ডান্ডিবার্তা রিপোর্ট
নানা কর্মসূচির মধ্য দিয়ে নারায়ণগঞ্জে জাতীয়তাবাদী কৃষক দলের ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে কৃষক দল নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন ও সদস্য সচিব গোলাম মোহাম্মদ কায়সার রিফাতের নেতৃত্বে র্যালিতে সিদ্ধিরগঞ্জ থানার ১০টি ওয়ার্ড, ফতুল্লা থানার ৫টি ইউনিয়নসহ আড়াইহাজার, রূপগঞ্জ, সোনারগাঁও থানার কৃষক দলের শত শত নেতাকর্মীরা রাজপথ শ্লোগানে শ্লোগানে মুখরিত রাখে। বর্ণাঢ্য এই শোভাযাত্রাটি মিশনপাড়া এলাকা থেকে শুরু হয়ে চাষাড়া বিজয়স্তম্ভ ঘুরে বঙ্গবন্ধু সড়ক প্রদক্ষিন করে পূনরায় চাষাড়া বিজয়স্তম্ভে যেয়ে শেষ হয়। এর আগে মিশনপাড়া মোড়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের সচিব গোলাম মোহাম্মদ কায়সার রিফাত বক্তব্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষকবান্ধব একজন জননেতা। এদেশে কৃষি বিপ্লব ঘটানোর জন্য তিনি খালকাটা কর্মসূচি হাতে নিয়েছিলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই খালকাটা কর্মসূচি পরবর্তীতে ফ্যাসিস্ট হাসিনা সরকার খাল কেটে কুমির আনা হয়েছে বলে অপপ্রচার চালিয়েছে। শেখ হাসিনার সাড়ে ১৫ বছরের শাসনামলে অন্যান্য সেক্টরের মতো কৃষি সেক্টরকে ধ্বংস করার মাধ্যমে কৃষকদের মেরুদ- ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, বিগত ১৫ বছর বিভিন্ন আন্দোলন সংগ্রামে কৃষক দল অংশ নিয়েছে। আমাদের অসংখ্য নেতাকর্মী জেল খেটেছে এবং সারা দেশে প্রায় ১৫ থেকে ১৬ জন কৃষক নেতৃবৃন্দ নিহত হয়েছে। বিগত ১৫ বছর আমরা ফ্যাসিস্ট সরকারের হামলা মামলা নির্যাতনের শিকার হয়েছি। আমাদের পালিয়ে থাকতে হয়েছে। যার কারনে আমরা কৃষতদের সাথে তেমনভাবে সম্পর্ক করতে পারিনি। বর্তমানে দেশনায়ক তারেক রহমান আমাদের দায়িত্ব দিয়েছেন কৃষকদের সাথে সুসম্পর্ক গড়ে তোলার। তিনি সারা বাংলাদেশের প্রতিটি ইউনিয়নে কৃষক সমাবেশ করার নির্দেশ দিয়েছেন। ইনশাআল্লাহ আগামীতে বিএনপি ক্ষমতায় আসলে আমরা তারুন্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে একটি কৃষিবান্ধব স্বনির্ভর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে কাজ করে যাবো। সভাপতির বক্তব্যে জেলা কৃষক দলের আহ্বায়ক ডা. শাহীন বলেন, বিগত ১৫ বছর বাংলাদেশের জনগণ নির্বাচিত সরকার দেখতে পারেনি। বিনা ভোটে অবৈধভাবে আওয়ামী লীগ সরকার রাজত্ব করেছে। ক্ষমতায় থাকাকালীন তারা সব সেক্টরে লুটপাট করেছে। দেশের অর্থ বিদেশে পাচার করেছে। দেশের গণতন্ত্রকে গলাটিপে হত্যা করেছে। গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। দেশের মানুষকে গণতন্ত্র ফিরিয়ে দিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কাজ করে যাচ্ছেন। এসময় আরও বক্তব্য দেন- নারায়ণগঞ্জ মহানগর জাসাস এর সভাপতি মোঃ স্বপন চৌধুরী, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আলম, সোহেল, নজরুল সহ জেলা কৃষক দলের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন, ফুতুল্লা থানা কৃষকদলের আহবায়ক আমির হোসেন ব্যাপারী,সদস্যসচিব সুমন মিয়া। সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের আহবায়ক তৈয়ম হোসেন ও সদস্যসচিব মো: মুন্না। সোনারগাঁও থানা কৃষকদলের আহবায়ক ফজলুল হক মেম্বার ও সদস্যসচিব বাবুল হোসেন। রুপগঞ্জ থানা কৃষকদলের আহবায়ক এড. নজরুল ও সদস্যসচিব আব্দুল মান্নান। আড়াইহাজার থানা কৃষকদলের আহবায়ক মো: আলমগীর ও সদস্যসচিব মো: সাইদুল।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯