ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বর্তমান কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ তুলেছেন সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি। তিনি বলেন, “সমস্ত জায়গায় আগের মতো সেই হরিলুট, লুটপাট দেখতে পাচ্ছি। সিটি কর্পোরেশনে হরিলুট চলছে। নারায়ণগঞ্জের এই সিটি করপোরেশনের সিইও থেকে শুরু করে ইঞ্জিনিয়ারসহ বিভিন্ন কর্মকর্তারা আযান দিয়ে লুটপাট করছে।” “এই পরিবর্তনের জন্য মানুষ রক্ত দিয়েছে?”, প্রশ্ন রাখেন এ সাংস্কৃতিক ব্যক্তিত্ব। গত রবিবার সন্ধ্যায় ত্বকী হত্যার ১৪১ মাস উপলক্ষে আয়োজিত আলোক প্রজ্বালন কর্মসূচিতে তিনি এ সব কথা বলেন। রফিউর রাব্বি বলেন, “অরাজক পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য আমরা মাঠে ছিলাম। আজকে নারায়ণগঞ্জে অরাজক পরিস্থিতির কি পরিবর্তন হয়েছে? ফুটপাত দখল করে যে হকাররা ছিল, তারা এখন রাস্তার মাঝখানে পর্যন্ত চলে এসেছে। রাস্তায় পর্যন্ত হাঁটা যায় না। বিষয়টা কি এতই অনিয়ন্ত্রিত, সমাধান অযোগ্য?” পুলিশ-প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, “আমরাতো দুর্গাপূজার সময় দেখেছি, সপ্তমী থেকে শুরু করে দশমী পর্যন্ত, পাঁচ-ছয়দিন আপনারা ঠিকই সড়ক যানজটমুক্ত রেখেছেন। এখন কেনো রাখছেন না? আপনারা কি মনে করেছেন, এই যে দুই হাজার মানুষ রক্ত দিলো, পাঁচ শতাধিক ছাত্র-যুবক চিরতরে অন্ধ হলো, সতেরো হাজার পঙ্গু হয়েছে, আপনাদের এই লুটপাট করার সুযোগ করার জন্য?” “ওসমান বাহিনী বিতাড়িত হয়েছে, আবারও কোনো বাহিনী গজিয়ে উঠতে দেয়া যাবে না”, বলেও মন্তব্য করেন তিনি। রাব্বি বলেন, “ওসমান বাহিনী চলে যাবে, আর আপনারা নতুন করে গজিয়ে উঠবেন? আমরা তা হতে দেবো না। এর পরিবর্তন চাই।”
এ সময় তিনি ত্বকী, সাগর-রুনি, চঞ্চল, আশিক, ভুলুসহ সকল হত্যাকা-ের বিচার দাবি করেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯