ডান্ডিবার্তা রিপোর্ট
বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে দেশ ছেড়ে পালিয়েছে আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দ। ছাত্র আন্দোলনে পরাস্ত হয়ে আওয়ামীলীগ সভানেত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর থেকে নারায়ণগঞ্জে গা ঢাকা দিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। জানা গেছে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দলীয় সভানেত্রী শেখা হাসিনা পালিয়ে যাওয়ার সংবাদের পর পরই নারায়ণগঞ্জ আওয়ামীলীগের প্রভাবশালী নেতৃবৃন্দরা একের পর এক পালিয়ে যাচ্ছে। যে সকল আওয়ামীলীগের নেতৃবৃন্দ নারায়নগঞ্জে রয়েছেন তাদের অনেককেই নাজেহাল হচ্ছেন বিক্ষোভকারীদের কাছে। নারায়ণগঞ্জের ৫ টি আসনের সাংসদই নিরাপদস্থানে আত্মগোপনে রয়েছেন। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি আঃ হাই এবং সাধারন সম্পাদক আবু হাসনাত শহীদ বাদলের হদিস এখনো পাওয়া যায়নি। তবে, ধারনা করা হচ্ছে, তারাও নিরাপদ স্থানে আত্মগোপনে রয়েছেন। আওয়ামীলীগের দলীয় প্রধান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ছেড়ে পালানো এবং জেলার শীর্ষ নেতাদের আত্মগোপনে চলে যাওয়ায় মাঠ পর্যায়ে নেতা-কর্মীদের মনোবল ভেঙে গেছে। অনেকেই বলছেন দলের প্রধান হাসিনা এভাবে পালিয়ে তাদের বিপদে ফেলবে তা তারা বুঝতে পারেনি।এদিকে পুলিশ মাঠে না থাকায় বৈষম্য বিরোধী আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরে যানবাহনে শৃঙ্খলা ফেরাতে এবং সহিংসতা রোধে ভূমিকা রাখতে দেখা গেছে। পাশাপাশি বিএনপি-জামায়ত সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতা কর্মীরা থানা, বাসাবাড়ি, মন্দির, ক্যাং ও বিভিন্ন ব্যসা প্রতিষ্ঠান পাহারা দিতে দেকা গেছে।সম্প্রতি, জেলা প্রশাসন সর্বদলীয় বৈঠক ডেকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা কামনা করেছেন। অপরদিকে, সকল ধরনের হিংসাত্বকমূলক কর্মকান্ড থেকে সকল নেতাকর্মীকে বিরত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোহাম্মদ গিয়াসউদ্দিন। দলীয় শৃংঙ্খলা ভঙ্গ করে বিএনপির কোন নেতাকর্মী অরাজকতা করার চেষ্টা করলে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি হুশিয়ারী উচ্চারণ করেন। অপরদিকে, দলের দুঃসময়ে দলের সিনিয়র নেতাদের দায়িত্বহীনতার কারনে মনোবল ভেঙ্গে গেছে আওয়ামীলীগের কর্মী সমর্থকদের।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯