ডান্ডিবার্তা রিপোর্ট
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক বলেছেন, ‘উপস্থিত অধিকাংশ শিক্ষার্থী অনার্সে পড়ছে। কিছুদিন পর তারা পাস করবে, কেউ কেউ সরকারি চাকরি পাবে। আমাদের দেশে অধিকাংশের লক্ষ্য সরকারি চাকরির। সরকারি চাকরিতে সেবা করার সুযোগ আছে, আবার দেশের মানুষের জন্য কাজ করার অনেক স্কোপ আছে। কিন্তু সকলের তো সরকারি চাকরি হবে না। আবার বেসরকারি চাকরি অস্থায়ী, প্রায়ই ছাঁটাই হয়। তবে যদি দক্ষ ও যোগ্যদের ক্ষেত্রে এমনটা কখনো হয় না। দক্ষতার অনেক মূল্য।’ গতকাল বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ কলেজ অডিটোরিয়ামে বৈষম্যবিরোধী আন্দোলনে কলেজ শিক্ষার্থীদের অংশগ্রহণ নিয়ে আলোকচিত্র প্রদর্শনী ও ফ্রি কম্পিউটার কোর্সের সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এ সব কথা বলেন। এ সময় কলেজে আইসিটি ক্লাব, ফট্রোগ্রাফি ক্লাব ও কল্যাণ সংঘের কার্যক্রম উদ্ধোধন করা হয়। শিক্ষার্থীদের জীবনের লক্ষ্য স্থির করার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘এখন অনেকে ইংরেজি শিখে ফ্রিল্যান্সিং করে। বাংলাদেশের কোনো এক জেলায় বসে আমেরিকা, ইউরোপের কাজ করছে। চাকরির পিছনে দৌড়াবো নাকি পড়াশোনার পাশাপাশি নিজেকে দক্ষ করবো; এটি আমার উপর নির্ভর করে। সময় দ্রুত চলে যাচ্ছে। সময়মতো প্রস্তুতি না নিলে ১০ বছর পর আফসোস হবে।’ জেলা প্রশাসক বলেন, ‘মানুষ অসম্ভব সম্ভাবনাময়ী। প্রত্যেক মানুষের মধ্যে অমিত সম্ভবনা আছে। অবহেলায় সময় নষ্ট না করে সেই সম্ভাবনা কাজে লাগাও। কেউ যদি কোনো বিষয়ে দক্ষ হতে চায় খুব বেশি সময় লাগে না। হতাশ হওয়া যাবে না। হতাশা সে-ই হয় যার কোনো লক্ষ্য বা স্বপ্ন নেই। স্বপ্ন তোমাদের দেখতে হবে। প্রত্যেকের একটি পরিকল্পনা থাকুক, তোমরা লক্ষ্য স্থির করো। সে অনুযায়ী প্রতিদিন এগিয়ে যাও। মানুষ যখন কনসাস মাইন্ডে স্বপ্ন দেখে, বিশ্বাস করে, সাব-কনসাস মাউন্ড তাকে ওইদিকে নিয়ে যায়।’ এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) মাশফাকুর রহমান, নারায়ণগঞ্জ কলেজের অধ্যক্ষ ড. ফজলুল হক রুমন রেজা, ইংরেজি বিভাগের প্রধান ফারুক আহমেদ, ম্যানেজমেন্ট বিভাগের প্রধান হরমুজ আলী, মার্কেটিং বিভাগের প্রধান সাবিত্রী রানি দত্ত প্রমুখ।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯