ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে বাড়ছে নারীর প্রতি সহিংসতার ঘটনা। বিশেষ করে ধর্ষণের ঘটনা বেড়েছে জেলায়। চলতি বছর জেলায় নারীর প্রতি সহিংসতার ৩৮৪ ঘটনার মধ্যে ১০২টি ধর্ষণের ঘটনা উল্লেখ করে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ মহিলা পরিষদের নারায়ণগঞ্জ জেলা কমিটি। গতকাল বুধবার বেলা ১২টায় শহরের মিশনপাড়া এলাকায় অবস্থিত সংগঠনটির জেলা কার্যালয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তারা। বাংলাদেশ মহিলা পরিষদ জেলা সভাপতি রীনা আহমেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিক রহিমা খাতুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, সাবেক সভাপতি আঞ্জুমান আরা আকসির, সহ-সভাপতি প্রীতি কণা দাস, কৃষ্ণা ঘোষ, লিগ্যাল এইড সম্পাদক জেসমিন আজিজ আলো, সহ সাধারণ সম্পাদক শোভা সাহা, প্রোগ্রাম এক্সিকিউটিভ সুজাতা আফরোজ প্রমুখ। সংবাদ সম্মেলনে চলতি বছরে নারী ও শিশুদের উপর হওয়া অপরাধের চিত্র তুলে ধরে সংগঠনটি। তাদের দেয়ার তথ্যমতে, চলতি বছরের নভেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জ জেলায় নারী ও শিশু নির্যাতনের ৩৮৬টি ঘটনা ঘটেছে। এর মধ্যে ১০২টি ধর্ষণ, ১৬টি শিশু বলাৎকার, ৩১টি হত্যা, ২৭টি আত্মহত্যা, ২৬যৌতুকের জন্য নির্যাতন, ৪১টি যৌন হয়রানী, ১৫টি শ্লীলহানী, ২৭টি অপহরণ, ৪৯টি শারীরিক ও মানসিক নির্যাতন, ১১টি সাইবার ক্রইম এবং ৪৯টি উত্ত্যক্তকরণের ঘটনা রয়েছে। গতবছর জেলায় ৩৮৪টি এবং ২০২২ সালে ৩০৭টি নারী ও শিশু নির্যাতন ঘটনা ঘটেছে। রীনা আহমেদ বলেন, নারীর প্রতি সহিংসতা এখন আর তৃণমূলে আটকে নেই। শহরাঞ্চলেও অহরহ এসব ঘটছে। বিশেষ করে ধর্ষণ ও পর্ণগ্রাফির ঘটনাগুলো। এত বিকৃতিও লক্ষ্য করা যাচ্ছে। তথ্যপ্রযুক্তি পৃথিবীকে হাতের মুঠোয় এনেছে একই সাথে অনেককে বিপদগামীও করেছে। যার ফলে এসব বৃদ্ধি পাচ্ছে বলে আমরা মনে করছি। তিনি আরও বলেন, অভুত্থ্যান পরবর্তী সময়ে এসব অপরাধ বাড়ার প্রবণতা লক্ষ্য করেছি। আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্বে অবহেলার কারণে সম্প্রতি এসব ঘটনা আরও বাড়ছে। অনেক নির্যাতিত নারী থানায় আইনী সহযোগিতার জন্য গিয়েও ফিরে এসেছেন। এমন কয়েকজনকে আমরা সহযোগিতা করেছি। অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সজাগ গতে হবে এবং নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের আহ্বান জানাচ্ছি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯