আজ বৃহস্পতিবার | ১২ ডিসেম্বর ২০২৪ | ২৭ অগ্রহায়ণ ১৪৩১ | ৯ জমাদিউস সানি ১৪৪৬ | সকাল ১১:৩৩

আ’লীগের আব্দুর রহমান এখন বিএনপি নেতা

ডান্ডিবার্তা | ১২ ডিসেম্বর, ২০২৪ | ৯:২৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ সদর উপজেলার সাইনবোর্ড এলাকায় বাইতুল মোকাররম হকার্স মার্কেট নিয়ে একের পর এক সংঘর্ষ মারামারি সহ নানা ঘটনার মূল হোতা আব্দুর রহমান বিশ্বাস ওরফে পল্টিবাজ বিশ্বাস। একসময় বিএনপির রাজনীতি করলেও বিশ্বাস এখন কার লোক সেটা বুঝাই বড় দায়। বিগত আওয়ামী স্বৈরাচারী সরকারের আমলে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম উসমানের সাথে এবং তার সহচরদের সাথে বেশ সক্ষতা ছিল আব্দুর রহমান বিশ্বাসের। সামাজিক প্রোগ্রাম সহ বিভিন্ন অনুষ্ঠানেও আব্দুর রহমানের সাথে এমপি শামীম ওসমানের বেস্ট ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন ব্যাপক নাড়া দিচ্ছে। সব মিলিয়ে নামে বিশ্বাস হলেও বিভিন্ন মানুষের সাথে অবিশ্বাসের মত কাজ করেন আব্দুর রহমান বিশ্বাস। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকারের অধীনে আওয়ামী লীগের নির্বাচনে ওপেন নির্বাচনী সভায় নারায়ণগঞ্জ সদর উপজেলার ভাইস চেয়ারম্যান নাজিমুদ্দিনের হাতে নৌকা মার্কার ফুল দিয়ে আওয়ামী লীগে যোগ দেওয়ার চেষ্টা করেন আব্দুর রহমান বিশ্বাস। তবে সে সময় আওয়ামী লীগের যোগদানে নিষেধাজ্ঞা থাকায় বিএনপি ঘেসা আব্দুর রহমান বিশ্বাস কে আওয়ামী লীগের যোগ দেয়াননি আওয়ামী লীগের নেতাকর্মীরা। তবে বিশ্বাসের মনে এরকম নৌকা এবং ধানের শীষ দুটাই সব সময় গেঁথে যেতে থাকেন। ৫ আগস্ট ছাত্র জনতার গণআন্দোলনের মাধ্যমে আওয়ামী লীগের পতন হওয়ার পরেই বিশ্বাস এখন বিএনপির বড় নেতা। তবে প্রকৃতপক্ষে যারা বিএনপির নেতাকর্মী রয়েছেন তারা বিশ্বাসের এমন অবিশ্বাস কাজ দেখে হতভম্ব হয়ে পড়েছেন আসলে কি বিশ্বাস আওয়ামী লীগের না বিএনপি’র সেটা তাদেরও সন্দেহের চোখে রয়েছে। সাইনবোর্ডে হকার্স মার্কেটের সমিতির নেত্রীকর্মীদের এবং নিজে দখলদারিত্ব নিতেই নানা নাটক সাজিয়ে বিভিন্ন মানুষকে হয়রানির অভিযোগ রয়েছেন আব্দুর রহমান বিশ্বাস এর বিরুদ্ধে। তাই নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের কাছে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের দাবি অচিরেই বিশ্বাসের মতো অবিশ্বাসের লোক দের বিচারে আলতা এনে কঠোর শাস্তি দাবি।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:০৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:১৫
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:১০
  • ১১:৫৫
  • ১৫:৩৬
  • ১৭:১৫
  • ১৮:৩৪
  • ৬:৩০
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা