আজ বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | ৯ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ৮:৪৪

বিকেএমইএ’তে সেলিম ওসমানের প্রভাব!

ডান্ডিবার্তা | ০৭ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৫ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গত ৫ আগস্ট শিক্ষার্থী ও জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের মাধ্যমে টানা ১৫ বছরের আওয়ামী লীগ সরকারের পতনের পর বিভিন্ন ব্যবসায়িক সংগঠনে হয়েছে ক্ষমতার পালাবদল। তবে নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ (বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন)-তে এখনো রয়ে গেছে সাবেক সভাপতি এবং সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমানের অদৃশ্য প্রভাব। সরকার পতনের আগ পর্যন্ত টানা ১৪ বছর পর নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএ’র সভাপতি ছিলেন সদর-বন্দর আসনের সাবেক সংসদ সদস্য একেএম সেলিম ওসমান। দীর্ঘদিন ধরে রাজনৈতিক প্রভাব খাটিয়ে সমঝোতার মাধ্যমে পর্ষদ গঠন করে সভাপতির পদ আঁকড়ে ছিলেন জাতীয় পার্টির এ নেতা। আওয়ামী লীগ সরকার পতনের পর অজ্ঞাত অবস্থান থেকে নিজের পদত্যাগপত্র বিকেএমইএ’তে পাঠান তিনি। পদত্যাগ করলেও এখনো তিনি যেন সিন্দাবাদের ভূতের মতো চেপে বসে আছেন পোশাক শিল্প মালিকদের সংগঠন বিকেএমএইএ’র ঘাড়ে। কাগজে কলমে পদত্যাগ করলেও অদৃশ্যভাবে তিনি এখনো বিকেএমএইএ নিয়ন্ত্রণ করছেন বলে ব্যবসায়ীদের অভিযোগ। কোনভাবেই বিকেএমএইএ থেকে তার প্রভাব সরানো যাচ্ছে না। কিছুদিন আগে এক সহসভাপতি পদত্যাগের একদিন পরেই সেই অদৃশ্য হাতের ইশারায় পদত্যাগপত্র প্রত্যাহার করে নেন বলে গুঞ্জন রয়েছে। বিকেএমইএ’র ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা (ইজিএম) উপলক্ষে প্রকাশিত স্যুভেনিয়রে তার প্রমাণ পাওয়া যায়। ৫ ডিসেম্বর ঢাকার একটি পাঁচ তারকা হোটেলে বিকেএমইএ’র ২০২৩-২০২৪ সালের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও বিশেষ সাধারণ সভা(ইজিএম) অনুষ্ঠিত হয়। বিশেষ সাধারণ সভা (ইজিএম) উপলক্ষে প্রকাশিত একটি স্যুভেনিয়রে দেখা গেছে সেলিম ওসমানসহ বর্তমান নেতৃত্বের দুইটি ছবি। বিগতদিনে বিকেএমইএ’তে অনেকেই সভাপতি থাকলেও কারো কোন ছবি না থাকলেও ছবি ছিল সেলিম ওসমানের। এতে ক্ষেপেছেন ব্যবসায়িক সংগঠনটির একাধিক নেতা। তারা বলছেন, সেলিম ওসমানের নিয়ন্ত্রণ থেকে এখনো বের হতে পারছে না বর্তমান নেতৃত্ব। দীর্ঘদিন একক অধিপত্য বিস্তার করা সেলিম ওসমানের অনুসারীরা এখনও পরিচালনা পর্ষদে রয়েছেন। পরিচালনা পর্ষদের ওইসব নেতাদের বিরুদ্ধে জুলাই-আগস্টে আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারকে সহযোগিতা করারও অভিযোগ রয়েছে। আওয়ামী লীগের ‘দোসররা’ এখনও বিকেএমএইএ নিয়ন্ত্রণ করছেন বলে এখনো সেলিম ওসমানের ছবি থাকছে স্যুভেনিয়রে। এখনও পরিচালনা পর্ষদের সহসভাপতি পদে রয়েছেন সেলিম ওসমানের মেয়ের জামাতা আখতার হোসেন অপূর্ব, ওসমান পরিবারের ঘনিষ্ঠ মোরশেদ সারোয়ার সোহেল। পরিচালক পদে আছেন মহানগর যুবলীগের সভাপতি শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনু। এরমধ্যে মোরশেদ সারোয়ার সোহেল ও শাহাদাত হোসেন ভুঁইয়া সাজনুর বিরুদ্ধে রয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের ঘটনায় হত্যা মামলা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩৪
  • ৬:৩০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা