ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জে জেলা আওয়ামী লীগ ও বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। উভয় দলের মধ্যে রয়েছে গ্রুপ, উপগ্রুপ, নেতায় নেতায় কোন্দাল-দ্বন্দ্ব আর বিভাজন। ৫ আগস্ট আগে জেলা আওয়ামীলীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় ও মহানগর আওয়ামী লীগ কমিটি বিভাজনে কারণে শক্ত অবস্থানে দেখা যায়নি ছাত্র-জনতা আন্দোলনের বিরুদ্ধে। অন্যদিকে ছাত্র-জনতাকে নিয়ে সরকার পতনে রাজপথে তৎপর ছিলেন জেলা বিএনপি। ক্ষমতা থাকাকালে আওয়ামী লীগ নেতাকর্মীরা বলেছেন, আওয়ামী লীগ আন্দোলন করতে জানে। সুতরাং আন্দোলনের ভয় দেখিয়ে আওয়ামী লীগকে কুপোকাত করতে পারবে না বিএনপি। কারণ, নারায়ণগঞ্জে আওয়ামী লীগ অনেক শক্তিশালী। ইতোমধ্যে সরকার পতনের মাধ্যমে প্রভাবশালী নেতারা দেশ থেকে পালিয়েছেন। ২০০৩ সালে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের আহবায়ক কমিটি গঠন করা হলেও ৯ বছরে পূর্ণাঙ্গ কমিটি হয়নি। এর মধ্যে ২০১১ সালে ৩০ অক্টোবর নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের পরদিন জেলা আওয়ামী লীগের আহবায়ক পদ থেকে পদত্যাগ করেন সাবেক এমপি এস এম আকরাম। নারায়ণগঞ্জ আওয়ামী লীগ এখন মূলত দুটি ভাগে বিভক্ত। এক গ্রুপে রয়েছেন সাবেক এমপি শামীম ওসমান আর অন্য গ্রুপে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও শহর আওয়ামী লীগের সহসভাপতি ডা. সেলিনা হায়াত আইভী। এর পাশাপাশি উপজেলাগুলোতে সাবেক মন্ত্রী ও সাবেক হুইপ সভাপতি ও সাবেক এমপি সাধারণ সম্পাদক হয়ে আছেন। ২০২২ সালের ২৫ অক্টোবর সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুর হাই ও সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদলকে বহাল রেখে আংশিক কমিটি ঘোষণা করা হয়। তাদের নেতৃত্বে বিভাজন আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটির মুখ দেখতে পারেনি এখনো। এর কারণে জুলাই মাসে সরকার পতন আন্দোলনে রাজপথে দেখা যায়নি জেলা আওয়ামী লীগকে। সভাপতি আব্দুর হাই’য়ের নেতৃত্বে রাজপথ দেখা গেলেও সাধারণ সম্পাদক ভিপি বাদলকে দেখা যায়নি। অন্যদিকে সাবেক সিনিয়র সহ-সভাপতি সেলিনা হায়াৎ আইভীকে বহাল না রাখায় যায়নি। বরং ১৮ জুলাই সিটি কর্পোরেশন ভবন, ভাস্কর্য মাঠ ও পাঠাগার ভাঙচুরে ক্ষোভ প্রকাশ করে ছিলেন তার নিজ দলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের পূর্ণাঙ্গ কমিটি না থাকায় জেলা ও উপজেলা রাজনীতিতে বিরোধীতা ছিলো। আইভী ও শামীম ওসমানের পক্ষে বিপক্ষে রাজনীতিতে তিক্ত বিরক্ত হয়ে পড়ে ছিলো তৃণমূল নেতা-কর্মীরা। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আইভী ছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সাবেক পদধারী নেতারা পালিয়ে গেছেন। বিএনপির নারায়ণগঞ্জ জেলা কমিটির সম্মেলন হয়, ২০০৯ সালের ২৫ নভেম্বর। ওইদিন সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক এবং পরে আরও ৩ জনকে জেলা কমিটিতে অন্তর্ভুক্ত করা হলেও প্রায় আড়াই বছরেও পূর্ণাঙ্গ কমিটি হয়নি। জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকারের সঙ্গে অন্য নেতাদের তীব্র বিরোধের কারণেই বাড়ছে কোন্দল, গ্রুপিং ও বিভাজন। ২০২১ সালের ১ জানুয়ারি বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা তৈমুর আলম খন্দকারকে জেলা বিএনপির আহবায়ক এবং মামুন মাহমুদকে সদস্যসচিব করে ৪১ সদস্যবিশিষ্ট জেলা বিএনপির আহবায়ক কমিটি গঠন করা হয়। চলতি বছর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে স্বতন্ত্র প্রার্থী হিসেবে অংশ নেন তৈমুর আলম খন্দকার। এর জেরে তাঁকে জেলা বিএনপির আহবায়ক পদ থেকে অব্যাহতি দিয়ে ভারপ্রাপ্ত আহবায়কের দায়িত্ব দেওয়া হয় প্রথম যুগ্ম আহবায়ক মনিরুল ইসলামকে। এর পর থেকে মনিরুল ভারপ্রাপ্ত আহবায়ক ও মামুন মাহমুদ সদস্যসচিব হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। ২০২২ সালের ২৫ অক্টোবর নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগ সম্মেলনের মাধ্যমে আংশিক কমিটির কয়েকদিনের মাথায় ১০ নভেম্বর জেলা বিএনপির আংশিক আহবায়ক কমিটি ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ৯ সদস্যের এ কমিটিতে আহবায়ক করা হয়েছে কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ফতুল্লা-সিদ্ধিরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিনকে। সদস্য সচিব হয়েছেন জেলা যুবদলের সাবেক আহবায়ক গোলাম ফারুক। প্রথম যুগ্ম আহবায়ক করা হয়েছে আগের কমিটির সদস্য সচিব মামুন মাহমুদকে, আগের কমিটির ভারপ্রাপ্ত আহবায়ক মনিরুল ইসলামকে করা হয়েছে যুগ্ম আহবায়ক। এই পদে অন্যরা হলেন শহীদুল ইসলাম, খন্দকার মাসুকুল ইসলাম, লুৎফর রহমান, মোশারফ হোসেন ও জুয়েল আহমেদ। আহবায়ক কমিটির ৭ মাস পর ২০২৩ সালের ১৮ জানুয়ারিতে সম্মেলনের মাধ্যমে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হয়েছেন সাবেক এমপি মো. গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন। সিদ্ধিরগঞ্জের গিয়াস উদ্দিন মডেল স্কুলে এই সম্মেলনে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান। এখন পর্যন্ত আংশিক কমিটির মাধ্যমে জেলা বিএনপি পরিচালিত হলেও পূর্ণাঙ্গ কমিটি আলোচনা দ্বন্দ্ব কোন্দলে ছড়িয়ে পড়েছে নেতা-কর্মীদের মধ্যে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯