ডান্ডিবার্তা রিপোর্ট
রূপগঞ্জে সন্ত্রাসী হামলায় আহত সাংবাদিককে দেখতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও বিজিএমই এর সমন্বয়ক কমিটির সভাপতি কাজী মনিরুজ্জামান মনির বলেন, বিএনপিতে কোন সন্ত্রাসীর ঠাঁই নাই। বিএনপি সব সময় শান্তিতে বিশ^াসী। গতকাল রবিবার বিকালে রূপগঞ্জে সাওঘাট এলাকায় নয়া দিগন্ত পত্রিকার সাংবাদিক মীর শফিকুল ইসলামকে তার বাড়িতে দেখতে গিয়ে কাজী মনিরুজ্জামান আরও বলেন যেকোন অরাজকতা কঠোর হাতে দমন করা হবে। ৫ আগষ্ট ছাত্রজনতা শান্তির জন্য এ দেশকে স্বাধীন করেছে। সে শান্তি আমরা নস্যাৎ করতে দিব না। সাংবাদিক নির্যাতনের কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। এ সময় উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও ভুলতা জেনারেল হাসপাতালের ব্যবস্থাপণা পরিচালক মাহবুবুর রহমান, নারায়নগঞ্জ জেলা বিএনপির সহ সভাপতি নাসির উদ্দিন, নারায়নগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মিয়া, জেলা কৃষকদলের সভাপতি ডাক্তার শাহিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক রাসেল, বিএনপি নেতা শফিউদ্দিন শফি, আমজাদ হোসেন, হাবিবুর রহমান হাবি, আবুল কালাম মিল্কি ছাত্রদল নেতা জাহিদুল বাবু, মন্জুর হোসেন, ফরহাদ মিয়া প্রমুখ। এসময় সংক্ষিপ্ত এক প্রতিবাদ সভা হয়। এ সভায় কাজী মনির বলেন, গণমাধ্যম কর্মীদের উপর আঘাত পুরু জাতির উপর আঘাত। এ ঘটনায় যারা জড়িত তাদের শাস্তির দাবী জানান তিনি।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯