ডান্ডিবার্তা রিপোর্ট
দীর্ঘদিন ধরেই আটকে আছে নারায়ণগঞ্জ জেলা বিএনপির কমিটি। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকনকে দিয়ে জেলা বিএনপি পরিচালিত হচ্ছে। জাতীয় নির্বাচনের আগে বিভিন্ন গুরুত্বপূর্ণ সময়ে বড় বড় কর্মসূচি পালনসহ ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দুজনই সাহসী ভূমিকা রেখেছেন। তবে তাদের ভাষ্য, পূর্ণাঙ্গ কমিটি গঠন হলে দলের মধ্যে নেতৃত্বের প্রতিযোগিতা শুরু হবে সেই সঙ্গে দলের প্রতি দায়বদ্ধতা বাড়বে নেতাকর্মীদের। তাই এই মুহূর্তে পূর্ণাঙ্গ কমিটির কোনো বিকল্প উপায় দেখছে না নেতাকর্মীরা। এর আগে গত বছরের ১৭ জুন সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীদের আশা ছিল সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কিছুদিনের মধ্যেই হয়তো জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ পাবে। পাশাপাশি জেলা বিএনপি থেকে বারবার বলা হয়ে আসছিল খুব শিগগিরই জেলা বিএনপির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ পাবে। কিন্তু তা আর হয় নি। তবে গত কিছুদিন ধরেই জেলা বিএনপির একাধিক সূত্রে জানা গেছে, জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করবে কেন্দ্র। তাই এ নিয়ে নেতাকর্মীদের আগ্রহের শেষ নেই। জেলা বিএনপির কোন পদে কাদের নাম আসবে এ নিয়েই চলছে নানা আলোচনা। এর আগে জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পদে আলোচনায় রয়েছেন জেলা বিএনপির বিভিন্ন ইউনিটের সভাপতির দায়িত্ব পালন করা নেতারা। এছাড়া জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হিসেবে জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন শিকদার এগিয়ে রয়েছেন। এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে আরও আলোচনায় রয়েছেন স্বেচ্ছাসেবকদল নেতা সায়েম। পাশাপাশি যুগ্ম সম্পাদক পদে আলোচনায় রয়েছেন বিভিন্ন ইউনিটের সাধারণ সম্পাদকের দায়িত্বে থাকা নেতৃবৃন্দ। সিনিয়র যুগ্ম সম্পাদক পদে জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক মাসুকুল ইসলাম রাজিবের নাম উচ্চারিত হচ্ছে। তাছাড়া জেলা বিএনপির সহ-সভাপতি পদে সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ হোসেন এবং জেলা বিএনপির সাবেক যুগ্ম আহŸায়ক লুৎফর রহমান খোকার নাম শোনা যাচ্ছে। অন্যদিকে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ এবং জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহŸায়ক মনিরুল ইসলাম রবিকে সদস্যপদে রাখার কথা জানা গেছে। এছাড়া নারায়ণগঞ্জে থাকা নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু, আজহারুল ইসলাম মান্নান, কাজী মনিরুজ্জামান মনির, সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ তারাও সদস্যপদে থাকবেন। তবে কেন্দ্র থেকে চূড়ান্ত কমিটি ঘোষণা করা না পর্যন্ত কে কোন পদে থাকবেন তা নিশ্চিত বলা যাচ্ছে না। তৃণমূলদের প্রত্যাশা, কোনো স্বজনপ্রীতি করে নয় যাচাই বাছাইয়ের মাধ্যমে যোগ্য নেতাদের এই কমিটিতে জায়গা দেওয়া হবে। তাহলে জেলা বিএনপির কমিটি আগের তুলনায় আরও সুসংগঠিত এবং শক্তিশালী হবে। পাশাপাশি এই কমিটি আগামী কর্মসূচিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন রাখতে পারবে। এর আগে গত ১২ মে দুদকের মামলায় মুহাম্মদ গিয়াস উদ্দিন কারাগারে গেলে তার অবর্তমানে জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন একাই জেলা বিএনপির দায়িত্ব পালন করে আসেন। পূর্ণাঙ্গ কমিটি না থাকায় একা দায়িত্ব পালন করতে গিয়ে হিমশিম অবস্থায় পড়তে হয় তাকে। তবে এক মাস পরই গিয়াস জামিনে বেরিয়ে এলে জেলা বিএনপি আবারও আগের রূপ ফিরে পেয়েছে। তার জামিনের পর কয়েকটি কর্মসূচি সফলভাবে পালন করেছে জেলা বিএনপি। অন্যদিকে গিয়াসের কারাবরণ এবং খোকনের সাহসী নেতৃত্বে কারণে তাদের প্রতি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আস্থা আরও বৃদ্ধি পেয়েছে। গত কয়েকমাস আগেই জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানো হয়েছে। এখন শুধু অনুমোদন পাওয়া বাকি। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে থেকেই অনেকটা নিষ্ক্রিয় হয়ে পড়ে রয়েছে জেলা বিএনপির দলীয় কার্যক্রম। নেতাকর্মীদের ভাষ্য, যদি নির্বাচনের আগেই জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হতো তাহলে জেলা বিএনপির কার্যক্রম গতিশীল থাকতো। পাশাপাশি দলের নেতাকর্মীদের মধ্যে দায়িত্ববোধ কাজ করতো।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯