আজ বুধবার | ৪ ডিসেম্বর ২০২৪ | ১৯ অগ্রহায়ণ ১৪৩১ | ১ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ১:৫১

নির্বাচন ইস্যুতে বিএনপিতে বাগযুদ্ধ

ডান্ডিবার্তা | ০৩ ডিসেম্বর, ২০২৪ | ১০:৪৩ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জের পাঁচটি আসনে নির্বাচনের প্রস্তুতি নিতে শুরু করেছেন বিএনপির সম্ভাব্য প্রার্থীরা। সভা-সমাবেশসহ বিভিন্ন কর্মসূচী পালন করে নিজেদের অবস্থানের জানান দিচ্ছেন। একই সাথে একজন অপর জনের বিরুদ্ধে বিষোদগার করছেন। গত ৫ আগস্টের পর বিভিন্ন কর্মসূচী পালনের মধ্যদিয়ে রাজপথে সবচেয়ে বেশি সক্রিয় দেখা গেছে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন ও মহানগর বিএনপির আহবায়ক এড. সাখাওয়াত হোসেন খানকে। তবে সম্প্রতি আড়াইহাজারে নজরুল ইসলাম আজাদের পাশাপাশি আতাউর রহমান আঙ্গুর, রূপগঞ্জে মোস্তফিজুর রহমান ভূইয়া দিপু ও কাজী মনির নির্বাচনী মাঠে নেমে পড়েছেন। ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনে  মুহাম্মদ গিয়াসউদ্দিনের পাশাপাশি অধ্যাপক মামুন মাহমুদ ও ফতুল্লায় রিয়াদ চৌধুরী নির্বাচন ইস্যুতে বাকযুদ্ধে জড়িয়ে পড়েছেন। সর্বশেষ মুহাম্মদ গিয়াসউদ্দিনকে চ্যালেঞ্জ জানিয়ে বিএনপির নির্বাহী কমিটির সদস্য মামুন মাহমুদের মন্তব্যকে ‘বালখিল্য’ উল্লেখ করে মন্তব্য করেছেন জেলা কৃষক দলের সদস্য সচিবমুহাম্মদ কায়সার রিফাত। গতকাল সোমবার গণমাধ্যমেপাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি ওই মন্তব্য করেন তিনি। সম্প্রতি ফতুল্লা ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে মামুন মাহমুদকে ইঙ্গিত করে গিয়াসউদ্দিন তার বক্তব্যে বলেন ‘নরঘাতক নূর হোসেনের সঙ্গে কোনো ব্যক্তিকারাগারে দেখা করে এসেছেন এবং সেই ব্যক্তি নূর হোসেন ও গডফাদার শামীম ওসমানের হয়ে বিএনপির কতিপয় নেতাকর্মীদের নিয়ে সভা-মিছিল করে তাদেরকে বিপদগামী করছেন। ওই বক্তব্যের পাল্টা চ্যালেঞ্জ জানিয়ে নূর হোসেনের সঙ্গে তার দেখা করার তথ্যপ্রমাণ প্রকাশ করতে বলেন। একই সঙ্গে মামুন মাহমুদ দাবি করেছেন গিয়াসউদ্দিন শামীম ওসমানের পক্ষে ভোট চেয়েছেন। জানাগেছে, পরবর্তী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে তা এখনো নিশ্চিত না হওয়া গেলেও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা এখন থেকেই নিজেদের মাঠ গোছানো শুরু করেছেন। নারায়ণগঞ্জ বিএনপিকে আগের তুলনায় আরও সুসংগঠিত এবং শক্তিশালী করতে পূর্বের বিভিন্ন কমিটি ভেঙ্গে দিয়ে নতুন কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। পাশাপাশি বিতর্কিতদের দল থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। নেতাকর্মীদের মতে, দীর্ঘ দেড় যুগ ধরে তারা ক্ষমতার বাহিরে রয়েছেন। বিগত আওয়ামী লীগের শাসনামলে তাদের অনেক নির্যাতন, হামলা, মামলার শিকার হতে হয়েছেন। বর্তমানে আওয়ামী লীগ ব্যাকফুটে থাকায় বিএনপির বড় ব্যবধানে জয়ী হওয়ার আশা সৃষ্টি হয়েছে। যে সুযোগ তারা হাতছাড়া করতে চাচ্ছেন না। আগামী জাতীয় সংসদ নির্বাচনে এমপি প্রার্থী হওয়ার জন্য তারাই প্রাধান্য বেশি পাবেন যারা পূর্বে সংসদ সদস্য ছিলেন এবং বর্তমানেও নির্বাচনী এলাকাতে সে ইমেজ ধরে রেখেছেন। পাশাপাশি বিগত সময়ে রাজনীতিতে যাদের অবদান বেশি এবং আন্দোলনে সক্রিয় ছিল তারাও এক্ষেত্রে এগিয়ে থাকবেন। তবে রাজনীতিতে শেষ বলতে কিছু নেই। তাই আগামীতে নতুন মুখ দেখা গেলেও অবাক হওয়ার কিছু থাকবে না। নারায়ণগঞ্জের কয়েকটি আসনেও এমন সম্ভাবনা রয়েছে। তবে সেদিকে তাকাচ্ছেন না এখানকার বিএনপির নেতারা। তারা আপাতত নিজেদের সাংগঠনিক শক্তি বাড়ানোর পাশাপাশি তৃণমূলের নেতাকর্মীদের নিজেদের কাছে ভিড়ানোর চেষ্টা করছেন। সেজন্য তারা এখন থেকেই মাঠ ঘাট চষে বেড়াচ্ছেন। সবাই চাচ্ছেন নিজেদের দল ভারী করতে। তবে মনোনয়ন ইস্যুতে মৌনযুদ্ধের কারণে নেতাকর্মীদের মাঝে বিভাজন সৃষ্টি হচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৩
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৪
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫১
  • ১৫:৩৫
  • ১৭:১৪
  • ১৮:৩২
  • ৬:২৪
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা