ডান্ডিবার্তা রিপোর্ট
শহরের জামতলায় আপেল বাহিনীর সঙ্গে অলি বাহিনীর সদস্যদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রনকে কেন্দ্র করে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে এলাকাবাসীরা জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার দুপুর দেড়টায় এ সংঘর্ষের সুত্রপাত হয়। টানা প্রায় ২ ঘন্টা চলে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া। উভয়পক্ষই দেশীয় অস্ত্রস্ত্র সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এসময় পুরো জামতলায় আতঙ্কের সৃষ্টি হয়। উভয় পক্ষে আহত হয় ৫জন। এদের মধ্যে আপেল বাহিনীর সদস্য রুবায়েত ও কুত্তা বাদল অপরদিকে অলি বাহিনীর সদস্য আরাফাত ও মিরাজসহ ৫জন আহত হয়েছে। এলাকাবাসী জানিয়েছে, জামতলা এলাকার মৃত মেজবাহউদ্দিনের ছেলে আজমেরী ওসমানের মাদক ব্যবসার অন্যতম সহযোগি আপেল বাহিনী এলাকার মাদক ব্যবসার নিয়ন্ত্রন করে আসছিল। পট পরিবর্তনের পরও আপেল বাহিনীর তার অবস্থান ধরে রাখে। সম্প্রতি আপেল বাহিনী হীরা কমিউিনিটি সেন্টারের সামনের মার্কেট জোর পূর্বক দখল করে নেয়। ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখিয়ে গত ৩ মাস ধরে ভাড়া তুলে নেয়। একজন সাংবাদিকের ছেলের নামে লীজকৃত দোকানঘর আপেল বাহিনী জোর করে দখলে নিয়ে যায়। বিষয়টি পুলিশ সুপার ও ডিবি পুলিশকে জানালেও তারা কার্যত অজ্ঞাত কারণে কোন ব্যবস্থা গ্রহন করেনি। ফলে আরো বেপরোয়া হয়ে উঠে আপেল বাহিনী। এদিকে অলি বাহিনীর সদস্যরাও স্বেরাচারি সরকারের সহযোগি হিসেবে চিহিৃত। পট পরিবর্তনের পরও তারা উভয় গ্রুপ মিলে মিশে মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমুলক কর্মকান্ড চালিয়ে আসছিল। কিন্তু হঠাৎ করে মাদক ব্যবসার নিয়ন্ত্রন নিয়ে উভয় গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। কয়েকদিন ধরে এ উত্তেজনার পর গতকাল বৃহস্পতিবার উভয় গ্রুপ সংঘর্ষে জড়িয়ে যায়। ফলে চরম নিরাপত্তাহীনতা দেখা দেয় জামতলাবাসীর মধ্যে। সংঘর্ষের এক পর্যায়ে উভয় গ্রুপ মসজিদের অভ্যন্তরে যেয়েও সংঘর্ষে লিপ্ত হয় ফলে রক্তাক্ত হয় পবিত্র মসজিদ। এদিকে অপর একটি সূত্র জানিয়েছে, বুধবার দিবাগত রাতে নজরুল ও দুলালের রিক্সা গ্যারেজ থেকে চাঁদা তুলে নেয় অলি বাহিনী মিরাজ। খবর পেয়ে আপেল বাহিনীর আপেল ছুটে আসে উক্ত দুই রিক্সা গ্রেজে। এসময় আপেল সালাম ও আকাশকে ছিণতাইকারী আখ্যা দিয়ে মারধর করে। মুলত এ মারধরের পরই উত্তেজনা চরম আকার ধারণ করে। জামতলার হীরা কমিউনিটি সেন্টারের সামনে দুই গ্রুপই ফেরী করে মাদক বিক্রি করে আসছে। ফতুল্লা থানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নিজত ও গুলিবিদ্ধ আহতের ঘটনায় হত্যা ও হত্যাচেষ্টার আসামী হয় তমিজউদ্দি খন্দকার আপেলসহ তার বাহিনী লোকজন। কিন্তু তারা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও পুলিশ অজ্ঞাত কারণে তাদের গ্রেফতারে অনীহা প্রকাশ করছে। দ্রুত সময়ে যদি তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহন করতো তা হলে এ সংষর্ষের ঘটনাটি এড়ানো যেত বলে এলাকাবাসীর দাবী। এলাকাবাসীরা বলছেন, শুধুমাত্র প্রশাসনিক দূর্বলতার কারণে ক্রমশই আপেল ও অলি বাহিনী পট পরিবর্তনের পরও বেপরোয়া হয়ে উঠেছে।
হাবিবুর রহমান বাদল স্বৈরাচারী সরকারের পতনের চার মাস পূর্তি ছিল গতকাল বৃহস্পতিবার। জুলাই বিপ্লবের মুল আকাংখা ছিল পরিবর্তন। সাধারন মানুষের সামনে অন্তর্বর্তিকালিন সরকার তেমন সাফল্য তুলে ধরতে পারেনি। জুলাই বিপ্লবে রাজনৈতিক দলগুলির চাইতে ছাত্র-জনতার প্রত্যক্ষ অংশগ্রহ ছিল সব চেয়ে বেশী। তবে রাজনৈতিক দলগুলির অবদানকে অস্বীকার করার উপায় নেই। বিভিন্ন রাজনৈতিক দল জুলাই বিপ্লবকে সমর্থন জানিয়ে […]
ডান্ডিবার্তা রিপোর্ট: বিকেএমইএ‘র সভাপতি মোহাম্মদ হাতেম বলেছেন, ব্যাংক ইন্টারেস্টের কারণে আমাদের ক্যাপাসিটির বাইরে অনেক কিছু চলে যাচ্ছে। আগে ছিল, পর পর ছয়টা কিস্তিতে কেউ ব্যর্থ হলে সে ঋণখেলাপি হবে। বাংলাদেশ থেকে একটি সার্কুলার দিয়েছে। এতে বলা হয়েছে, সেপ্টেম্বর থেকে ৩টা কিস্তিতে ব্যর্থ হলে ঋণখেলাপি হবে। আগামী মার্চ থেকে একটা কিস্তি ব্যর্থ হলেই ঋণখেলাপি হবে। বর্তমান […]
ডান্ডিবার্তা রিপোর্ট: আড়াইহাজার থানায় দায়ের করা উপজেলার দুপ্তারা ইউনিয়ন বিএনপির সহসভাপতি বাবুল মিয়া হত্যা মামলা নিয়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গত ৩ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে বাবুল মিয়ার মৃত্যু হলেও দুই মাস পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় তিনি নিহত হয়েছেন উল্লেখ করে ২২ আগস্ট হত্যা মামলা করেছেন দুপ্তারা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন। এই […]
প্রকাশক ও সম্পাদক
হাবিবুর রহমান বাদল
০১৯১১০১০৪৯০
hr.badal@yahoo.com
বার্তা ও বাণিজ্যক কার্যালয়
৬. সনাতন পাল লেন
(হোসিয়ারী ক্লাব ভবন, তৃতীয় তলা)
৭৬৪২১২১
dbartanews@gmail.com
রেজি: ডিএ নং-২০৯৯