আজ বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | ৯ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ১০:৪০

মহানগর বিএনপির কমিটি প্রস্তুত এখন শুধু ঘোষনার অপেক্ষায়

ডান্ডিবার্তা | ১২ ডিসেম্বর, ২০২৪ | ৮:৪০ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
দুই বছরের অধিক সময় নারায়ণগঞ্জ মহানগর বিএনপি আহবায়ক কমিটি দায়িত্বে রয়েছে। ঘোষণা পর থেকে এখনো ওয়াকিং কমিটির মিটিং করতে পারেনি বলে বিদ্রোহী নেতাদের ক্ষোভ প্রকাশ করেছে। কেন্দ্রীয় নেতাদের খুশি রেখে এখনো মেয়াদোত্তীর্ণ বহাল থাকা নিয়ে রয়েছে চাপা ক্ষোভ। বর্তমান নেতৃত্বে একাধিক নালিশ কেন্দ্রে গেলেও এখনো কোন ব্যবস্থা না নেয়ায় রয়েছে রহস্যময় আচরণ। নতুন বছরের আগেই মহানগর বিএনপি কমিটি ঘোষণা আসতে যাচ্ছে বলে আলোচনা শুরু হয়েছে। সেই কমিটি যোগ্য নেতাদের নিয়ে না সম্মেলনের মাধ্যমে আসছে প্রশ্ন জেগে উঠেছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি একজন যুগ্ম আহবায়ক জানিয়েছেন, কেন্দ্রীয় নেতাদের প্রতিনিয়ত যোগাযোগ বহাল রয়েছে। তারাই মহানগর বিএনপি কমিটি ঘোষণা নিয়ে তেমন তোড়জোড় নেই। কেন্দ্র এখনো কমিটি ঘোষণার কোন ইঙ্গিত দেয়া হয়নি। কেন্দ্রীয় মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর লন্ডনে রয়েছেন। তিনি দেশের ফিরে আসলে মহানগর বিএনপি ভবিষ্যতের পরিকল্পনা জানা যাবে। কিন্তু নতুন বছরের আগে মহানগরের কমিটি আসার সম্ভবননা রয়েছে এমন আভাস পাওয়া গেছে। বর্তমান সময়ে সম্মেলন হবে না এটা প্রায় নিশ্চিত। তারপরও যোগ্য নেতাদের নিয়ে মহানগর বিএনপি নতুন কমিটি আসতে যাচ্ছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির কয়েক বিদ্রোহী নেতারা জানিয়েছেন, আহবায়ক সাখাওয়াত ও সদস্য সচিব টিপু সম্প্রতি আওয়ামী লীগ সরকার পতনের পর তাদের অবস্থান নিয়ে কেন্দ্রে একাধিক বার্তা পৌছানো হয়েছে। এর আগে বিগত সময়ে তাদের নড়েচড়ে নেতৃত্বে নিয়েও একাধিক অভিযোগ দেয়া আছে। প্রবীণ ও নবীন একাধিক নেতাদের ছাড়া মহানগর বিএনপি আহবায়ক কমিটি পরিচালনা করা হয়েছে। এর ফলে অনেক স্থানে বর্তমান আহবায়ক মূল্যায়ণ কমে গেছে। নারায়ণগঞ্জের ভাড়াটিয়াদের দিয়ে মহানগর বিএনপি আহবায়ক কমিটি হয়েছে বলে একাধিক নেতা সভা সমাবেশ ও স্লোগানে প্রকাশ করা হয়েছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহবায়ক কমিটি অনুমোদনের ৬ দিনের মাথায় ৪ যুগ্ম-আহবায়কসহ ১৫ নেতা পদত্যাগের ঘোষণা দেন। তারা হলেন মহানগর বিএনপির যুগ্ম-আহবায়ক আব্দুস সবুর খান সেন্টু, হাজী নুরুদ্দিন, আতাউর রহমান মুকুল, আবুল কাউসার আশা, সদস্য অ্যাডভোকেট বিল্লাল হোসেন, আলমগীর হোসেন, শহিদুল ইসলাম রিপন, আমিনুল ইসলাম মিঠু, মনোয়ার হোসেন শোখন, ফারুক হোসেন, হাজী ফারুক হোসেন, হান্নান সরকার, আওলাদ হোসেন, অ্যাডভোকেট আনিসুর রহমান মোল্লা ও অ্যাডভোকেট শরীফুল ইসলাম শিপলু। এর আগে গত ১৩ সেপ্টেম্বর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে আহবায়ক ও আবু আল ইউসুফ খান টিপুকে সদস্যসচিব করে ৪১ সদস্যের মহানগর কমিটির অনুমোদন দেয় কেন্দ্রীয় বিএনপি। এদের মধ্যে বহিস্কার হয়েছেন আতাউর রহমান মুকুল ও হান্নান সরকার। পদত্যাগ গৃহিত করে অব্যাহতিপ্রাপ্ত হন হাজী নুরুদ্দিন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩৪
  • ৬:৩০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা