আজ মঙ্গলবার | ৭ জানুয়ারি ২০২৫ | ২৩ পৌষ ১৪৩১ | ৬ রজব ১৪৪৬ | দুপুর ২:১৪

বিভিন্ন ‘অপরাধে’ জড়াচ্ছে বিএনপি!

ডান্ডিবার্তা | ০৮ ডিসেম্বর, ২০২৪ | ৮:৩২ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন হয়েছে তিন মাস পেরিয়ে গেল। গণ-অভ্যুত্থানের আগে দীর্ঘ ১৭ বছর নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। দলের শীর্ষ পর্যায় থেকে অভ্যুত্থান-পরবর্তী সময়ে নেতাকর্মীদের শান্ত থাকার নির্দেশনা দেওয়া হয়েছিল। কিন্তু সেই নির্দেশনা অনেকেই মানছেন না। সারা দেশের ন্যায় নারায়ণগঞ্জেও বিশৃঙ্খলা ও অপরাধমূলক কর্মকাÐে জড়িয়ে পড়ছেন জেলা ও উপজেলা পর্যায় থেকে শুরু করে ইউনিয়ন এবং ওয়ার্ড পর্যায়ের তৃণমূলের বহু নেতাকর্মী। যদিও এসব বিষয়ে খুবই কঠোর অবস্থানে থাকতে দেখা যাচ্ছে জেলা বিএনপির নীতি নির্ধারকদের। যখন যে নেতার বিরুদ্ধে অভিযোগ আসছে সঙ্গে-সঙ্গে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। এখন পর্যন্ত দলের নেতাদের অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির বাস্তবায়ন দেখা যাচ্ছে নারায়ণগঞ্জ বিএনপিতে। সূত্রে জানা গেছে, চাঁদাবাজি, ঘরবাড়ি ভাঙচুর ও দখল, বিতর্কিত ব্যবসায়ীদের কাছ থেকে সুযোগ-সুবিধা নেওয়ার অভিযোগে এবং দলের নীতি ও শৃঙ্খলা পরিপন্থি কর্মকাÐে জড়িত থাকার অভিযোগ উঠে আসছে আওয়ামী স্বেরাচারী সরকারের পতনের পর থেকেই। তবে, যে সকল নেতা কিংবা কর্মীদের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমান পাওয়া যাচ্ছে তাদের বিরুদ্ধে নেয়া হচ্ছে সাংগঠনিক ব্যবস্থা। ইতিমধ্যে নারায়ণগঞ্জের একাধিক নেতা কর্মীকে দলীয় পরীপন্থী বিরোধে জড়িয়ে পড়ার অভিযোগে দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং অনেককে সতর্ক করেও দেয়া হয়েছে। বিএনপি নেতারা বলছেন, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দলীয় শৃংখলা ভঙ্গের অভিযোগে দুইজনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়াও একাধিক নেতার বিরুদ্ধে দলের নীতি-আদর্শ এবং শৃঙ্খলা বিরোধী কর্মকাÐে জড়িত থাকার অভিযোগ উঠেছে। এর মধ্যে যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ এসেছে, তাদের পদ স্থগিত করা হয়েছে। আর যাদের বিরুদ্ধে অভিযোগ অপেক্ষাকৃত হালকা তাদের কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। তথ্য সূত্রে, নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কাজকর্ম করে দলের ভাবমূর্তি বিনষ্ট করার কারণে সিদ্ধিরগঞ্জ থানার ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য অকিলউদ্দিন ভূঁইয়া ও সিদ্ধিরগঞ্জ থানার ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সদস্য মো. দেলোয়ার হোসেন খোকনকে দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়। তবে বহিষ্কার হওয়া অকিল উদ্দিন ভূঁইয়া নিজেকে নাসিক ৬ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি উল্লেখ করে বলেন, বিএনপিতে বহিষ্কার করতে হলে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী বহিষ্কার করার নিয়ম। আমি জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিনের ডাকে সাড়া দিয়ে তাকে তোষামোদি না করায় যে বহিষ্কার বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তা আমাদের গঠনতন্ত্রের ধারা-৫ এর (গ) মতে অবৈধ। আমি এখনও বিএনপির বৈধ সদস্য। অপরদিকে দেলোয়ার হোসেন খোকন জানান, আমি গিয়াসউদ্দিনের লাঠিয়াল বাহিনীর সদস্য না হওয়ায় আমাকে কয়েকদিন আগে এক মিথ্যা মামলায় সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) দিয়ে গ্রেপ্তার করিয়েছিলেন তিনি। গিয়াসউদ্দিনের ইশারায় থানা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক স্বাক্ষরিত যে বহিষ্কারাদেশ দেওয়া হয়েছে তা আমাদের দলের গঠনতন্ত্র মতে বৈধ না। নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন বলেন, ‘অনিয়মের সঙ্গে জড়িতদের বিষয়ে বিএনপির অবস্থান কঠোর। অপকর্মে যুক্ত হয়ে কেউ ছাড় পাচ্ছে না, পাবে না। তিনি বলেন, ‘দলের সর্বোচ্চ পর্যায় থেকে পরিষ্কার বার্তা দেওয়া হয়েছে, যত গুরুত্বপূর্ণ নেতাই হোন না কেন, কেউ অনিয়মে জড়ালে ছাড় নেই। নাম প্রকাশে অনিচ্ছুক বিএনপির এক সদস্য বলেন, ৫ আগস্টের পর থেকে নারায়ণগঞ্জে দখল, চাঁদাবাজি কিংবা বিভিন্ন স্থানীয় ব্যবসার নিয়ন্ত্রণ নেওয়ার অভিযোগ ওঠে বিএনপির এক শ্রেণির অসাধু নেতার বিরুদ্ধে। দল তাদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। যার পরিপ্রেক্ষিতে ধীরে-ধীরে অভিযোগের মাত্রা কমে আসছে। কিন্তু এ ধরনের ঘটনায় বিএনপিকে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তিনি আরও বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে এ ধরনের অভিযোগ শূন্যের কোঠায় আনতে হবে। না হলে তার প্রভাব পড়বে ভোটে। একটি রাজনৈতিক দল, যারা একসময় বিএনপির জোটে ছিল, তারা নিজেরাও দখলের অভিযোগ এনে ভোটে নিজেদের ফায়দা হাসিল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যেন এই সুযোগ নিতে না পারে তার জন্য অভিযুক্ত নেতাকর্মীদের বিরুদ্ধে বিএনপিকে এখন থেকে আরও শক্ত অবস্থানে যেতে হবে” বলে মনে করেন বিএনপির এই নেতা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:২১
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৯
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৬
  • ১২:০৮
  • ১৫:৪৯
  • ১৭:২৯
  • ১৮:৪৮
  • ৬:৪২
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা