ডান্ডিবার্তা রিপোর্ট
আওয়ামীলীগ সরকার পতনের চার মাসের মধ্যে নারায়ণগঞ্জের সাতটি থানায় ৮৩ মামলা দায়ের করেছে ছাত্র-জনতার আন্দোলনে হতাহতদের পরিবার। মামলা ইতোমধ্যে আওয়ামীলীগ সরকারের সাবেক মন্ত্রী গাজী, তার পিএস কবির, সোনারগাঁ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান শামসুল ইসলাম ভুইয়া, ইয়ার্ণ মাচের্ন্টসের সাবেক সভাপতি লিটন সাহা, আড়াইহাজারের স্বপন চেয়ারম্যান ও রূপগঞ্জের ভাইস চেয়ারম্যান মিজানকে ছাড়া রাঘবোয়াল কাউকে গ্রেপ্তার করতে পারেনি আইন-শৃঙ্খলা বাহিনী। নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুত্রে জানা গেছে, জুলাই-আগস্টে ছাত্র-জনতার আন্দোলনে নির্বিচারে গুলি চালিয়ে হত্যা ও হত্যাচেষ্টার ঘটনায় গত ৯ ডিসেম্বর পর্যন্ত নারায়ণগঞ্জের সাতটি থানায় ৮৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ৩৬টি মামলার প্রধান আসামি হয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আর বাকি মামলাগুলোতে আসামি করা হয়েছে আলোচিত-সমালোচিত সাবেক সংসদ সদস্য ও তাদের আস্থাভাজনকে। গত ১৭ আগষ্ট থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত মামলার মধ্যে ৩৭টি হত্যা মামলা এবং ৪৬টি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়। মামলাগুলোতে আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু, সাবেক এমপি শামীম ওসমান, কায়সার হাসনাত, সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা, সাবেক সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভী, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চন্দন শীল, সাবেক প্রশাসক আনোয়ার হোসেন ও জেলা মহানগর উপজেলা থানা আওয়ামী লীগ নেতাদের আসামি করা হয়েছে। এসব মামলায় এজাহারনামীয় আসামির সংখ্যা সাত হাজারের বেশি এবং অজ্ঞাতপরিচয় আসামির সংখ্যা প্রায় ২১ হাজার। এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে ৩৫২ জন। ১৮ জুলাই থেকে ৫ আগস্টের আন্দোলনে নারায়ণঞ্জের সাইনবোর্ড থেকে শিমরাইল পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এবং সাইনবোর্ড থেকে জালকুড়ি অংশে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ব্যাপক সহিংসতার ঘটনা ঘটে। এ ঘটনায় নারায়ণগঞ্জ-৪ আসনের অন্তর্ভুক্ত ফতুল্লা ও সিদ্ধিরগঞ্জ থানায়ই সবচেয়ে বেশি মামলা হয়েছে। এ দুটি থানায় মোট মামলা হয়েছে ৬৪টি। এর মধ্যে সিদ্ধিরগঞ্জে ৪০ ও ফতুল্লায় ২৪টি মামলা করা হয়। সিদ্ধিরগঞ্জে হত্যা মামলা ২১টি ও হত্যাচেষ্টার মামলা ১৯টি। ফতুল্লায় হত্যা মামলার সংখ্যা সাতটি এবং হত্যাচেষ্টা মামলা ১৭টি। দুইটা থানায় ১২টি করে মামলার ২৪টিতে প্রধান আসামি হন শেখ হাসিনা। সোনারগাঁ থানায় ৬টি মামলা হয়। এর মধ্যে চারটি হত্যা মামলা এবং দুটি হত্যাচেষ্টা মামলা। ছয়টি মামলায়ই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। রূপগঞ্জে একটি হত্যা মামলা করা হয়েছে। এতে প্রধান আসামি শেখ হাসিনা। আড়াই হাজার থানায় দুটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায়ই প্রধান আসামি করা হয়েছে শেখ হাসিনাকে। বন্দর থানায় চারটি হত্যারচেষ্টা মামলা করা হয়েছে। এই থানায় কোনো হত্যা মামলা নেই এবং কোনো মামলাতেই শেখ হাসিনাকে আসামি করা হয়নি। জুলাইয়ে নারায়ণগঞ্জ সদর থানা এলাকায়ও আন্দোলনের সময় ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছিল। এই থানায় মোট মামলার সংখ্যা ছয়টি। তিনটি হত্যা ও তিনটি হত্যাচেষ্টা মামলা। এর মধ্যে দুটি হত্যা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান আসামি। নারায়ণগঞ্জে সাতটি থানার অফিসার ইনচার্জদের সঙ্গে কথা বলে জানা গেছে, মামলার অনেক আসামিরাই পটপরিবর্তনের পর গা-ঢাকা দিয়েছে। এদের মধ্যে যাদের সন্ধান পাওয়া যাচ্ছে, তাদের গ্রেপ্তার করছে পুলিশ। স্থানীয় আওয়ামী লীগ নেতারা ছাড়াও মামলাগুলোয় কেন্দ্রীয় নেতারা আসামি হয়েছেন। ফলে অনেককেই গ্রেপ্তার করা সম্ভব হচ্ছে না। আসামির মধ্যে আওয়ামী লীগ সরকারের সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গাজী গোলাম দস্তগীরকে গত ২৫ আগস্ট রাজধানীর শান্তিনগরের বাসা থেকে আটক করে পুলিশ। পরে ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে রূপগঞ্জ, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও সদর থানা মামলায় কারাগারে রয়েছেন। ছাত্র-জনতার আন্দোলনে নিহতের একাধিক মামলা আসামী হয়ে দুবাইতে পাড়ি দিয়েছেন সাবেক এমপি শামীম ওসমান, অয়ন ওসমান ও আজমেরি ওসমান। আমেরিকায় রয়েছেন সাবেক হুইপ নজরুল ইসলাম বাবু ও সাবেক এমপি কায়সার হাসনাত। গা-ঢাকা দিয়েছেন সাবেক এমপি সেলিম ওসমান ও লিয়াকত হোসেন খোকা। অপসারিত হয়েও এখনো নিজ পিতার বাড়ি চুনকা কুটিতে রয়েছেন নাসিকের সাবেক মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী। আওয়ামীলীগের সরকার পতনের পর দলের সভাপতি শেখ হাসিনা দেশত্যাগের সংবাদে নারায়ণগঞ্জ ছেড়েছেন জেলা ও মহানগরের নেতারা। এতে নেতাবিহীন নারায়ণগঞ্জে কর্মী শূণ্য হয়ে পড়েছে গত সাড়ে তিন মাস ধরে। এখনো কোন মামলা আসামী হয়নি নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হাই, সাবেক সহ-সভাপতি আসাদুজ্জামান, আদিনাথ বাসু, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, ইকবাল হোসেন, মহানগরের সহ-সভাপতি শেখ হায়দার আলী পুতুল, যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবিব, জি এম আরমান সাংগঠনিক সম্পাদক মাহমুদা মালা সহ অনেক সিনিয়র নেতা। গত ২৫ আগস্ট দিনগত রাতে ঢাকার শান্তিনগর বাসা থেকে গোলাম দস্তগীরকে গ্রেফতার করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। বাংলাদেশ জাতীয়তাবাদী সড়ক পরিবহন শ্রমিক দলের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাংবাদিক হাসান মাহমুদকে হত্যায় তাকে গ্রেফতার দেখানো হয়। পরে ১ অক্টোবর তাকে নারায়ণগঞ্জ কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে কারাগারে প্রেরণ করেন। ১৯ নভেম্বর নারায়ণগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস আফজাল কবিরকে গ্রেপ্তার করে কক্সবাজার জেলা পুলিশ। সে নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানার বেশ কয়েকটি মামলার আসামি। আফজাল কবির কক্সবাজারের হোটেলে আত্মগোপনে রয়েছেন এমন সংবাদে পুলিশ তারকা হোটেল কক্স টু ডে-তে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তিনি সাবেক পাট ও বস্ত্র মন্ত্রী গোলাম দস্তগীর গাজীর পিএস হিসেবে দায়িত্ব পালনের সময় নানা অপরাধে জড়িয়ে পড়েন। গত ১৩ নভেম্বর আড়াইহাজার উপজেলার সাবেক চেয়ারম্যান সাইফুল ইসলাম স্বপনকে দুটি হত্যা মামলায় গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। সদর উপজেলার ফতুল্লা থানার দক্ষিণ সস্তাপুর এলাকায় শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি দুই দশক ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত রয়েছেন। তিনি দু’বার আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। পরে আড়াইহাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন। ১৭ সেপ্টেম্বর রূপগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান মিজানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশের ডিবি। সে রংধনু গ্রুপের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিকের ছোট ভাই। তবে ৫ আগস্টের পর আন্ডা রফিকও পালিয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে প্রাণহানির ঘটনায় দায়ের হওয়া মামলাসহ তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। ২ নভেম্বর সুতা ব্যবসায়ীদের সংগঠন বাংলাদেশ ইয়ার্ন মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সদ্য সাবেক সভাপতি লিটন সাহাকে গ্রেপ্তার করে নারায়ণগঞ্জ পুলিশ। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি আওয়ামীলীগের কোন পদে না থাকলেও ওসমান বলয়ে ছিলেন কঠোর কর্মী। ১০ নভেম্বর নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবদুল কাদিরকে গ্রেপ্তার করে পুলিশ। শহরের পাইকারী ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ। তার বিরুদ্ধে কোন মামলা না থাকলেও পরবর্তীতে ৫ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নগরের চাষাঢ়া এলাকায় নিহত গার্মেন্টস শ্রমিক বদিউজ্জামান হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। ৮ ডিসেম্বর সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এডভোকেট সামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করে ঢাকা ডিবি পুলিশ। ঢাকার একটি বাসা থেকে তাকে গ্রেফতার করে বিষয়টি নিশ্চিত করে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ বারী। তিনি জানান, সামসুল ইসলাম ভূঁইয়াকে গ্রেফতার করা হয়েছে। তাকে ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নারায়ণগঞ্জে বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্র জনতার ওপর হামলা অভিযোগ রয়েছে সামসুল ইসলাম ভূঁইয়ার বিরুদ্ধে। নারায়ণগঞ্জে তার বিরুদ্ধে বেশ কয়েকটি হত্যা ও হত্যাচেষ্টার মামলা রয়েছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯