আজ বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | ৯ জমাদিউস সানি ১৪৪৬ | দুপুর ১:৫৫

আ’লীগের জার্সি পাল্টিয়ে বিএনপিতে অনুপ্রবেশের চেষ্টা

ডান্ডিবার্তা | ১০ ডিসেম্বর, ২০২৪ | ১০:১৪ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা মটরর্স ওয়ার্কস মেকানিক্স ইউনিয়ন ( রেজিঃ নং ৪৬৬৬) এর সভাপতি আব্দুর রব, সাধারন সম্পাদক মোঃ খলিল ও সহ সভাপতি মোঃ রিপন দীর্ঘ ১০ বছরেরও বেশী সময় সংগঠনের ১১ শ, সদস্যের কাছ থেকে আদায়কৃত কোটি কোটি টাকা আত্মসাত করে নিজেদের ভাগ্যের পরিবর্তন করেছেন কিন্তু সংগঠনের সাধারণ সদস্যদের ভাগ্যের কোনো উন্নতি করেননি। সংগঠনের টাকা দিয়ে ওই তিন নেতা আওয়ামীলীগের প্রভাব বিস্তার করে সদস্যদের কোনঠাসা করে বছরের পর বছর চাঁদা নিয়েছেন ওই টাকা দিয়ে তারা একাধিক বাড়ি গাড়ি ও অঢেল সম্পদের মালিক হয়েছেন। তারা স্থানীয়া আওয়ামী লীগের রাজনীতি সাথে জড়িয়ে আর্থিকভাবে সুবিধা নিয়েছেন দীর্ঘদিন ধরে। সব সময় তারা অওয়ামীলীগের চামচামি করেছে। আওয়ামীলীগ সরকারের পতনের পর সংগঠনের সভাপতি আব্দুর রব সাধারন সম্পাদক খলিল সহসভাপতি মোঃ রিপন রাতারাতি আওয়ামীলীগের জার্সি পাল্টে বিএনপি নেতাদের সাথে যোগাযোগ করে বিএনপিতে অনুপ্রবেশ করার চেষ্টায় লিপ্ত রয়েছেন। সংগঠনের পদ পদবি বহাল রাখতে বিএনপির খাতায় নাম লেখাতে মরিয়া হয়ে উঠেছেন আওয়ামীলীগের ওই তিন নেতা।এই তিন নেতা নারায়ণগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য আওয়ামীলীগ নেতা একেএম শামীম ওসমানের ঘনিষ্ঠ সহচর এবং নাসিক ১নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর যুবলীগ নেতা ওমর ফারুকের অত্যন্ত ঘনিষ্ঠ। সংগঠনের সদস্যদের নিয়ে শামীম ওসমানের মিছিল মিটিং, সভা সমাবেশে যেতেন আব্দুর রব, খলিল ও রিপন। নিয়েছেন অর্থিক সুবিধাও। সংগঠনের প্রতি সদস্য প্রতি মাসে ১০০ টাকা করে চাঁদা দিয়েছেন। সদস্যদের কল্যানের জন্য এই চাঁদা আদায় করলেও সদস্যদের কোন কল্যানেই আদায়কৃত টাকা থেকে কখনোই ব্যয় করা হয়নি বলে সদস্যরা অভিযোগে জানায়। অধিকাংশ সদস্য আর্থিকভাবে চরম দুর্দিন অতিবাহিত করলেও সংগঠনের ওই তিন নেতা তাদের খোঁজ খবর কখনোই নেয়নি বলে গুরুতর অভিযোগ রয়েছে। অভিযোগে জানাগেছে, সভাপতি আব্দুর রবের মিজমিজিতে ২ টি বাড়ী, কেরানীগঞ্জে ১টি ও মৌচাকে একটি মার্কেট করেছেন। এছাড়া তার ডাচবাংলা ব্যাংক সংলগ্ন ব্যাটারী ও চাকার দোকান করেছেন। দোকানে ২ কোটি টাকার অধিক মালামাল রয়েছে। সাধারন সম্পাদক খলিলের মিজমিজ তেরা মার্কেটে বাড়ী এবং ডাচবাংলা ব্যাংক সংলগ্ন ২ টি দোকান রয়েছে , দোকানে কমপক্ষে আড়াই কোটি টাকার মালামাল রয়েছে। সহসভাপতি রিপনের বন্দরের লাঙ্গলবন্দে ও শিমরাইলে ৩ টি বাড়ী ও ২ টি কাভার্ডভ্যান রয়েছে। সংগঠনের টাকাসহ বিভিন্ন উৎস থেকে আসা টাকা মেরে তারা আাজ নব্য কোটিপতি হয়েছে বলে সদস্যদের অভিযোগ। এছাড়া বিভিন্ন মবিল কোম্পানী, ও গাড়ি ইমপোর্টারদের কাছ থেকে বিভিন্ন সময়ে আর্তিক সুবিধা পেয়েছেন সংগঠন যা কখনোই সদস্যদের মাঝে দেওয়া হয়নি সবই তারা আত্মসাত করেছেন বলে সদস্যরা অভিযোগ করেন। খোঁজ নিয়ে জানাগেছে এই আব্দুরর রব শিমরাইলের আক্কাস আলীর ঝুঁপড়ির ঘর ভাড়া নিয়ে দোকান করতো এক সময়। তখন তার দোকানে ৫ হাজার টাকারও মাল ছিলনা আজ সে কোটি কোটি টাকার বাড়ী গাড়ির মালিক। রিপন নাসিক ৩ নং ওয়ার্ডের বাসিন্দা জব্বার মিস্ত্রীর দোকানের কর্মচারী ছিল, সাধারন সম্পাদক খলিল মনিরের ডায়নামার দোকানের কর্মচারী ছিল। আজ সবাই কোটি কোটি টাকার মালিক ও অঢেল সহায় সম্পদের মালিক হয়েছেন। সদস্যরা তাদের নাম প্রকাশ না করার শর্তে বলেন, গত সংসদস নির্বাচনে আব্দুর রব বাতানপাড়াকেন্দ্রে একেএম শামীম ওসমানের নৌকা মার্কার এজন্ট ছিলেন, খলিল ছিলেন হাজী শামসুদ্দিন স্কুলে নৌকা মার্কার এজেন্ট এবং রিপন শিমরাইলের প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা মার্কার এজেন্ট ছিলেন। সদস্যরা অভিযোগ করেন আওয়ামীলীগ করে এই তিন নেতা এখন নিজেদের পিঠ বাঁচাতে এবং অর্জিত সম্পদ রক্ষার্থে আওয়ামীলীগের জার্সি পরিবর্তন করে বিএনপিতে প্রবেশ করার চেষ্টা করছে। আওয়ামী পরিবার কেন্দ্রিক আব্দুর রব, খলিল ও রিপন যাতে বিএনপিতে প্রবেশ করতে না পারে সে জন্য বিএনপির নেতৃবৃন্দের কাছে জোরালো আবেদন জানিয়েছেন সংগঠনের সাধারন সদস্যরা। এরা বিএনপিতে প্রবেশ করে তথ্য পাচারসহ নিজেদের ভাগ্যের উন্নয়ন ও অবৈধভাবে অর্জিত কোটি কোটি টাকা ও অঢেল সম্পদ রক্ষা করতেই এই মহা পরিকল্পনা এঁেটছে বলে তারা মনে করেন। আওয়ামীলীগের এই সকল বিতর্কিতদের বিএনপিতে সুযোগ দিলে এরা স্থানীয়ভাবে বিএনপির জন্য গলার কাঁটা হয়ে দাঁড়াবে বলে মনে করেন স্থানীয়রা।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩৪
  • ৬:৩০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা