ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর উপর হামলার পর থেকে উত্তাপ বিএনপির রাজনীতিতে নিজেদের মধ্যে উত্তাপ দিন দিন বেড়েই চলছে। এ ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছে। টিপু বাদী হয়ে মহানগর বিএনপি নেতা আতাউর রহমান মুকুল ও মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি আবুল কাউছার আশাসহ ২’শ জনকে আসামী করে একটি মামলা দায়ের করেন। মামলার পর থেকে বিএনপিতে উত্তেজনা লেগেই আছে। তবে ঘটনার পর টিপুর পক্ষে-বিপক্ষে মিছিল হওয়ায় নিয়ে বিএনপিতে নতুন করে যে উত্তেজনা দেখা দেয় তা এখনো চলমান। শহরে এসেও বিশাল কর্মী বাহিনী নিয়ে শোডাউন করেছে আবুল কাউছার আশা। টিপুর উপর হামলার খবরে হাসপাতালে ছুটে এসে উদ্বেগ প্রকাশ করেছে জেলা বিএনপির সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ। তবে বর্তমান সময়ে দল গুছানোর কথা থাকলেও বিএনপি বিরোধে লিপ্ত হওয়াকে ভালো ভাবে নিচ্ছে না দলটির সাধারণ কর্মীরা। এ বিরোধ দলের সাংগঠনিক ভীত নড়বড়ে হবে এমন দাবি বিএনপির রাজনীতিতে সংশ্লিষ্টদের। তথ্যমতে, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি গঠনের পর থেকে আতাউর রহমান মুকুল এবং আবুল কাউছার আশার সঙ্গে মহানগর বিএনপির আহবায়ক এড: শাখাওয়াত হোসেন খান এবং সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপুর দূরত্ব শুরু হয়। বিভিন্ন সময়ে একে অপরের বিরোধীতা করে প্রকাশ্যে সভা-সমাবেশে বক্তব্য দিয়ে থাকেন। দীর্ঘদিনের জমা ক্ষোভ থেকেই টিপুর উপর হামলা হয়েছে এমন দাবি বিএনপির রাজনীতি সংশ্লিষ্টদের। ঘটনার পর মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু বলেন, ‘শুধু প্রতিহিংসার কারণে আমাকে মুকুল ও আশা আমাকে হত্যা করতে চায়। আমি বন্দর উপজেলা ও বন্দর থানা বিএনপি’র উদ্দ্যেগে দখল, চাঁদাবাজ, সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদ সমাবেশে যাওয়ার পথে কাওসার ও মুকুলের নেতৃত্বে যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ ও ওসমান পরিবারের সশস্ত্রবাহিনীকে নিয়ে আমাকে হত্যার উদ্দেশ্যে আমাকে বহনকারী অটোরিক্সা উপর হামলা করে এলোপাতালী চাপাতি, রামদা দিয়ে কুপিয়ে হত্যা করতে চেয়েছে। কাওসার আমাকে চাপাতি দিয়ে মাথার ঘাড়ে কোপ দেয়, আমার ঘাড়ে কোপ লাগে, আল্লাহ আমাকে বাচিয়ে রাখে, তারপর ঘাড়ে কোপের কারনে ৪টি সেলাই লাগে, মুকুল হকিষ্টিক দিয়ে আঘাত করে বাম হাত ভেঙ্গে ফেলে এবং শরীরে বিভিন্ন অংশে রক্তাক্ত জখম করে। সাখাওয়া বলেন, আবু আল ইউসুফ খাঁন টিপুর পিঠে ও ঘাড়ে যেভাবে চাপাতি দিয়ে আঘাত করা হয়েছে ক্ষতগুলোতে ৮-৯টি করে সেলাই লেগেছে। অল্পের জন্য সে প্রাণে বেঁচে গেছে। আঘাতগুলো আরও ক্ষিপ্র হলে তার মৃত্যুর সম্ভাবনা ছিলো। এ হামলাটি অত্যন্ত পরিকল্পতি অভিযোগ করে সাখাওয়াত হোসেন খান বলেন, আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশা, সৌরভ, মোস্তক ও রাজীবের নেতৃত্বে নৃশংস ও নেক্কারজনক এ ঘটনাটি সংঘটিত হয়েছে। এদিকে হামলার পর ২৩নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কায়সার আশা জানান, উনারা সব কিছুতে আমাদের দেখে। নূর হোসেন নামে আমাদের একজন কর্মী আছে তিনগাঁও এলাকায় বাড়ি। বেশ কিছুদিন যাবত তাকে মামলায় ফাঁসানোর কথা বলে ৩ লাখ টাকা চাঁদা দাবী করে আসছিলো। সেই চাঁদা চাওয়ার বিষয়টির কল রেকর্ড রয়েছে। স্থানীয় বিভিন্ন পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়েছে এ বিষয়ে। সেই নূর হোসেনকে আজকেও তারা মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। তার বাড়িতেও নিরাপত্তা নাই। নূর হোসেন বন্দরের স্থাানীয়, মানুষের যখন ধৈর্য্যে বাধ ভেঙ্গে গেছে তখন নবীগঞ্জ তিনগাঁও এলাকার মানুষ সম্মিলিত ভাবে সেই সকল চাদাঁবাজদের আজকে প্রতিহত করেছে। এদিকে বিএনপির একাধিক নেতা বলেন, সাখাওয়াত ও টিপুর আস্কারায় শাহেন শাহ মাহমুদ নগরে কর্ণফুলী ডক ইয়ার্ডে লুটপাট করেছে। কাজী সোহাগ বন্দর খেয়াঘাট দখল করেছে। মদনপুরে হিরণ গং বিভিন্ন কোম্পানী থেকে দলের নাম বিক্রি করে চাঁদাবাজি করছে। মোটা অংকের টাকা নিয়ে আওয়ামী সন্ত্রাসীদের এলাকায় ফেরার ব্যবস্থা করছে। এসকল বিসয়ে ক্সোভ আরো বৃদ্ধি পাচ্ছে। তারা দলকে নিজের সম্পত্তির মত ব্যবহার করছে। এভাবে চলতে থাকলে তাদের অপকর্মে তাদেরই খেসারত দিতে হবে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯