ডান্ডিবার্তা রিপোর্ট
হাইব্রিড নেতাকর্মীদের দলে জায়গা না দিতে কঠোর নির্দেশনা দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সে অনুযায়ী, অনুপ্রবেশকারী হাইব্রিড নেতাকর্মী ঠেকাতে ওয়ার্ড থেকে কেন্দ্রীয় পর্যায়ে বিএনপির কমিটি গঠনে নেওয়া হচ্ছে বাড়তি সতর্কতা। কিন্তু তারপরও হাইব্রিড অনুপ্রেবশকারীদের ঠেকানো যাচ্ছে না। প্রতিদিনই ওয়ার্ড থেকে কেন্দ্র পর্যন্ত বিভিন্নস্তরে বিএনপিতে আবির্ভাব ঘটছে হাইব্রিড নেতাদের। বিগত দিনে ব্যবসা-বাণিজ্য করেছেন, তাল মিলিয়ে চলেছেন আওয়ামী লীগ সরকারের সঙ্গে। তারাই এখন বনে গেছেন বিএনপির দাপুটে হর্তাকর্তা। এদের এমনই একজন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান মৃর্ধা। আকতারের বিরুদ্ধে নাসিক ৬নং ওয়ার্ডে মুনলাইট পূর্ব এলাকায় মাদক সম্রাট নাহিদ বাহিনীকে শেল্টার দিয়ে বেপরোয়া চাঁদাবাজি ও মাদক ব্যবসার সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ রয়েছে। এলাকাবাসী সূত্রে জানা যায়, একসময় প্রয়াত আদমজী (সিবিএ) শ্রমিক নেতা হিসেবে পরিচিত আওয়ামীলীগের রেহান উদ্দিন রেহানের অফিস পিয়ন অর্থাৎ চা বানানো ও রুম ধোঁয়া মোছার কাজ দিয়ে কর্মজীবন শুরু করেন আক্তারুজ্জামান মৃধা। রেহান উদ্দিনের মৃত্যুর সিদ্ধিরগঞ্জ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোতালেব এর তেল দোকানের লেবার ছিলেন পর। পরে গোদনাইল বার্মাষ্ট্যান্ডের আওয়ামী লীগ নেতা আনোয়ার হোসেন মেহেদীর ভাই মিনারের তেলের গাড়ীর হেলপার হিসেবে যোগ দেন। বর্তমানে তিনি নাসিকের সাবেক কাউন্সিলর ও জেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম মন্ডলের পাম্পের ক্যাশিয়ার হিসেবে কর্মরত রয়েছেন। এছাড়াও তিনি মতিউর রহমান মতির আত্মীয়। গত ৫ আগস্ট শেখ হাসিনার পলায়নের পর রাজনৈতিক পটপরিবর্তনের পর আকতারের মতো হাইব্রিড লেবাস পাল্টে এখন বিএনপির হর্তাকর্তা সেজে গেছেন। যিনি জীবনের কর্মজীবনের শুরু থেকেই আওয়ামী লীগের নেতাদের সাথে জড়িত রয়েছেন। অন্যদিকে, দীর্ঘ ১৭ বছর ধরে যেসব নেতাকর্মী রাজপথে ছিলেন, মামলা-হামলায় সর্বস্বান্ত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, ঘরছাড়া হয়েছেন, তারা এখনও অসহায়। অনুসন্ধান ও এলাকাবাসীর অভিযোগ সূত্রে জানা যায়, আক্তারুজ্জামান মৃর্ধা নাসিক ৬নং ওয়ার্ডে বহিরাগত। তার বাড়ি রূপগঞ্জের বরপা এলাকায়। ৫ আগস্ট বৈষম্যবিরোধী আন্দোলনে হাসিনা সরকারের পতনের পর ৬নং ওয়ার্ডে এসে আস্তানা গড়েন আক্তারুজ্জামান মৃধা। সিদ্ধিরগঞ্জ থানা তাঁতীলীগের সহ-সভাপতি হান্নান প্রধানের অফিসকে দখল করে বিএনপির অফিস বানিয়ে ফেলেন। এ অফিসে বসে মনির, সুমন, সোহেল, পারভেজ ও কিশোরগ্যাং লিডার মাদক সম্রাট নাহিদ বাহিনীকে নিয়ে সন্ত্রাসী কার্যকলাপ ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ শুরু করেন আক্তারুজ্জামান মৃধা। প্রশাসনের বিভিন্ন দপ্তরে একাধিক অভিযোগ ও ছাত্র হত্যা মামলায় যৌথ বাহিনীর অভিযানে গ্রেপ্তার আতঙ্কে নাহিদ গা ঢাকা দিলে নাহিদ বাহিনীকে দিয়ে মাদক সিন্ডিকেট ও চাঁদাবাজির নিয়ন্ত্রণ করছেন আক্তারুজ্জামান মৃধা। প্রতি শুক্রবার নাগিনা জোহা সড়কের পাশে ভাসমান দোকান থেকে হাজার হাজার টাকা চাঁদা উত্তোলনের অভিযোগ রয়েছে হাইব্রিড যুবদল নেতা আকতার বাহিনীর বিরুদ্ধে। ইতোমধ্যে আকতার বাহিনী চাঁদাবাজি ও লুটপাট করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন বলে জানা গেছে। ইপিজেডের বৈধ ব্যবসায়ীদের ব্যবসা করতে হলে চাঁদার দাবিতে নানা হুমকি ধামকি দিচ্ছেন ভিজিটিং কার্ড পাঠিয়ে। স্থানীয়রা বলছেন, নাহিদ আত্মগোপনে থাকলেও আক্তারুজ্জামান মৃধার নির্দেশনা পালন করে আবার চলে যায়। মাঝেমধ্যে তাঁকে এলাকায় দেখা যাচ্ছে। এতে তারা আরও অস্বস্তি ও আতঙ্কে বসবাস করছেন। নাম না প্রকাশের শর্তে অনেকেই বলেন, শীঘ্রই নাহিদের লাগাম টেনে না ধরলে সে আরও বেপরোয়া উঠবে আকতারের শেল্টারে।সেনাবাহিনী, র্যাব ও পুলিশের কাছে এলাকাবাসীর দাবি জানান, নাহিদ ও তার শেল্টারদাতা আকতারসহ তার বাহিনীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা যাতে আর কেউ অপরাধ কর্মকান্ডে জড়িত হওয়ার সাহস না পায়। তা না হলে নাসিক ৬ং ওয়ার্ডে শান্তি শৃঙ্খলা বিঘœসহ প্রাণহানীর শঙ্কা রয়েছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯