আজ বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | ৯ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ৮:৪৬

সেই ভয়ঙ্কর দিনের ঘটনায় আজো মামলায় হয়নি

ডান্ডিবার্তা | ০৭ ডিসেম্বর, ২০২৪ | ১০:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে আওয়ামীলীগের শাসনামলের ১৬ বছরে শত শত সন্ত্রাসীকে প্রকাশ্যে অস্ত্র হাতে ঘুরা ফেরা করতে দেখা গেলেও এদের অধিকাংশ অস্ত্রেরই লাইসেন্স ছিল না। এমনকি আজমেরী ওসমান ও তার বাহিনীর হাতেই হোন্ড বহর চলাকালে ২০/২৫ জনের হাতে অস্ত্র দেখা গেলেও এদের কারো অস্ত্রই বৈধ ছিল না। এমনকি বৈষম্য বিরোধী আন্দলেনকালে ১৯ জুলাই বঙ্গবন্ধু সড়কে শতাধিক অস্ত্রধারী শামীম ওসমানের উপস্থিতিতে শহরময় গুলি চালিয়ে ৬ বছরের শিশু রিয়া গোপসহ ৩ জনকে হত্যা করলেও সেদিনের ব্যবহৃত অধিকাংশ অস্ত্রই অবৈধ ছিল। নারায়ণগঞ্জে এমন কয়েক শত অবৈধ অস্ত্র রয়েছে বলে সাধারণ মানুষ মনে করে। এসব অস্ত্রধারীরা ৫ আগষ্টের আত্মগোপনে গেলেও সময় সুযোগ পেলেই তারা প্রকাশ্যে এসে এসব অবৈধ অস্ত্র ব্যবহার করবে তার সহজেই বলা চলে। তাই নারায়ণগঞ্জে অনতিবিলম্ব অবৈধ অস্ত্র উদ্ধারে সেনা বাহিনীর অভিযান দাবি করেছে জেলাবাসী। ইতিমধ্যে জেলা প্রশাসন শামীম ওসমান ও সেলিম ওসমানসহ মাত্র ২৬ জনের অস্ত্রের লাইসেন্স বাতিল করেছে। অন্যদের তালিকা জেলা প্রশাসন দিতে পারেনি। এরমধ্যে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর পরিবারের সদস্যদের কাছে রয়েছে আটটি আগ্নেয়াস্ত্র। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় জানিয়েছে, ওসমান পরিবারের একটি অস্ত্রও জমা হয়নি। অস্ত্র জমা না দেওয়া ব্যক্তিদের তালিকায় রয়েছেন, শামীম ওসমান, তাঁর ভাই সেলিম ওসমান, ছেলে ইমতিনান ওসমান অয়ন, শ্যালক তানভীর আহম্মেদ। ৫ আগস্টের পর শামীম ওসমান আত্মীয়স্বজনসহ ভারতে চলে গেছেন বলে জানা গেছে। তবে আজমেরী ওসমানসহ সেদিন বঙ্গবন্ধু সড়কে যাদের হাতে অস্ত্র দেখা গিয়েছে তাদের অস্ত্রের বৈধ লাইসেন্স ছিল কি না এ নিয়েও প্রশ্ন উঠেছে। ওসমান পরিবারের অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক। তিনি বলেন ২৬টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে। বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য বলছে, আওয়ামী লীগ সরকারের তিন মেয়াদে (২০০৯-২০২৪) সারা দেশে ১৯ হাজার ৫৯৪টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হয়। ওই সরকারের পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্র্বতী সরকার দায়িত্ব নেয় গত ৮ আগস্ট। পরে ২৫ আগস্ট বিগত সরকারের সময় অনুমোদন দেওয়া সব আগ্নেয়াস্ত্রের লাইসেন্স স্থগিত করে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সেই সঙ্গে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ৫ আগস্ট পর্যন্ত যাঁদের লাইসেন্স দেওয়া হয়েছে, তাঁদের গত ৩ সেপ্টেম্বরের মধ্যে গোলাবারুদসহ অস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দিতে বলা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে অনেকে অস্ত্র জমা দেননি। মন্ত্রণালয়ের আরও তথ্য, যে ৭৭৮টি অস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে, সেগুলোর অধিকাংশের মালিক আওয়ামী লীগ সরকারের সংসদ সদস্য, ব্যবসায়ী ও প্রভাবশালী ব্যক্তিরা। শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে যাওয়ার পর থেকে তাঁরা পলাতক রয়েছেন। তাঁদের মধ্যে কেউ বিদেশে পালিয়েছেন, কেউ কেউ দেশেই আত্মগোপনে আছেন। তাঁদের নামে দেশের বিভিন্ন স্থানে মামলা হয়েছে। এ জন্য অনেকে অস্ত্র জমা দেননি। নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের ওপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তাঁর সহযোগীদের ১৯ জুলাই বঙ্গবন্ধু সড়কে গুলি ছোঁড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের কর্মসূচির একপর্যায়ে সরকার পদত্যাগের আন্দোলনে রূপ নেয়। ছাত্র–জনতার অভ্যুত্থানে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হয় এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যান। আন্দোলনে নিহতের ঘটনায় শেখ হাসিনা, স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমানসহ আওয়ামী লীগের নেতা–কর্মীদের নামে একাধিক মামলা হয়েছে। সরকার পতনের পর শামীম ওসমান ও তাঁর সহযোগীরা আত্মগোপনে রয়েছেন। খোঁজ নিয়ে জানা যায়, গত ১৯ জুলাই বিকেলে শহরের চাষাঢ়া বঙ্গবন্ধু সড়কে আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য শামীম ওসমানের নেতৃত্বে আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা–কর্মীরা মিছিল বের করেন। একটি উঁচু ভবনের ওপর থেকে মুঠোফোনে ২৯ সেকেন্ডের ভিডিওটি ধারণ করা। ভিডিওতে দেখা যায়, শামীম ওসমান ও তাঁর কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষাঢ়া এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কে শহরের ২ নম্বর রেলগেইট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানভীর আহমেদ (টিটু) গুলি ছোড়েন। শামীম ওসমানের আত্মীয় (অয়ন ওসমানের শ্বশুর) ফয়েজ উদ্দিন (লাভলু), তাঁর ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম (২০১৮ সালে মেয়র সেলিনা হায়াৎ আইভীর ওপর অস্ত্র উঁচিয়ে ধরে আলোচিত) প্রমুখকে দেখা যায়। তাঁরা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের ম-লপাড়া পর্যন্ত হটিয়ে দেন। খোঁজ নিয়ে জানা গেছে, ওই দিন মহড়ায় শামীম ওসমানের ভাতিজা আজমেরী ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও আবদুল করিম (বাবু) ও তাঁর ছেলে এম আর কে রিয়েন, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদ উপস্থিত ছিলেন। এদিকে ১৯ জুলাই শহরের নয়ামাটি এলাকায় চারতলার বাড়ির ছাদে খেলার সময় ৬ বছরের শিশু রিয়া গোপ মাথায় গুলিবিদ্ধ হয়। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অভিযোগ উঠেছে, শামীম ওসমান ও তাঁর সহযোগীদের গুলিতে রিয়া গোপের মৃত্যু হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জের সমন্বয়ক ফারহানা মানিক বলেন, ওই দিন (১৯ জুলাই) ওই এলাকায় কোনো পুলিশ সদস্য ছিলেন না। কার গুলিতে রিয়া গোপের মৃত্যু হলো, সেটি প্রশাসনকে খুঁজে বের করতে হবে। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান ও তাঁদের অনুসারী শাহ নিজামের নামে অস্ত্রের লাইসেন্স রয়েছে। শাহ্ নিজাম ২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার ইস্যুতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছিলেন সিটি মেয়র আইভী ও তাঁর লোকজনের ওপর। এ ব্যপারে পুলিশের উর্ধতন এক কর্মকর্তা বলেন, ‘অস্ত্রের মহড়া দিয়ে গুলি করার ভিডিওটি আমাদের নজরে এসেছে। সেখানে কারা, কী ধরনের অস্ত্র ব্যবহার করেছেন, তা খতিয়ে দেখা গেছে। লাইসেন্সকৃত বৈধ অস্ত্রের অবৈধ ব্যবহার করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ গুলিবিদ্ধ হয়ে শিশু রিয়া গোপের মৃত্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেদিন ওই এলাকা কোনো পুলিশ সদস্য ছিলেন না। কার গুলিতে রিয়া গোপের মৃত্যু হয়েছে, সেটি তদন্ত করে দেখা হচ্ছে। তবে নারায়ণগঞ্জবাসীসহ আন্তর্জাতিক গণমাধ্যম নিশ্চিত হয়েছে সেই অস্ত্রের মিছিল থেকে ছোঁড়া গুলিতে রিয়া গোপসহ ৩জন নিহত হয়। ঘটনার ৪ মাস পেরিয়ে গেলেও রহস্যজনক কারণে প্রকাশ্যে অস্ত্র নিয়ে গুলি ছোঁড়া এবং তাদের গুলিতে নিহতের ঘটনায় কোন মামলা হয়নি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩৪
  • ৬:৩০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা