ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগষ্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সকল নেতাকর্মীদের বিপদের মুখে ফেলে রেখে নিজের জীবন বাঁচাতে বোন রেহানাকে সাথে নিয়ে দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার সাথে সাথে নারায়ণগঞ্জে আওয়ামীলীগের শীর্ষ নেতা থেকে শুরু করে সকল পাতি নেতারাও পালিয়ে গেছে। ৪ মাস পলাতক থাকার পর বিএনপির কিছু অর্থলোভী নেতাদের ম্যানেজ করে কেহ কেহ এলাকায় ফিরতে শুরু করেছে। তরে যারাই এলাকায় ফিরেছে তারা বাড়ি থেকে তেমন একটা বের হন না। ইতিমধ্যে বন্দরের মদনপুর এলাকায় বিএনপির নেতাদের ম্যানেজ করে ছাত্র-জনতার উপর গুলি বর্ষণকারী সালাম চেয়ারম্যানসহ তার গ্রুপের একাধিক কর্মী এলাকায় ফিরেছে বলে খবর পাওয়া গেছে। তবে তারা এলাকায় ফিরলেও প্রকাশ্যে আসছেন না। এদিকে গোপন একটি সূত্র দাবি করেছে আওয়ামীলীগ নেতা সালাম চেয়ারম্যান ওসমান পরিবারের নাম ভাঙ্গিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়ে ১৫ বছরে আঙ্গুল ফুলে কলাগাছ বরে গেছে। পট পরিবর্তনের পর বিক্ষুব্ধ বিএনপি নেতাকর্মীরা তার অফিস ভাংচুর করে আগুন লাগিয়ে দেয়। গোপন এক সূত্রে জানা যায়, স্বৈারাচারীর দোসর ও সন্ত্রাসীদের লিডার সালাম চেয়ারম্যান প্রথমে পালিয়ে তার আত্বিয় বাড়ি গাজীপুরের টঙ্গিতে কিছু দিন অবস্থান করে। পরে সেখান থেকে সোনারগাঁয়ে তার নানী শ^াশুড়ির বাড়িতে অবস্থান করে মদনপুর বিএনপির নেতাদের ম্যানেজ করে এলাকায় ফিরে আসে। এই সালাম চেয়ারম্যানের বিরুদ্ধে হত্যা মামলাসহ একাধিক মামলা হয়েছে। এভাবে বন্দর, সিদ্ধিরগঞ্জ ও ফতুল্লায় বেশ কিছু আওয়ামীলীগের নেতাকর্মী এলাকায় ফিরেছে। তবে তারা এলাকায় অবস্থান করলেও গ্রেফতার এরিয়ে চলছেন। আওয়ামীলীগ ক্ষমতা চ্যুত হওয়ায় বিএনপির কতিপয় নেতার কপাল শুলেছে। সে সকল আওয়ামীলীগ নেতারা বিএনপির নেতাদের কটাক্ষ ও হুমকি দিয়ে বেড়াতেন। পট পরিবর্তনের ফলে সে সকল আওয়ামলিীগ নেতারা এখন ঐসকল বিএনপি নেতাদের তোষামদ করছেন, অর্থ দিচ্ছেন এলাকায় ফিরতে ও নিরাপদে থাকতে। তবে কিছু নেতাকর্মী এলাকায় ফিরলেও তাদের মধ্যে গ্রেফতার আতঙ্ক বিরাজ করছে। তবে যারা ফিরছেন তারা পাতি নেতা হিসাবে পরিচিত। তথাপি এসকল পাতি নেতারাও আওয়ামলিীগ আমলে বাঘের গর্জন দিয়ে চলতেন আর দলীয় সুযোগ সুবিধা ভোগ করে কেহ কোটিপতি আবার কেহ কয়েক লাখ টাকার মালিক বনে গেছে। গড়ে তুলেছে নামে বেনামে সম্পদ। বিএনপির এক নেতা আক্ষেপ করে বলেন, যারা দীর্ঘ ১৫টি বছর দেশে স্বৈরশাসন চালিয়ে আমাদেরসহ সাধারণ মানুষের পকেট কেটে নিজেদের আখের গুছিয়েছে। যারা গণতন্ত্র হত্যা করেছে। যারা নিরস্ত্র ছাত্র-জনতার উপর গুলি বর্ষন করেছে। এসকল স্বৈরাচারদের দোসরদের আমাদের বিএনপির কিছু অর্থলোভী নামধারী নেতারা তাদের পুর্নবাসন করছে। আওয়ামীলীগ কখনো দেশের জনগণের জন্য কাজ করেনি। তারা তার দলের নেতাদের পকেট ভারী করেছে দেশে হরিলুটের রাজত্ব কায়েম করেছে। আওয়ামীলীগের সভানেত্রী শেখ হাসিনার একটাই মিশন তার পিতা হত্যার প্রতিশোধ নেয়া। সে রাষ্ট্রের জন্য নয় প্রতিশোধের নেশায় ক্ষমতায় আকঁরে থাকতে চেয়েছে আর একের পর দেশটাকে একানয়কতন্ত্র কায়েম করে রাখার জন্য। এই স্বৈারাচারী শেখ হাসিনার দোসরদের পুর্নবাস করে কতিপয় বিএনপি নেতারা নিয়েজর পায়ে নিজে কুঠার মারছেন বলে তিনি মন্তব্য করেন। আর আওয়ামীলীগের পাতি নেতারা এলাকায় ফিরে আসাটাও একটি ষড়যন্ত্র বলে মনে করছেন অনেকে। তারা বিএনপির সাথে মিশে বিএনপির অভ্যন্তরিন খবরা খবর আওয়ামলিীগের শীর্ষ নেতাদের কাছে পাচার করবে এমনটা উড়িয়ে দেয়া যায় না। তাই তাদের কাছ থেকে সতর্ক থাকাটাই দলের জন্য মঙ্গল।
এই কাল এই সময় হাবিবুর রহমান বাদল অন্তর্বর্তিকালিন সরকারের দুইমাস পাঁচদিন শেষ হলেও যে প্রত্যাশা নিয়ে জুলাই বিপ্লবে প্রায় দুহাজার ছাত্রজনতা প্রাণ দিয়েছিল। সেই বিপ্লবকে সফল করতে স্বৈরাচারের গ্যাস সেল আর বুলেটের আঘাতে কেউ অন্ধ, কেউ পঙ্গু আবার কেউ যন্ত্রনায় কাৎরাচ্ছে তাদের সংখ্যাও নেহাত কম নয়। ত্রিশ হাজারের বেশি আহতরা এখন স্বপ্নের বাংলাদেশ দেখতে চাইছে। […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯