ডান্ডিবার্তা রিপোর্ট
রুপগঞ্জের গোলাকান্দাইলে জমি সংক্রান্ত বিরোধের জেরে রুহুল আমিন নামে একজনকে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখমের অভিযোগ উঠেছে শাহজালালগংদের বিরুদ্ধে। এ বিষয়ে ভুক্তভোগী মো.মোসলেমের ছেলে রুহুল আমিন রুপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে রুহুল আমিন উল্লেখ করেন যে,বিবাদী গোলাকান্দাইল মাহনা এলাকার বারেকের ছেলে শাহজালাল ও বাবু,আরছব আলীর ছেলে বারেক, বারেকের স্ত্রী রেহেনা এবং মেয়ে অনামিকাসহ অজ্ঞাতনামা আরও ৪/৫ জনের সহিত দীর্ঘ দিন যাবৎ জমি সংক্রান্ত বিষয় নিয়ে শত্রুতা চলিয়া আসিতেছে। এমবস্থায় বর্ণিত বিবাদীগন তাহাদের হাতে থাকা চাকু, চাপাতি, দারালো রামদা, শাবল, কোদাল দেশীয় অস্ত্র- শস্ত্রে সজ্জিত হইয়া গত শনিবার সকাল ১০টায় রূপগঞ্জ থানাধীন মাহনা সাকিনছ আমার বসত বাড়ীর জমিতে জোরপূর্বক ভাবে স্থাপনা নির্মাণ করিতেছে এমতাবস্থায় বর্ণিত বিবাদীদেরকে বাধা নিষেধ করিলে বর্ণিত বিবাদীগন আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করিতে থাকে। আমি তার প্রতিবাদ করলে বর্ণিত বিবাদীগন আমাকে এলোপাথারী কিল ঘুষি, লাথি মারিয়া শরিরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে। একপর্যায়ে বর্ণিত ১নং বিবাদী আমাকে হত্যার উদ্দেশ্যে তাহার হাতে থাকা দারালো রামদা দিয়ে আমার মাথা লক্ষ্য করিয়া কোপ মারিলে উক্ত কোপটি মাথার বামপাশে লাগিয়া গুরত্বর কাটা রক্তাক্ত জখম হয়। উক্ত সময় আমি মাটিতে লুটাইয়া পরিলে আমার মা মোকলেছা (৬৫) আমার ছোট বোন কনা আক্তার আমাকে বাচাঁনোর জন্য আগাইয়া আসিলে বর্ণিত বিবাদীগন আমার মাকে ও আমার বোনকে এলোপাথারী কিল, ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং টানা হিছড়া করিয়া শ্লীলতা হানি করে। একপর্যায়ে আমাদের ডাক চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসিলে বর্ণিত বিবাদীগন আমাদের বিভিন্ন প্রকার ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করিয়া চলিয়া যায়। পরবর্তীতে আশপাশের লোকজনের সহায়তায় রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহন শেষে বিষয়টি আমার আত্মীয় স্বজনের সহিত আলোচনা করিয়া থানায় আসিয়া অভিযোগ দায়ের করি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯