ডান্ডিবার্তা রিপোর্ট
ফতুল্লায় প্রলোভন দেখিয়ে শ্যালিকাকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগে আলাউদ্দিন (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, গত বুধবার রাতে ফতুল্লা থানার খান সাহেব স্টেডিয়াম সংলগ্ন মুন্সিগঞ্জ টাওয়ার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলাউদ্দিন ফতুল্লার খান সাহেব স্টেডিয়ামের মুন্সিগঞ্জ টাওয়ারের দ্বিতীয় তলার ভাড়াটিয়া এবং মৃত কাশেম সর্দারের ছেলে। বাদীর অভিযোগে জানা যায়, গ্রেফতারকৃত আলাউদ্দিন তার শ্যালিকাকে প্রায়ই তার বাসায় আসতে বলতো। এক বছর আগে, তার খালাতো বোন প্রবাসে চলে যাওয়ার পর, আলাউদ্দিন তার শ্যালিকাকে ফতুল্লার মুন্সিগঞ্জ টাওয়ারের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ধর্ষণ করে। সর্বশেষ ২০২৩ সালের ১০ জুন রাত ৭টার দিকে তাকে আবারও ধর্ষণ করে এবং গোপনে ভিডিও ধারণ করে। এরপর, আলাউদ্দিন শ্যালিকাকে আবারও তার বাসায় যেতে বললে, শ্যালিকা অপারগতা প্রকাশ করলে, সেই ভিডিও শ্বাশুড়ির হোয়াটসঅ্যাপে পাঠিয়ে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। এ ঘটনায় বাদীর মা নাজমা বেগম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ অভিযান চালিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করার পর তার সাথে থাকা চারটি মোবাইল ফোন উদ্ধার করে, যেগুলোর মধ্যে দুটি ফোনে ধর্ষণের ভিডিও পাওয়া যায়। ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম জানান, অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে আলাউদ্দিনকে গ্রেফতার করেছে এবং তাকে আইনের আওতায় আনা হয়েছে।
হাবিবুর রহমান বাদল আশা ভরসা আর হতাশার মধ্য দিয়ে বিদায় নিয়েছে ২০২৪। দেড় সহস্রাধিক ছাত্র জনতার রক্ত আর এিশ হাজারেরও বেশি মানুষকে পংগুত্ব বরণ করতে হয়েছে স্বৈরাচারি শেখ হাসিনাকে পদচু্যত করতে। বিগত দেড় দশকে আওয়ামী সরকার দেশের সকল প্রতিষ্ঠানকে ধংস করে দিয়ে গেছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে আওয়ামী দোসরা। শেখ […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯