ডান্ডিবার্তা রিপোর্ট
সোনারগাঁ উপজেলা আওয়ামালীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট সামসুল ইসলাম ভুঁইয়াকে হত্যা মামলায় ১ দিনের রিমা-ে নিয়েছে পুলিশ। সামসুল ইসলাম ভুঁইয়া গ্রেপ্তারের পর সোনারগাঁও উপজেলা আওয়ামীলীগের নেতাদের মাঝে গ্রেপ্তার আতংক বিরাজ করছে। গ্রেপ্তার ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন নেতারা। হত্যা মামলায় বাদী আদালতে আসামীর পক্ষে হলফনামা দাখিল করলেও সামসুল ইসলাম ভুঁইয়াকে গ্রেপ্তার করে ১ দিনের রিমা-ে নেয়ার পর আরো বেশি আতংকগ্রস্থ হয়ে ওঠেছেন আওয়ামীলীগের নেতাকর্মী ও তাদের পরিবারের সদস্যরা। জানাগেছে, গত ৯ ডিসেম্বর দিবাগত রাতে রাজধানীর বসুন্ধরা এলাকা সামসুল ইসলাম ভুঁইয়াকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর ডিবি পুলিশ। পরবর্তীতে সোনারগাঁ থানা পুলিশ তাকে আশিক হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। গত ৪ আগস্ট কাঁচপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনে নিহত হোন শ্রমিক আশিক মিয়া। ওই ঘটনায় ২২ আগস্ট নিহত আশিকের মা কুলসুম বেগম বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। ওই মামলায় সামসুল ইসলাম ভুঁইয়া ২৪নং আসামী। ১০ ডিসেম্বর হত্যা মামলায় আদালতে শুনানি হলে তাকে ১ দিনের রিমা- মঞ্জুর করেন আদালত। এখানে উল্লেখ্যযে, গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকার পতনের পর আত্মগোপনে চলে যান সোনারগাঁ আসনের সাবেক সংসদ আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সামসুল ইসলাম ভুঁইয়াসহ উপজেলা আওয়ামীলীগের শীর্ষ নেতারা। পরবর্তীতে সোনারগাঁ থানায় হত্যা মামলা সহ ৬টি মামলা দায়ের করা হয়, যা বৈষম্যবিরোধী ছাত্র জনতা আন্দোলনের ঘটনায় নিহত ও আহতের পরিবারের পক্ষ থেকে। এ ছাড়াও ২০২১ সালে রয়েল রিসোর্ট কা-ের পর হেফাজত নেতা ইকবাল নিহতের ঘটনায় আরেকটি পৃথক মামলা দায়ের করা হয়। এ সময় মামলায় আব্দুল্লাহ আল কায়সার হাসনাত, সামসুল ইসলাম ভুঁইয়া, ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, রফিকুল ইসলাম নান্নু, আলী হায়দার, ছগির আহমেদ, ফজলে রাব্বী, মাহাবুবুর রহমান বাবুল, জাহিদ হাসান জিন্নাহ, মোশারফ ওমর, বাবুল ওমর বাবু, হুমায়ুন কবির ভুঁইয়া, আরিফ মাসুদ বাবু, আল আমিন সরকারসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়। এসব নেতাকর্মীরা ৫ আগস্টের পর থেকেই লাপাত্তা। মাঠ পর্যায়ের বেশকজন কর্মী সমর্থক গ্রেপ্তার হলেও সামসুল ইসলাম ভুঁইয়াই একমাত্র শীর্ষ নেতা যিনি গ্রেপ্তার হলেন।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯