আজ বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | ৯ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ১১:২২

সোনারগাঁয়ে সমন্বয়কদের গাড়িতে হামলায় এ পর্যন্ত ৫জন গ্রেপ্তার

ডান্ডিবার্তা | ১২ ডিসেম্বর, ২০২৪ | ৯:১৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নেতাদের গাড়িবহরে হামলা চালিয়ে নগদ অর্থ, মুঠোফোন, ব্যাগসহ মালামাল কেড়ে নেওয়ার ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ছাত্র আন্দোলনের নেতাদের ছিনতাই হওয়া ১টিসহ মোট ১৪৮টি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। গত সোমবার ভোর থেকে গত মঙ্গলবার রাত পর্যন্ত বিভিন্ন সময় অভিযান চালিয়ে এই পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল বারী এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সমন্বয়কদের সঙ্গে যোগাযোগ করা হলেও তাঁরা না আসায় ফোনটি বুঝিয়ে দেওয়া যায়নি। এ ঘটনায় ভুক্তভোগী কেউ মামলা করেননি। পরে ছিনতাইয়ের অভিযোগে গতকালবুধবার পুলিশের বাদী হয়ে করা একটি মামলায় পাঁচজনকে গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলেন সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের ইসলামপুর আদর্শ গ্রামের মোবারক হোসেন, বৈদ্যেরবাজার ইউনিয়নের দামোদরদী গ্রামের মো. বিল্লাল হোসেন, কাঁচপুর এলাকার মুঠোফোন ব্যবসায়ী আনোয়ার হোসেন, রাকিম মিয়া ও মিন্টু মিয়া। ওসি মোহাম্মদ আবদুল বারী প্রথম আলোকে বলেন, সোমবার ভোর থেকেই জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার ও ঘটনার তদন্তে কাজ শুরু করে পুলিশ। সে অনুযায়ী গত সোমবার ভোরে ঘটনাস্থলের কিছু দূর থেকে মোবারক হোসেন নামের এক চিহ্নিত ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে অন্তত আটটি ডাকাতি ও ছিনতাই মামলা রয়েছে। থানায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোবারক জানান, মূলত প্রবাসফেরত গাড়ি মনে করে তাঁরা সেদিন সমন্বয়কদের গাড়িতে আক্রমণ করেন। তখন তাঁরা গাড়ি চালকের পকেটে থাকা আড়াই হাজার টাকা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেন। এরই মধ্যে ঘটনাস্থলে পুলিশ এলে ছিনতাইকারীরা পালিয়ে যান। ওসি বলেন, মোবারকদের ছিনতাই করা ফোন বিল্লাল হোসেন কাঁচপুরে একটি চোরাই মুঠোফোন বিক্রয়কারী দোকানে বিক্রি করেন। বিল্লালকে গ্রেপ্তারের পর তাঁর দেওয়া তথ্য অনুযায়ী চোরাই মুঠোফোন বিক্রয়কারী আনোয়ার হোসেন, রাকিম মিয়া ও মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ১৪৮টি চোরাই ফোন জব্দ করা হয়। এদিকে গ্রেপ্তার মোবারক হোসেন নারায়ণগঞ্জ আদালত চত্বরে গণমাধ্যমকর্মীদের কাছে দাবি করেন, ছিনতাই ও ডাকাতির সঙ্গে তাঁর সম্পৃক্ততা থাকলেও বৈষম্যেবিরোধী ছাত্রনেতাদের গাড়িতে হামলার ঘটনায় তিনি জড়িত নন। গত রোববার দিবাগত রাতে সাংগঠনিক কাজে বান্দরবানের লামায় যাওয়ার পথে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির নেতাদের বহন করা গাড়িটি হামলার মুখে পড়ে। ওই গাড়িতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যসচিব আরিফ সোহেল, সদস্য রুপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা, মাহমুদা সুলতানা, রাকিব মোহাম্মদ, মুঈনুল ইসলাম, ইব্রারিম নীরব; ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইয়াসমিন মিতু ও ছাত্রনেতা মিশু আলী ছিলেন।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩৪
  • ৬:৩০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা