আজ বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | ৯ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ১০:৫৩

না’গঞ্জে সড়ক-ফুটপাত এখন চলাচলে অযোগ্য যানজট নিরসনে যৌথবাহিনীর অভিযান

ডান্ডিবার্তা | ১০ ডিসেম্বর, ২০২৪ | ১০:০৬ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের সড়ক যানজট মুক্ত ও ফুটপাত দখলমুক্ত করার চেষ্টা চলছে বহু বছর ধরেই। জনগণ, প্রশাসন, এমনকি দুই মরেুর রাজনীতিবিদদের একই টেবিলে বসিয়েও সেই যাদুতে সমাধান হয়নি এই ভোগান্তির। গত রবিবার সন্ধ্যায় ও গতকাল সোমবার চাষাড়ায় যানজট নিরসনে যৌথবাহিনী অভিযান পরিচালনা করেছে। রবিবার সন্ধায় নির্বাহী ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেনের নেতৃত্ব যৌথভাবে হকার ও অবৈধ পার্কিং উচ্ছেদে সতর্কতামূলক অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন। এ অভিযানে নগরীর শহীদ মিনারসহ চাষাড়া এলাকার আশেপাশের বিভিন্ন পেশাজীবির শতাধিক স্থাপনাকে সতর্ক করে বলা হয়, আগামীকাল থেকে যদি তারা অবৈধভাবে হকার বসিয়ে জনগণের ভোগান্তির সৃষ্টি করে তবে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে এবং কঠোরভাবে হকার উচ্ছেদ করা হবে। এসময় ভাসমান ফল বিক্রেতারা পূনর্বাসন নিশ্চিত না করেই হকার উচ্ছেদ না করার অনুরোধ করলে ম্যাজিস্ট্রেট মোনাববর হোসেন হকার প্রতিনিধিদের সাথে বসে এর সমাধান করবেন বলে আশ্বাস দেন। তবে বর্মমান অন্তর্বতিকালীন সরকারের কর্মকর্তারা নগরীর সড়ক ও ফুটপাত অবমুক্ত করতে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন তারা। তবে এই ভোগান্তির সমাধান কবে হবে কিনা এ নিয়ে সংশয় রয়েছে। সরেজমিনে দেখা যায় এখনো নগরীর ব্যস্ত সড়কগুলোর মাঝেই বাস থামিয়ে তোলা হচ্ছে যাত্রি, ফুটপাতে পার্কিং স্পট বানিয়ে রাখা হয়েছে মটোরসাইকেল, হকারাও বানিয়েছে তাদের ব্যবসায়িক জোন, প্রধান সড়কের প্রায় অর্ধেক গিলে রেখেছে ফলের দোকান ও বিভিন্ন যানবাহন পার্কিং, সাথে আছে অবৈধ অটো-সিএনজির অসংখ্য স্ট্যান্ড, যেখানে সেখানে গড়ে উঠেছে ময়লার স্তুপ। এগুলো ছাড়াও কিছুদিন পর পর গ্যাস-বিদ্যুতের লাইনে কাজের নামে রাস্তা কাটাও যেন নিত্যদিনের চিত্র। এতে নগরীর প্রায় অধিকাংশ সড়ক-ফুটপাতে চলাফেরা করতে ভোগান্তি পোহাতে হচ্ছে জনসাধারণকে। ৫ আগস্টের পর শহরে হকার তিন গুণ বেড়েছে। এভাবেই যদি চলতে থাকে তাহলে একসময় শহরটি বসবাসের অযোগ্য হয়ে পড়বে। সিটি কর্পোরেশন ও তার অদম্য গতি নিয়ে কাজ করতে পারছে না, আগে কাউন্সিলর ছিল তারাও কিছু দায়িত্ব নিয়ে কাজ করতো। এখন সেটাও হচ্ছে না। নির্বাচন আসলে এই মুহূর্তেই হওয়া দরকার। যেমন নারায়ণগঞ্জ থেকে ঢাকা লিংক রোডটা করা হলো। দেখা যায় সাইনবোর্ড থেকে চানমারী পর্যন্ত আসতে লাগে ২০ মিনিট কিন্তু চানমারি থেকে চাষাঢ়া আসতে লাগে এক ঘন্টা। তাহলে এত টাকা দিয়ে লিংক রোড সংস্কারের কাজ তো লাভ হলো না। রাস্তার মাঝখানেই একটা মসজিদ পড়ে গেছে। সেটা সরানো যাচ্ছে না এবং চাষাড়ার মাঝখানে কাজ করাও যাচ্ছে না। এই নগরীর এই সমস্যাগুলো দেখার আসলে কেউ নেই। মহানগর বিএনপির সদস্য সচিব এড. আবু আল ইউসুফ খান টিপু বলেন, এই নগরকে পরিকল্পনাহীন ভাবে সাজানো হয়েছে। বিগত সরকোরের এমপি-মন্ত্রী-মেয়র কেউ সমস্যা সমাধানে কাজ করেনি। তারা নিজেদের উন্নয়নে, লোটপাট, জালিয়াতি কিভাবে করা যায় সেটা নিয়ে কাজ করেছে। শহরের প্রধান সড়কে সামান্য বৃষ্টি হলেই কেন পানি জমবে। কিছু দিন আগেই কালির বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শেখ হাসিনার সরকার শুধু নারায়ণগঞ্জ না সারা দেশটাকেই বিগত ১৭ বছরে জঞ্জাল বানিয়ে দিয়ে গেছে। জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি হাফিজুল ইসলাম বলেন, যানজটের জন্য দায়ী কে সেটা বলার অপেক্ষা রাখে না। যানজট সমাধানের নামে সিটি কর্পোরেশন শুধু অটোরিকশা চালকদের ধরছে। কিন্তু চাষাড়া থেকে মন্ডলপাড়া পর্যন্ত সমস্ত ফুটপাতে মোটরসাইকেল দখল করে রেখেছে। এই যে রাস্তার পাশে প্রাইভেট কার এবং শহরকে মোটরসাইকেল পার্ট করা আছে এদেরকে আমরা কিছু বলছি না ট্রাফিক পুলিশ ও কিছু বলছে না। নগরীর প্রতিটা পয়েন্ট এখন এক একটা স্ট্যান্ড হয়ে দাঁড়িয়েছে। মুন্সিগঞ্জের লোকেদের নারায়ণগঞ্জ একটা পয়েন্ট হয়ে গেছে। তারা এখান দিয়েই যাতায়াত করছে। সিটি কর্পোরেশন যানজট নিরসনের নামে অটোরিকশা চালকদের ধরে ৩ হাজার টাকা করে রাখছে। এই অর্থদ-টাও এক ধরনের চাঁদাবাজির রূপ নিচ্ছে। কয়েকমাস ধরে পাইপ লাইন নামে চাষাড়ার রাস্তার বেহাল দশা করে রেখেছে। জাতীয় নাগরিক কমিটির ফতুল্লা থানা প্রতিনিধি আব্দুর রহমান গাফফারি বলেন, গনঅভ্যুত্থান পরবর্তীতে সময়ে আশঙ্কাজনকভাবে রাস্তা ও ফুটপাতে হকার বসা শুরু করছে ও অবৈধ অটো স্ট্যান্ড বসেছে। এতে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে এবং স্বাভাবিক জনযাত্রায় বিরুপ প্রভাব পড়ছে। প্রশাসনের হকারমুক্ত করার এই উদ্যোগকে স্বাগত জানাই এবং আগামীকাল থেকে প্রশাসনের সহযোগিতায় আমাদের একটি প্রতিনিধি দল চাষাড়ার আশেপাশে মনিটরিংয়ে থাকতে চাই এবং সচেতনতাবৃদ্ধি মূলক কার্যক্রম পরিচালনা করতে চাই। জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেন, আমরা তো সমস্যাগুলো পরিলক্ষিত করছি। তবে এই সমস্যাগুলো সমাধান করার দায়িত্বটা সিটি কর্পোরেশনের। সিটি কর্পোরেশনের ইতিমধ্যে একে একে করে সবকিছু নিয়ে কাজ করছে। কিছুদিন আগেও তারা যানজট বিষয় কাজ করছে সেখানে আমরা ফোর্স দিয়েছি। এটা মানতে হবে যে নারায়ণগঞ্জে মানুষের তুলনায় রাস্তা সংখ্যা খুবই কম। আমরা রিকোয়েস্ট করছি রাস্তার বিষয়টা দেখার জন্য। নতুন নতুন রাস্তার কিছু কিছু প্ল্যান নিয়েছে। আশা করছি এই বিষয়গুলোর সমাধান হয়ে যাবে। সিটি করপোরেশনের প্রশাসক এ এইচ এম কামরুজ্জামান বলেন, সব সমস্যাগুলো তো একসাথে কাজ করা সম্ভব না। তবে প্রতিটা বিষয় আমরা গুরুত্ব সহকারে দেখেই কাজ করছি। ইতিমধ্যে আপনারা দেখেছেন যানজট বিশাল অভিযান পরিচালনা করেছি। আগামীতেও এমন ভাবেই কার করবো। তবে পরিবর্তিত এই সময় আমাদের কাজ করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে। আমরা আমাদের মতো সকল বিভাগকে নিয়েই কাজ চালিয়ে যাচ্ছি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩৪
  • ৬:৩০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা