আজ শনিবার | ৪ জানুয়ারি ২০২৫ | ২০ পৌষ ১৪৩১ | ৩ রজব ১৪৪৬ | ভোর ৫:৫০

জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট জেলা ও মহানগর কমিটি ঘোষনা

ডান্ডিবার্তা | ১৩ ডিসেম্বর, ২০২৪ | ৮:৫৯ পূর্বাহ্ণ

ডান্ডিবার্তা রিপোর্ট
গতকাল বৃহস্পতিবার বিকালে নারায়ণগঞ্জ ক্লাব মার্কেটের চতুর্থ তলায় নারায়ণগঞ্জে সাংস্কৃতিক কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপি’র সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী সাস্কৃতিক জোটের কেন্দ্রীয় সভাপতি চিত্র নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল। নারায়ণগঞ্জ মহানগরের আহ্বায়ক হারুন-অর-রশিদ খান মুকুলের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এর মহাসচিব রফিকুল ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট এর যুগ্ম সম্পাদক কবি এবিএম সোহেল রশীদ, কেন্দ্রীয় জাসাসের যুগ্ম আহবায়ক আনিসুল ইসলাম সানি। প্রধান অতিথির বক্তব্যে চিত্র নায়ক আশরাফ উদ্দিন আহমেদ উজ্জল বলেন, আজ জেলা ও মহানগর জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের কমিটি ঘোষনা হচ্ছে আশা করছি একটি সুন্দর কমিটি হবে বাংলাদেশের মধ্যে। একসময় আমরা যারা বিএনপি করতাম তারা ঘরে ঘুমাতে পারতামনা। ঘড় থেকে তুলে নিয়ে যেত আমাদের। আমরা এখন বীজ বপন করেছি। জনগন আমাদের চাইলে আমরা নির্বাচিত হবো। তাই আমাদের সকলের উচিত সবাই সবার স্থান থেকে জনগনকে বুজানোর চেষ্টা করবেন আর আমাদের দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা দিয়েছেন জনগনের সাথে আলোচনা করে আমরা তা বাস্তবায়ন করবো। আমাদের সকলের উচিত তারেক রহমানকে আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী করতে তার বার্তা জনগনের কাছে পৌঁছে দিতে কাজ করতে হবে। এসময় দক্ষ্য ও সক্রিয় হিসেবে নারায়ণগঞ্জ জেলা কমিটির আহ্বায়ক হিসেবে এড.রেজাউল করিম রেজা, কাজী এনামুল হক রবিকে সদস্য সচিব এবং নারায়ণগঞ্জ মহানগরে আহ্বায়ক হিসবে হারুন-অর-রশিদ খান মুকুল, এন ইসলাম জানুকে সদস্য সচিব করে ৫১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা করা হয়। এসময় আহ্বায়ক ও সদস্য সচিবের নাম ঘোষনা করে দ্রুততম সময়ে পূর্ণ কমিটি ঘটনের আহ্বান জানানো হয়।




Your email address will not be published.

Comments are closed.


আজকের পত্রিকা
আজকের পত্রিকা
ফেসবুকে আমরা
নামাজের সময়
সেহরির শেষ সময় - ভোর ৫:১৯
ইফতার শুরু - সন্ধ্যা ১৭:২৭
  • ফজর
  • যোহর
  • আছর
  • মাগরিব
  • এশা
  • সূর্যোদয়
  • ৫:২৪
  • ১২:০৬
  • ১৫:৪৬
  • ১৭:২৭
  • ১৮:৪৫
  • ৬:৪১
পুরনো সংখ্যা
সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
Copyright © Dundeebarta 2024
ডান্ডিবার্তা