘অনেকবার দাবি জানানো হয়েছে। এখন আর দাবি নয়, ফুটওভার ব্রিজ নির্মাণের জন্য আন্দোলনে নামব।’
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯