আজ বৃহস্পতিবার | ৫ ডিসেম্বর ২০২৪ | ২০ অগ্রহায়ণ ১৪৩১ | ২ জমাদিউস সানি ১৪৪৬ | রাত ১:০৫

২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে সৌদি আরব, দেশটিকে ৫ নম্বরের মধ্যে ৪.২ দিয়েছে ফিফা যা ইতিহাসে সর্বোচ্চ

ডান্ডিবার্তা | ০২ ডিসেম্বর, ২০২৪ | ১১:০২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট: আর কোনো বিড ছিল না। এককভাবে ২০৩৪ বিশ্বকাপ আয়োজন করবে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও তারাই যে বিশ্বকাপ আয়োজন করবে, সেটা প্রায় নিশ্চিত।সম্প্রতি সৌদি আরবের বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব মূল্যায়ন প্রতিবেদন প্রকাশ করেছে ফিফা। তবে এই ঘোষণার পথে ইতিহাসও গড়েছে সৌদি আরব।  মানবাধিকার ইস্যুর কারণে সৌদি আরব নিয়ে অনেকের আপত্তি থাকার পরও ফিফা দেশটিকে ৫ নম্বরের মধ্যে ৪.২ দিয়েছে ফিফা, যা ইতিহাসে সর্বোচ্চ। আর সৌদি আরব হতে যাচ্ছে দ্বিতীয় মধ্যপ্রাচ্যের দেশ, যারা বিশ্বকাপের মত মহাজজ্ঞের আয়োজন করতে যাচ্ছে। এর আগে তাদের প্রতিবেশী কাতার প্রথমবারের মত বিশ্বকাপ আয়োজন করে ২০২২ সালে।২০২৬ ফুটবল বিশ্বকাপ আয়োজন করবে যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা।

২০৩০ বিশ্বকাপ আয়োজনের জন্য বিড করেছে যৌথভাবে স্পেন, পর্তুগাল ও মরক্কো। তবে শতবর্ষী এই বিশ্বকাপের শুরুর ৩ ম্যাচ উরুগুয়ে, আর্জেন্টিনা ও প্যারাগুয়েতে হওয়ার কথা রয়েছে। ফিফা আনুষ্ঠানিকভাবে ২০৩০ ও ২০৩৪ বিশ্বকাপ আয়োজক স্বত্ব ঘোষণা করবে ১১ ডিসেম্বর।

এই বিষয়ে ফিফা জানিয়েছে, ২০৩৪ বিশ্বকাপে মানবাধিকারের ঝুঁকি ‘মধ্যম’ মানের। ফুটবলের এই নিয়ন্ত্রক সংস্থার দাবি, দীর্ঘ সংস্কারের জন্য বিশ্বকাপ নিয়ামক হিসেবে কাজ করতে পারে। যেসব সংগঠন সৌদি আরবের বিশ্বকাপ আয়োজন নিয়ে আপত্তি তুলেছিল, তারা ফিফার এমন মূল্যায়নের সমালোচনা করেছে।২০৩৪ বিশ্বকাপের আগে ২০৩০ আসর বসবে তিনটি মহাদেশে। এই বিশ্বকাপ আয়োজনের জন্য ন্যূনতম যে যোগ্যতা, তা আয়োজক দেশগুলো পূরণ করলেও পরিবেশের ওপর নেতিবাচক প্রভাব ফেলবে জানিয়েছে ফিফা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩২
  • ৬:২৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা